WhatsApp Channel
Follow Now
Telegram Group
Follow Now
শুভ বিজয়া দশমী ২০২৩ শুভেচ্ছা বার্তা, কবিতা, ক্যাপশন ও ছবি : বিজয়া দশমীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন এবং ভালোবাসা রইল বাংলা লাভ স্টোরির সকল পাঠক/পাঠিকা দের জন্য। মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলায় মাটি রাঙিয়ে যাবে আসছে বছর আবার মা’গো সবাই তোমার দেখা পাবে।
দেখতে দেখতে এই পাঁচটি দিন যেন কিভাবে কেটে গেল। এইতো সবে সেদিন মা এলেন পঞ্চমীতে আর কিভাবে যেন তা সপ্তমী, অষ্টমী, নবমী পার করে অবশেষে আজ বিজয়া দশমী চলে এলো।
আবার এক বছরের অপেক্ষা নিয়ে আশায় বুক বাঁধবো সকলে। মিষ্টিমুখ, সিঁদুর খেলা, কোলাকুলির মাধ্যমে একটু হলেও সেই দুঃখ ভোলার চেষ্টা করা। আমাদের লেখা শুভ বিজয়া দশমীর শুভেচ্ছা বার্তা ও ছবি গুলো দিয়ে নিজের প্রিয়জনদের বিজয়ার শুভেচ্ছা জানাতে ভুলবেন না।
শুভ বিজয়া দশমী শুভেচ্ছা বার্তা
কুর কুর কুর বাজে ঢাক কৈলাস যে দিলো ডাক শুরু হবে সিঁদুর খেলা দেবির যে আজ যাওয়ার পালা বোধন থেকে বিসর্জন ভালো রেখো মা সবার মন ।
পুজোর দিনের খুশির হাওয়া, চার দিনে -তে পেরিয়ে যাওয়া , মায়ের যাওয়ার দিন হলো আজ, সুভেচ্ছা তাই জানিয়ে দেওয়া. মন বলে আজ ঢাকের তালে, আসছে বছর আয় মা চলে… শুভ বিজয়া
ঢাকের আওয়াজ মিলিয়ে গেল, পুজো হলো শেষ…, প্রাণে শুধু জাগিয়ে রেখো এই খুশির রেষ.. “শুভ বিজয়া”
বিসর্জন মানে আবার আসবে ফিরে, “খুশী” থাকুক সর্বদা তোমায় ঘিরে. দশমীর আত্মীয়তা, একটু মিষ্টিমুখে.. সবাইকে জানাই শুভ বিজয়া, সবাই থেকো সুখে
বিসর্জনের ঘন্টা বাজে মা যে এবার যাওয়ার সাজে, বিসর্জনের ঘন্টা বাজে, বলুক সবাই মুখর রবে, আসছে বছর আবার হবে!
সুখের স্মৃতি রেখো মনে, মিষে থেক আপনজনে. মান অভিমান সকল ভুলে, আসার প্রদীপ রেখো জ্বেলে . মা আসবে এই আশা রেখে, সবাই মিলে থেকো সুখে . শুভ বিজয়া
দশমীর এই সন্ধে বেলা সাঙ্গ হলো সিঁদুর খেলা, মা এর ঘরে ফেরার পালা, চোখের জল-এ বিদায় বলা , মা-এর হলো সময় যাবার আসছে বছর আসবে আবার. শুভ বিজয়া।
ঢাকের আওয়াজ এখনও বাজে, দুই কানে সারাক্ষন, বিদায় বেলায় আজকে মা’গো , বিষাদে ভরে মন।
- আরও পড়ুন:
- 👉 শুভ মহা নবমী শুভেচ্ছা বার্তা, কবিতা, ক্যাপশন ও ছবি
- 👉 শুভ মহা অষ্টমী শুভেচ্ছা বার্তা, কবিতা, ক্যাপশন ও ছবি
- 👉 শুভ মহা সপ্তমী শুভেচ্ছা বার্তা, স্ট্যাটাস, ক্যাপশন ও ছবি
শুভ বিজয়া দশমী শুভেচ্ছা ছবি
ষষ্ঠীতে থাক নতুন ছোঁয়া, সপ্তমী হোক শিশির ধোয়া, অঞ্জলি দাও অষ্টমীতে, আড্ডা জমুক নবমীতে।, দশমীতে হোক মিষ্টি মুখ, পুজ সবার খুব ভালো কাটুক । শুভ বিজয়া
বিজয়া হোক মিষ্টি মুখে ঢাকের আওয়াজ হলো মৃদু , মায়ের হাসি হলো ম্লান,এবার মাগো বিদায় তবে আসছে বছর আবার হবে,সবাই কে মা রাখিস সুখে,শুভ বিজয়া
দশমীর এই সন্ধে বেলা,সাঙ্গ হলো সিঁদুর খেলা, মা এর ঘরে ফেরার পালা, চোখের জল-এ বিদায় বলা , মা-এর হলো সময় যাবার আসছে বছর আসবে আবার। শুভ বিজয়া
শরত সকাল হিমেল হাওয়া, আনমনে তাই হারিয়ে যাওয়া, কাশফুল আর ঢাকের তালে, শিউলি নাচে ডালে ডালে, মা আসছেন বছর ঘুরে, পুজোর হাওয়া তাই জগত জুড়ে । শুভ বিজয়া
রোদের ঝিলিক শরত আকাশ, শিউলি ফুলের গন্ধ, মা আসছে ঘরে এবার দরজা কেন বন্ধ,পূজো এল তাইতো আবার বাজনা বাজায় ঢাকি, পূজো আসতে আর মাত্র কয়েকটা দিন বাকি । শুভ বিজয়া
ঢাকের তালে ধুনুচি নাচন, এটাই প্রাচীন রীতি, মনের ফ্রেমে বাধিয়ে রেখো, দুর্গা পূজার স্মৃতি ।শুভ বিজয়া
ঢাকের কাঠি উঠল বেজে,মা আসছেন সেজে গুজে,চারিদিকে আজ মাতন লাগে,পূজার দিন যেন ভালো কাটে। শুভ বিজয়া
পূজার বাঁশী বাজে দূরে,মা আসছেন বছর ঘুরে,শিউলির গন্ধে আগমনী, কাসের বনে জয়ধ্বনি, নীল আকাশে মাকে খুঁজো, হাসি খুশি কাটুক পূজো । শুভ বিজয়া
শুভ বিজয়া দশমী কবিতা
ঢাকের কাঠির মিষ্টি রেশ,
পূজা এবার হোল শেষ ।
নুতন আশাই বাঁধি বুক,
সবার ইচ্ছে পূরণ হোক।
আসছে বছর আবার হবে,
কে জানে কে কোথায় রবে।
শুভ বিজয়া
পুজা শেষ অলি গলি,
মা বলে চলি চলি ,
ভাসান হবে ফাটাফাটি,
বিজয়া সারার হুটপাটি,
এটা মার নতুন ধারা।
এসএমএস এ বিজয় সারা।
শুভ বিজয়া দশমী
ঢাকের উপর ছিল কাঠি,
পূজা হল জমজমমাটি।
আজ মায়ের ফেরার পালা,
জানাই তাই এই বেলা।
শুভ বিজায়া।
ভালো থাকা ভালবাসা
ভালো মনে কিছু আশা
বেদনার দুরে থাকা
সুখস্মৃতি ফিরে দেখা
বন্ধন থেকে বরণডালা ,
বিজয়া মানে এগিয়ে চলা.
শুভ বিজয়া
পূজো মানেই আনন্দ সুখ, পুজো মানেই আড্ডা।পূজোর দিনে আপন মনে গেয়ে ওঠে মনটা। ষষ্ঠী থেকে দশমী যখন পেরিয়ে যায়, ব্যাকুল হৃদয় বছর জুড়ে থাকে অপেক্ষায়। শুভ দূর্গা পূজা.. ভালো কাটুক সবার।
অনেক স্বপ্ন পুরন করে মা চলে জান কোন সুদূরে মায়ের আশা মায়ের যাওয়া নতুন খুশির নতুন হাওয়া দুঃখ করে লাভ কি তবে আসছে বছর আবার হবে ।
সুখে দুঃখে উদাস হওয়া তিন দিনের এই চাওয়া পাওয়া সব পেরিয়ে আজ বিজয়া শুভেচ্ছা তাই জানিয়ে দেওয়া মন বলে আজ ঢাকের রবে আসছে বছর আবার হবে । শুভ বিজয়া।
বাজছে কাঁসর , বাজছে ঘন্টা । নাচছে সবাই , নাচছে মনটা ॥ বইছে বাতাস , মৃদু মন্দ । সেথায় আবার , ধুনার গন্ধ ॥ চারিদিকে , খুশির ছন্দ । কলহ-বিবাদ , তাই বন্ধ ॥ মা এসেছেন , স্বর্গ থেকে । আমরা খুশি সবাই , মাকে দেখে॥ শারদীয়ার শুভেচ্ছা জানাই আমি । শুভ মহা দশমী
শুভ বিজয়া দশমী ক্যাপশন
এবার মাগো বিদায় তবে, আসছে বছর আবার হবে, সবাইকে মা রাখিস সুখে, বিজয়া আজ মিষ্টি মুখে। শুভ বিজয়া!!!
বিসর্জনের ঘন্টা বাজে মা যে এবার যাওয়ার সাজে, বিসর্জনের ঘন্টা বাজে, বলুক সবাই মুখর রবে, আসছে বছর আবার হবে. শুভ বিজয়ার প্রীতি ও সুভেচ্ছা
সুখের স্মৃতি রেখো মনে, মিষে থেক আপনজনে. মান অভিমান সকল ভুলে, আসার প্রদীপ রেখো জ্বেলে, মা আসবে এই আশা রেখে, সবাই মিলে থেকো সুখে। শুভ বিজয়া
মহাপার্বন এর সমাপন, দুক্ষে ভরে উঠলো মন সবাই মিলে বলো তবে, আসছে বছর আবার হবে.. শুভ বিজয়া ..
বিজয়া হোক মিষ্টি মুখে ঢাকের আওয়াজ হলো মৃদু , মায়ের হাসি হলো ম্লান, এবার মাগো বিদায় তবে আসছে বছর আবার হবে, সবাই কে মা রাখিস সুখে, বিজয়া হোক মিষ্টি মুখে . শুভ বিজয়া।
আকাশ জুরে যাচ্ছে উড়ে সাদা মেঘের ভালা. বিসর্জনের সময় হলো ফুরিয়ে এলো খেলা. আসছে বছর পুজোর দিনে থাকব কোথায় কে যে জানে, যেথায় থাক মায়ের সাথে রেখো আমায় নিজের মনে .. শুভ বিজয়া
আশীর্বাদে দেবী দুর্গার, জীবনে চির সুখ ও শান্তি আসুক তোমার। রাস্তা সব সাফল্যের, খুলে যাক তোমার জন্যে'- শুভ বিজয়া
ক্লান্ত মনে জানাই শুভ বিজয়া, একটুখানি চাওয়া আর একটি বছরের অপেক্ষা। শুভ বিজয়া
শুভ বিজয়া দশমী শুভেচ্ছা স্ট্যাটাস
মিলে গেল ঢাকের বাদ্যি, অস্তাচলে আলো, সিদুর আজ রাঙিয়ে তুলে, যেন তিলোত্তমা পূর্ণতা পেল'। শুভ বিজয়া
মলিন হলো সবার হাসি, মৃদু হলো ঢাকের কাঠি। মিষ্টিমুখে হোক বিজয়া, সুখে রাখিস সবাইকে মা'।
বিসর্জন মানে আবার আসবে ফিরে, খুশী থাকুক সর্বদা তোমায় ঘিরে. দশমীর আত্মীয়তা, একটু মিষ্টিমুখে.. সবাইকে জানাই শুভ বিজয়া।
অনেক স্বপ্নপূরণ করে মা চলে যান কোন সুদূরে মায়ের আসা মায়ের যাওয়া নতুন খুশির নতুন হাওয়া দুঃখ করে লাভ কি তবে আসছে বছর আবার হবে! শুভ বিজয়া দশমী
মা যে এবার যাওয়ার সাজে বিসর্জনের বাজনা বাজে বলুক সবাই মুখর রবে আসছে বছর আবার হবে। শুভ বিজয়া দশমী
উৎসবের আজ শেষ বেলা, শুরু হবে সিঁদুর খেলা, মনের মাঝে রেখে মাকে, বিদায়ের সুর বাজবে ঢাকে। শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাই
এবার মাগো বিদায় তবে আসছে বছর আবার হবে সবাইকে মা রাখিস সুখে বিজয়া আজ মিষ্টি মুখে। শুভ বিজয়া দশমী
তোমাকে ও তোমার পরিবারের সকলকে জানাই শুভ বিজয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। গুরুজনদের প্রণাম, আর ছোটোদের অনেক আদর।
শুভ বিজয়া দশমী শুভেচ্ছা মেসেজ
দশমীর এই বিকেল বেলা
সাঙ্গ হল সিঁদুর খেলা
মায়ের ঘরে ফেরার পালা
চোখের জলে বিদায় বলা
মায়ের হল সময় যাওয়ার
আসছে বছর আসবে আবার!
শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাই
আজ মায়ের যাওয়ার পালা। আশা করি দূর্গা মায়ের আশীর্বাদ তোমার জীবনের সব বাধা কেটে যাবে। মায়ের বিদায়ের বেলায় তোমাকে জানাই শুভ বিজয়া প্রীতি ও শুভেচ্ছা।
উৎসবের এই শেষের বেলায়, মায়ের এবার যাওয়ার পালা। চোখের জলে বিদায় মাকে, আসছে বছর আবার হবে। শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা।
ভালো থাকা ভালবাসা
ভালো মনে কিছু আশা,
বেদনার দুরে থাকা
সুখের-স্মৃতি ফিরে দেখা,
বোধন থেকে বরণডালা
বিজয়া মানে এগিয়ে চলা!!
শুভ বিজয়া
দশমীর এই সন্ধে বেলা
শুরু হলো সিঁদুর খেলা,
মা এর ঘরে ফেরার পালা
চোখের জলে বিদায় বলা,
মা এর হলো সময় যাবার,
আসছে বছর আসবে আবার।
শুভ বিজয়া
সুখের স্মৃতি রেখো মনে,
মিষে থেক আপনজনে,
মান অভিমান সকল ভুলে,
আসার প্রদীপ রেখো জ্বেলে!
মা আসবে এই আশা রেখে,
সবাই মিলে থেকো সুখে !!
শুভ বিজয়া
কুর-কুরা-কুর বাজে ঢাক
কৈলাস যে দিলো ডাক,
শুরু হবে সিঁদুর খেলা
দেবির যে আজ যাওয়ার পালা,
বোধন থেকে বিসর্জন,
ভালো রেখো মা সবার মন।
শুভ বিজয়া দশমী
সুখের স্মৃতি রেখো মনে মিশে থেকো আপনজনে মান অভিমান সকল ভুলে আশার প্রদীপ রেখো জ্বেলে মা আসবে এই আশা রেখে সবাই মিলে থেকো সুখে। শুভ বিজয়া
শুভ বিজয়া দশমী ২০২৩ শুভেচ্ছা বার্তা, কবিতা, ক্যাপশন ও ছবি : বিজয়া দশমীর শুভেচ্ছা বার্তা গুলো আপনার কেমন লাগলো মন্তব্য করে জানাবেন যদি পোষ্টটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না আরও নতুন নতুন তথ্য পাওয়ার জন্যে আমাদের ওয়েবসাইট টি সাবস্ক্রাইব করতে পারেন নমস্কার।