শুভ দোল পূর্ণিমার শুভেচ্ছা বার্তা: দেখতে দেখতে বছর ঘুরে দোল পূর্নিমা আজ (Subho Dol Purnima) গৃহবাসীর দ্বারে করাঘাত করছে। ফাগুন হাওয়ায় মন উড়ে যায় ফুলের মেলায়। এমন রঙীন বসন্ত আনন্দে মেতে ওঠার আহ্বান জানায়। বড়দের পায়ে আবীর দিয়ে শুরু হোক রঙীন উদযাপন। দোল পূর্নিমার শুভেচ্ছা জানাতে রইল ৫০ টি বাছাই করা শুভেচ্ছা বার্তা ও ছবি।
ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতেই প্রতি বছর দোলযাত্রা অনুষ্ঠিত হয়। বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী, ফাল্গুনী পূর্ণিমা বা দোল পূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির নিয়ে রাধিকা ও অন্যান্য গোপীগণের সহিত রং খেলায় মেতেছিলেন। সেই থেকেই দোল খেলার উৎপত্তি হয়। এই উৎসবটি কেবলমাত্র ‘রঙ’ সম্পর্কিতই নয়, পাশাপাশি একে অপরের প্রতি ভালবাসা প্রকাশ, প্রিয়জনদের সাথে ঐক্যবদ্ধ হওয়া এবং ভাঙা সম্পর্কগুলি আবার সংশোধন করার জন্যও এটি তাৎপর্যপূর্ণ।
শুভ দোল পূর্ণিমার শুভেচ্ছা বার্তা
বসন্তের এই রং লাগুক মনে প্রাণে
পূর্ণ হোক সব আশা ভালোবাসা
তোমাকে জানাই দোল যাত্রার ভালোবাসা।
মনে সবার মাঝে রঙের নব জাগরন
দোল মানে রঙিন করা রং আবির ছোয়া মন
দোল মানে সবার মাঝেই কেউ আপন জন।
বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা… বসন্ত মানেই আবির খেলা, সকলের রঙে রঙ মিশিয়ে নেওয়ার পালা.. ভরে উঠুক জীবন, শুভ বসন্ত উৎসব।
দোলে রামধনুর মতো রঙিন হোক তোমার দিন। আজ আনন্দের রঙে ভেসে যাক এই উৎসব। ভালো থেকো সুস্থ থেকো। বসন্ত উৎসবের শুভেচ্ছা।
ফিরে এলো ফাগুন বেলা, মনে শুধু রঙের খেলা। আবিরের রঙে রাঙাবো তোমায়,
জীবনে লাগবে রঙের ছোঁয়া।
সাতটি রং পাঠিয়ে দিলাম – একটু তাকিয়ে দেখো, আর তোমার পছন্দের রংটি তুমি,
আমার হয়ে মেখো। —শুভ দোলযাত্রা।
খোল দ্বার খোল লাগল যে দোল, স্থলে জলে বনতলে লাগল যে দোল “~ রঙের উৎসবে সকলকে জানাই রঙিন শুভেচ্ছা
শুভ দোল পূর্ণিমার শুভেচ্ছা ছবি
রামধনুর মতো রঙিন হয়ে উঠুক আজকের দিনটা। নানা রঙ মিলে মিশে গিয়ে ভরে উঠুক জীবনের ক্যানভাসটা। আজ তো রঙের দিন, রঙে ভেসে যাওয়ার দিন। আজ তাই দুঃখের কথা ভুলে আনন্দে কাটান। হাসুন এবং হাসান!
বসন্ত উৎসবের দিনে বসন্তের রাঙা আকাশের মতো রঙিন হয়ে উঠুক আমাদের বন্ধুত্ব। অনেক অনেক শুভেচ্ছা বন্ধু! ভাল থেকো, ভাল রেখো।
দোল মানেই তো রং। রং মানেই তো আনন্দ। আনন্দ মানেই তো জীবন। আর জীবন মানেই তো বন্ধু। তাই এই আনন্দের দিনে প্রিয় বন্ধুকে শুভেচ্ছা না জানিয়ে কি থাকা যায়? বসন্ত উৎসবের অনেক অনেক শুভেচ্ছা বন্ধু!
আপনাকে ও আপনার পরিবারের সকলকে শুভ দোলযাত্রার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই!
বসন্তের প্রতিটা মুহূর্তগুলো হোক রঙিন, শুভ হোক বসন্তের প্রতিটিদিন। শুভ বসন্ত উৎসব।
তোমার ছোঁয়ায় আমার জীবন হয়ে উঠেছে রঙিন। এমনই রঙিন থাক আমাদের প্রতিটি দিন। রঙের উৎসবে তোমাকে জানাই শুভেচ্ছা ও ভালোবাসা।
দোল উৎসবের অনেক শুভেচ্ছা। তোমার জীবন হয়ে উঠুক অনেক রঙীন। সমস্ত কিছু ভুলে আজে রঙের আনন্দে মেতে ওঠো। শুভ দোল উৎসব।
শুভ দোল পূর্ণিমার কবিতা
ঈশ্বরের কাছে কামনা করি পরিবারকে সঙ্গে নিয়েই তোমার জীবন হয়ে উঠুক আরও রঙিন। তুমি ও তোমার পরিবারের সকলের জন্য দোলের উৎসবের অনেক শুভেচ্ছা।
দোল হোক বা হোলি এই উৎসবের মাহাত্ম্য কিন্তু মিলনে। দূরে থাকলেও আজ মনে মনে রঙ দিলাম তোমায়। জানাই দোল উৎসবের আন্তরিক শুঙেচ্ছা। ভালো থেকো বন্ধু।
তোমাকে দিয়েই শুরু হবে আমার দোল খেলা। তোমাকেই প্রথম রঙ দিতে চাই। অপেক্ষায় রইলাম… দোল উৎসবের শুভেচ্ছা।
তোমার মনের রঙিন পাতায় চিরকাল অমলিন থাক আমাদের বন্ধুত্ব। দোল উৎসবের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। বসন্তের ছোঁয়ায় আমাদের মন থাক চির সবুজ। হ্যাপি হোলি
আশা করি দোলের প্রতিটি রঙ এর মতো তোমার জীবনের প্রতিটি দিন আরও রঙিন হয়ে উঠুক। তোমার দোল এবং বসন্ত উৎসব কাটুক আনন্দে। বসন্ত উৎসব উপলক্ষে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন।
হোলির অনেক শুভেচ্ছা। আশা করি রঙের সঙ্গে এই হোলি, হাসি, আনন্দ আর সুখে ভরে উঠুক। হ্যাপি হোলি।
বসন্ত উৎসবের শুভেচ্ছা বার্তা পৌঁছে যাক সবার দোরে দোরে। শুভ হোক সবার।
শুভ দোল পূর্ণিমার ক্যাপশন
যতদূর যায় দেখা, বসন্ত ততখানি.. রঙের সঙ্গে রঙ মিলান্তি আর প্রেমের ফিসফিসানি…। শুভ বসন্ত উৎসব, শুভ দোলযাত্রা।
লাল, নীল, হলুদ আবিরের রঙে জীবনের প্রতিটা অধ্যায় হয়ে উঠুক রঙিন। সকলকে জানাই বসন্ত উৎসবের শুভেচ্ছা!
রঙের ছোঁয়ায় ভরে উঠুক জীবন, দোলের আন্তরিক শুভেচ্ছা।
রাঙিয়ে দিয়ে যাও যাও যাও গো এবার যাবার আগে। শুভ বসন্ত উৎসব।
জীবন নানান রঙে ভরে উঠুক, জীবনবোধের সব রঙ-রস মিশে যাক পূর্ণতায়। হ্যাপি হোলি।
মধুর মুহূর্ত এবং স্মৃতি দিয়ে ভরা এই দোলেতে অপনাকে এবং অপনার পরিবারের সকল সদস্যকে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা।
এমন শুভ দিনে সমস্ত আনন্দ ও সমৃদ্ধি যেন তোমায় ছুঁয়ে ফেলে। হ্যাপি হোলি।
শুভ দোল পূর্ণিমার স্ট্যাটাস
রামধনুর মতো রঙিন হয়ে উঠুক তোমার জীবন, নানা রঙ মিলে-মিশে ভরে উঠুক জীবনের ক্যানভাস! শুভ দোলযাত্রা।
শুধু শরীরে রঙ নয়, মনের চিন্তাভাবনাও হয়ে উঠুক রঙিন। শুভ বসন্ত উৎসব।
রঙ যেন মোর মর্মে লাগে, আমার সকল কর্মে লাগে।” শুভ দোলযাত্রা।
ভাগ্য তোমার, শুভেচ্ছা আমার। এই বসন্ত উৎসবের রঙের মতোই ভবিষ্যত রঙিন হোক তোমার। হ্যাপি হোলি!
মনের কালো দিক সরিয়ে তাতে আসুক রঙের উজ্জ্বলতা। ভরে উঠুক জীবন। শুভ দোলযাত্রা।
রঙে রঙে রাঙিয়ে দাও এই মন, এই ভুবন…মেতে ওঠো রঙের উৎসবে…শুভ দোলযাত্রা।
ভেদাভেদ ভুলে আজ মিলনের উৎসবে গা ভাসানোর দিন। চৈত্রে চিত্তে আসুক প্রশান্তির রঙ। শুভ দোল পূর্ণিমা।
শুভ দোল পূর্ণিমার এসএমএস
আপনার হোলির অনেক শুভেচ্ছা! আগামী দিনগুলি রঙিন কাটুক।
রঙের এই উৎসবে আপনার জীবন রঙে ভরে উঠুক। হ্যাপি হোলি!
বছরের সেরা সময় এসে গেছে! সমস্ত সুন্দর রঙে ভরে উঠুক তোমার জীবন। হোলি ভাল কাটুক এই কামনা করি।
হোলির সম্পূর্ণ দিনটি উপভোগ করুন। আপনার ও আপনার পরিবারের জন্য হোলির শুভেচ্ছা রইল।
আগামী বছরটি সমৃদ্ধ এবং সুখে ভরা হোক থাকুক এবং প্রতিদিন হোলির মতোই রঙিন হোক।
মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তা ভাবনা দূর হোক। ইতিবাচক আসুক আপনার জীবনে।
আপনাকে জানাই – এই বসন্ত উৎসবের আগাম শুভেচ্ছা।
আজ হোকনা রং ফ্যাকাসে, তোমার আমার আকাশে, চাঁদের হাঁসি যতই হোক না ক্লান্ত,
বৃষ্টি আসুক বা নাইবা আসুক, ঝড় উঠুক বা নাইবা উঠুক, ফুল ফুটুক নাইবা ফুটুক, আজ বসন্ত, শুভ বসন্ত।
শুভ দোল পূর্ণিমার শুভেচ্ছা বার্তা, ছবি, কবিতা ও ক্যাপশন গুলো আপনার কেমন লাগলো মন্তব্য করে জানাবেন যদি পোষ্টটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না।