WhatsApp Channel
Follow Now
Telegram Group
Follow Now
অষ্টমী পূজার এই শুভ মুহূর্তে আত্মীয়, স্বজন ও বন্ধুদের পাঠিয়ে দিন শুভ মহা অষ্টমী শুভেচ্ছা বার্তা, কবিতা, ক্যাপশন, স্ট্যাটাস ও ছবি গুলি আশাকরি আমাদের লেখা শুভেচ্ছা বার্তা ও ছবি গুলি সকলের মন জয় করে নেবে।
আজ “মহা অষ্টমী” বাংলা লাভ স্টোরির পক্ষ থেকে সকলকে জানাই শুভ মহা অষ্টমীর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং ভালোবাসা, আশাকরি সকলে খুব আনন্দ সহিত পূজার দিন গুলি কাটাবেন।
বাঙ্গালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব বাঙালী সারাবছর কোনো না কোনো উৎসবে মেতে থাকে। আর সেই সব উৎসবগুলোর সমষ্টি করলে যে আনন্দ পাওয়া যায়, তার চাইতেও বেশী আনন্দ পাওয়া যায় এই দুর্গাপূজাতে।
শুভ মহা অষ্টমী শুভেচ্ছা বার্তা
মাগো তোমার চরণ স্পর্শে কেটে যাক সকল দুঃখ শোক তোমার মঙ্গল-আলোকে চারিদিকে আলোকিত হোক !!
** মহা অষ্টমীর শুভেচ্ছা **
দূর্গা অষ্টমীর এই শুভ মুহূর্তে
সকলকে জানাই
অনেক অনেক শুভেচ্ছা…
কামনা করি মা দুর্গার আশীর্বাদে
সবার জীবন আনন্দে ভরে উঠুক।
শুভ অষ্টমী পূজা
বছর ঘুরে এলো এবার আশ্বিনেরি বেলা
আকাশ ঘিরে সাদা মেঘের লুকোচুরি খেলা
কেউ পরবে নতুন জামা, মাথায় লাল ফিতে
আনন্দেরই জোয়ার বইছে মাটির পৃথিবীতে
** শুভ দূর্গা পূজা **
মা দুর্গার আশীর্বাদে
পৃথিবী থেকে দূরীভূত হোক
সব দুঃখ-কষ্ট, ব্যথা-বেদনা,
পাপ-অন্যায়, মহা অষ্টমীর পূণ্য
পাবনে সকলকে শুভেচ্ছা জানাই।
ঢাকের আওয়াজ দেয় কুর-কুর
শোনা যায় ওই আগমনী সুর
মায়ের এবার আসার পালা
শুরু হলো মজার খেলা
তাই নিয়ে এই সুখী মন
জানাই আগাম অভিনন্দন !
*** মহা অষ্টমীর শুভেচ্ছা ***
আপনার ও আপনার পরিবারের
সকলের জন্য রইল
মহা অষ্টমীর শুভেচ্ছা
সহ অনেক অনেক
ভালোবাসা ও শুভ কামনা।
শুভ মহা অষ্টমী
পুজোর কটা দিন সকলের ভালো যাক
সবাইকে জানাই good wish good luck,
আনন্দ হাসি গান with love and more fun
বন্ধুত্ব প্রীতি ভালোবাসায় ভরে উঠুক মন প্রান
*** শারদীয়া শুভেচ্ছা ***
মা দুর্গার আশীর্বাদ সর্বদা
আপনার সঙ্গে থাকুক,
সুখ এবং সমৃদ্ধি আপনার সাথে থাকুক,
আপনার সকল চাওয়া পাওয়া পূর্ণ হোক।
শুভ মহা অষ্টমী
- আরও পড়ুন:
- 👉 শুভ মহা সপ্তমী শুভেচ্ছা বার্তা, স্ট্যাটাস, ক্যাপশন ও ছবি
- 👉 শুভ মহা ষষ্ঠী শুভেচ্ছা বার্তা, স্ট্যাটাস, ক্যাপশন ও ছবি
- 👉 শুভ মহা পঞ্চমী শুভেচ্ছা বার্তা, ক্যাপশন ও ছবি
শুভ মহা অষ্টমী শুভেচ্ছা ছবি
শিশিরস্নাত ভোরের বাতাস
ঝলমলে রোদ খুশীর আভাস,
রাত শেষের চাঁদের আলো
পূজা আসছে জানিয়ে দিলো,
হুল্লোড় আড্ডা প্রেম অবকাশ
২ হাত দিয়ে ডাকছে আকাশ !!
*** হ্যাপি দূর্গা পূজা ***
অষ্টমীর মতোই আনন্দময়
হোক পুজোর বাকি দিন গুলি।
সুন্দর হোক তোমার জীবন,
পূরণ হোক মনের সকল চাওয়া পাওয়া।
শুভ মহা অষ্টমী
আসছে বছর আবার হবে
গত বছর বলেছিলে,
তাইতো আবার মা দিয়েছে সারা
খুশিতে হয়েছে ভুবন মাতোয়ারা !!
** শুভ শারদীয়া **
এই অষ্টমীতে মা দূর্গা
তোমাকে দু হাত
ভোরে আশীর্বাদ করুক,
তোমার জীবন সুখ-শান্তি
এবং আনন্দে পরিপূর্ণ থাকুক…
শুভ মহা অষ্টমী
মা আসছেন আমাদের কাছে ১ বছর পরে
তাই কত রকম প্রস্তুতি চলছে প্রতি ঘরে-ঘরে,
মোড়ে-মোড়ে বসবে মেলা জ্বলে নেভে আলোর খেলা সন্ধ্যায় আরতি হবে, বাজবে ঢাক আর ঢোল জানাই তাই।
*** শারদীয়া শুভেচ্ছা **
দুঃখ গুলো ভুলে গিয়ে
অষ্টমীর আানন্দে
মেতে উঠুক সবার মন
সবাইকে দূর্গা অষ্টমীর
শুভেচ্ছা ও অভিনন্দন।
আশ্বিনের এই শরৎ প্রাতে,
দেবী দূর্গার আশীর্বাদে
দিনগুলী হয়ে উঠুক আরো আনন্দমুখর,
উৎসবের দিনগুলি কাটুক সুখে,,
আর উৎসবের শেষ হোক মিষ্টিমুখে !!
- শারদীয় অভিনন্দন -
এই দুর্গা অষ্টমী তোমার জীবনে
অনেক সুখ নিয়ে আসুক,
সকল কাছের মানুষ
এবং পরিজনদের সাথে
এই দিনটি উপভোগ করো।
শুভ অষ্টমী
শুভ মহা অষ্টমী কবিতা
শরতের ওই নীল আকাশে, ভাসে মেঘের তরী
মা দুর্গার রথ চড়ে আসেবে, আঁধার আলো করি ! আকাশে বাতাসে আজ আনন্দের পূজা
ভুবন মহিনী রূপে আসছেন মা দশভুজা !!
** জয় মা দূর্গা **
মা দুর্গার আশীর্বাদে
আমাদের জীবনের
সমস্ত পাপ এবং বাধা
ধ্বংস হয়ে যাক।
শুভ মহা অষ্টমী
ঢাকেতে পরেছে কাঠি
পূজো হবে ফাটাফাটি,
পূজো-পূজো কত আশা
ইচ্ছে পূরণের অভিলাশা !!
*** শুভ অষ্টমী ***
অষ্টমীর এই শরৎ প্রাতে,
দেবী দূর্গার আশীর্বাদে
দিনগুলী হয়ে উঠুক আরো আনন্দমুখর,
উৎসবের দিনগুলি কাটুক সুখে,,
অষ্টমীর শুভেচ্ছা জানালাম মিষ্টি মুখে।
এসেছে পূজো
বেজেছে ঢাক !
অফিসের ডাক
নিপাত যাক!!
- শুভ দূর্গা পূজা -
মহা অষ্টমীতে তোমার
জীবন হয়ে উঠুক সুন্দর…
দূর্গা পুজোর বাকি দিন গুলি
আনন্দের সাথে কাটান।
শুভ মহা অষ্টমী
নীল আকাশে মেঘের ভেলা
পদ্মা ফুলের পাপড়ি মেলা,
ঢাকের তালে কাঁশের খেলা
আনন্দে কাটুক শারদ বেলা!
*** মহা অষ্টমীর শুভেচ্ছা ***
আজ দূর্গা রূপে এসেছেন মা ঘরে
গ্রাম থেকে সুখের অমৃত ঝরে,
মহা অষ্টমীতে দেবী মহামায়া
মায়েতে মোহিত আজ সারা দুনিয়া !!
** শুভ শারদীয়া **
শুভ মহা অষ্টমী ক্যাপশন
শুভ্র শীতল কাশের সভায় জুড়ালো ২ নয়ন
আগমনি বার্তা বয়ে বাজছে ঢাকের সুর,
শারদীয়ার দিনগুলো হোক আনন্দ মধুর !!
**** মহা অষ্টমীর শুভেচ্ছা ***
ষষ্ঠিতে থাকে নতুন ছোঁয়া
সপ্তমী হোক শিশির ধোয়া,
অঞ্জলি দাও অষ্টমিতে
ঘোরা-ফেরা নবমীতে,
দশমীতে হোক মিষ্টি মুখ
পুজো তোমার খুব জমুক !!
- শারদীয় শুভেচ্ছা -
শরৎকাল, হিমেল হাওয়া
আনমনে তাই হারিয়ে যাওয়া,
কাশফুল আর ঢাকের তালে
শিউলি দোলে ডালে-ডালে,
মা এসেছে বছর ঘুরে
পূজোর হাওয়া তাই জগৎ জুড়ে !!
- শারদীয় শুভেচ্ছা -
শরৎকালের রোদের ঝিলিক
শিউলি ফুলের গন্ধ,
মা এসেছে ঘরে তাই
মনে অনেক আনন্দ !!
- হ্যাপি দুর্গা পূজা -
শিউলি ফুলের গন্ধ
তুলোর মতো মেঘ আর কাশের বন,
ঢাকের বাজনা জানান দিচ্ছে মায়ের আগমন !!
- মহা অষ্টমীর শুভেচ্ছা -
ষষ্ঠিতে থাকে নতুন ছোঁয়া
সপ্তমী হোক শিশির ধোয়া,
অঞ্জলি দাও অষ্টমিতে
ঘোরা-ফেরা নবমীতে,
দশমীতে হোক মিষ্টি মুখ
পুজো তোমার খুব জমুক !!
- শারদীয় শুভেচ্ছা -
শরৎকাল, হিমেল হাওয়া
আনমনে তাই হারিয়ে যাওয়া,
কাশফুল আর ঢাকের তালে
শিউলি দোলে ডালে-ডালে,
মা এসেছে বছর ঘুরে
পূজোর হাওয়া তাই জগৎ জুড়ে !!
- মহা অষ্টমীর শুভেচ্ছা -
ঢাকেতে পরেছে কাঠি
পূজো হবে ফাটাফাটি,
পূজো নিয়ে কত আশা
ইচ্ছে পূরণের অভিলাশা !!
-- শারদীয় শুভেচ্ছা --
শুভ মহা অষ্টমী শুভেচ্ছা স্ট্যাটাস
নীল আকাশে মেঘের ভেলা
পদ্ম ফুলের পাপড়ি মেলা,
ঢাকের তালে কাঁশের খেলা
আনন্দে কাটুক সারা বেলা !!
== শারদীয় শুভেচ্ছা ==
বাজলো সূর ঢাকের তালে
মা এসেছেন শরৎকালে,
ভেজা তুলোর মেঘের ভেলা
কাটছে সময়, কাটছে বেলা।
ভাবনা চিন্তা না করে
মাকে নাও আপন করে !!
- শারদীয় শুভেচ্ছা -
শিউলি ফুলের গন্ধে যেন ভরে গেল মন
সুভ্র শীতল কাশের শোভায়ে জুরাল ২টি নয়ন,
আগমনের বার্তা বয়ে বাজছে ঢাকের সুর
শারদীয়ার দিনগুলো হোক আনন্দ ও মধুর !!
- শারদীয় শুভেচ্ছা -
কুমোরের তুলি হলো খালি
তৈরি হলো ঢাকি,
এবার পূজোয় মাগো যেন
অনেক আনন্দেতে থাকি !!
-* শারদীয় শুভেচ্ছা *-
পুজোর দিন কাটলো ভালো
জ্বলবে এবার নতুন আলো,
ভালো কাটুক অষ্টমীর দিন
মিষ্টি মুখ হবে সারাদিন !!
হিমের পরশ মনে জাগে
সবকিছু আজ নতুন লাগে,
মা আসার খবর পেয়ে
বনের পাখি উঠলো জেগে,
শিশির ভেজা নতুন ভোরে
মা এসেছে মর্তলোকে !!
- শারদীয় শুভেচ্ছা -
শিউলি ফুলের সুবাস নিয়ে শরৎ এলো চলে
খোলা মাঠে কাশ ফুল, হাওয়ার তালে দোলে,
রঙিন আলো চারপাশে মাতিয়ে দিলো মন
শুরু হলো মায়ের পূজোর সেই শুভক্ষণ !!
- শুভ শারদীয় শুভেচ্ছা -
শরৎ মেঘে ভাসলো ভেলা
কাঁশ ফুলেতে লাগলো দোলা,
ঢাকের উপর পড়ুক কাঁঠি
পুজো কাটুক ফাটাফাটি !
শুভ মহা অষ্টমী শুভেচ্ছা মেসেজ
হিমের পরশ লাগে প্রানে
শারদীয়ার আগমনে,
আগমনীর খবর পেয়ে
বনের পাখি উঠলো গেয়ে,
শিশিরভেজা নতুন ভোরে
মা আসছে আলো করে !!
** শারদীয়ার শুভেচ্ছা **
নীল আকাশের মেঘের ভেলা
পদ্মা ফুলের পাপড়ি মেলে,
ঢাকের তালে কাশের খেলা
আনন্দে কাটুক শারদবেলা !!
*** শারদীয় শুভোচ্ছা ***
শরতের ওই নীল আকাশে ভাসে মেঘের টোরি
মা দূর্গা রথে চড়ে আসবে আঁধার এল করি,
আকাশে বাতাসে আজ আনন্দেরই পূজা
ভুবন মোহিনী রূপে আসছেন মা দশভুজা !!
*** শারদীয়া শুভেচ্ছা ***
পুজো-পুজো গন্ধ ভেসেছে আজ আকাশে
সাদা কাশ ফুল উড়ে যায় স্রোতের বাতাসে
মহালয় দিয়ে দূর্গা পূজার আগমন,
১ সপ্তাহ পরে মায়ের বোধন !!
*** শুভ শারদীয়া ****
আসছে পূজো, বাজছে ঢাক !
তোরা সবাই ভালো থাক !!
- শুভ দূর্গা পূজা -*-
কুমোরের তুলি হলো খালি, তৈরি হলো ঢাকি। এবার পূজোয় মাগো যেন এবার পূজোয় মাগো যেন আনন্দেতে থাকি। হ্যাপি দুর্গা পূজা
আজ দূর্গা রূপে এসেছে মা ঘরে
গ্রাম থেকে শহরে সুখের অমৃত ঝরে,
মহা সপ্তমী তে দেবী মহামায়া
মায়াতে মোহিত আজ সারা দুনিয়া
এই দুর্গাপুজোয় আপনার জীবনের সমস্ত অন্ধকার মুছে যাক, আলোয় ঝলমলে হয়ে উঠুক। শুভ শারদীয়া
শুভ মহা অষ্টমী ২০২৩ শুভেচ্ছা বার্তা, কবিতা, ক্যাপশন ও ছবি গুলি আপনার কেমন লাগলো মন্তব্য করে জানাবেন যদি পোষ্টটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না আরও নতুন নতুন পুজোর বার্তা পাওয়ার জন্যে আমাদের ওয়েবসাইট টি সাবস্ক্রাইব করতে পারেন নমস্কার।