Subha Naba Barsha 1429 in Bengali | নতুন বছরের শুভেচ্ছা মেসেজ

Subha Naba Barsha 1429, পয়লা বৈশাখ বা পহেলা বৈশাখ (বাংলা পঞ্জিকার প্রথম মাস বৈশাখের ১ তারিখ) বাংলা সনের প্রথম দিন, তথা বাংলা নববর্ষ দিনটি বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গে শুভ নববর্ষ হিসেবে বিশেষ উৎসবের সাথে পালিত হয় এবং একে অপরকে নতুন বছরের শুভেচ্ছা মেসেজ পাঠায়। সে হিসেবে এটি বাঙালিদের একটি সর্বজনীন উৎসব। নববর্ষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর এর লেখা পড়ে বিশ্বের সকল প্রান্তের সকল বাঙালি এ দিনে নতুন বছরকে বরণ করে নেয় আর ভুলে যাবার চেষ্টা করে অতীত বছরের সকল দুঃখ-গ্লানি। সবার কামনা থাকে যেন নতুন বছরটি সমৃদ্ধ ও সুখময় হয়। 

Subha Naba Barsha 1428 in Bengali

Subho Nobo Borsho 1429 in Bengali | নতুন বছরের শুভেচ্ছা মেসেজ


বছর ঘুরে এলো আবার পহেলা বৈশাখ, 
 বাঙ্গালী তাই সেজেছে আজ নববর্ষের সাজ । 

 জাতিভেদ ভুলে গিয়ে এক কাতারে তারা, 
 বর্ষবরনের আনন্দে হয়েছে দিশেহারা । 

 পান্তা ইলিশ, পিঠাপুলি আর বৈশাখী মেলায়; 
 নাচে গানে উল্লাসে মঙ্গল শোভাযাত্রায়; 

 হালখাতার রঙে রঙিন বাজারের দোকান, 
 একই কণ্ঠে তারাও গাইছে সাম্য মৈত্রের গান । 

 এসো তাই ভুলে যাই জাতি বর্ণ বিদ্বেষ, 
 সারা বছর মিলেমিশে থাকবো মোরা বেশ । 



পাখির ডানায় লিখে দিলাম নববর্ষের নাম বন্ধু তোমরা উড়ে দেখো পাবে সুখের ঘ্রান l পুরোনো সব কষ্ট করে ফেলো নষ্ট! নতুন বছরের নতুন যাত্রা হয় যেনো সুখ আর বিনুদুনময়! এই কামনায় তোমাদের জানাই শুভ_নববর্ষ 

একটু আলো, একটু আধার বাতাসগুলো নদীর বুকে দিচ্ছে সাতার কিছু দুঃখ, কিছু সুখ সবচেয়ে সুন্দর এই বাংলার মুখ! বাংলা বর্ষ ১৪২৮ এর পদার্পনে এস শানিত হই নবপ্রাণে 

আধার ভেদ করে সূর্যকিরণ প্রতি জীবন দুয়ারে পৌছে যাক যাপিত জীবনের যাবতীয় গ্লানি ভুলে, এসো রাঙিয়ে তুলি বাংলার নতুন বছর! 

তোরাই আমার বন্ধু যে, তোরাই আমার ডিয়ার, তাইতো আমি ভালোবেসে বলছি Happy new year. Good bye বলে শেষ করছি পুরোনো বছরের আশা, নতুন বছরের,নতুন সাজে জানাচ্ছি ভালোবাসা !! ধন্যবাদ 

বার মাসে তের পার্বণ এবার এলো বলে,বাঙ্গালির একটি বছর বয়ে গেলো চলে!!! নতুন বছর আসুক শুধু আনন্দের স্মপর্শ,, আমার তরফ থেকে আমার সকল বন্ধুদের জানাই ****শুভ নববর্ষ**** 

♥ইলিশ মাছের ৩০ কাঁটা, বোয়াল মাছের দাড়ি.♣!!! ♥বৈশাখ মাসের ১ তারিখে, আইসো আমার বাড়ি.♣!!! ♥ছেলে হলে পানজাবী, মেয়ে হলে শাড়ি!! ♥করব বরন বন্ধু তোমায়, আইসো আমার বাড়ি!!! [[আপনাকে পহেলা বৈশাখের অগ্রিম শুভেচ্ছা রইল]] 

ঝরে গেল আজ বসন্তের পাতা, নিয়ে যাক সঙ্গে সব মলিনতা । বৈশাখের সকালে, লাগুক প্রাণে আনন্দের এই স্পর্শ, মন থেকে আজ জানাই তোমায় ‘শুভ নববর্ষ’ নতুন পোশাক নতুন সাঁজ। নতুন বছর শুরু আজ।মিষ্টি মন মিষ্টি হাঁসি।শুভেচ্ছা জানাই রাশি রাশি 

আরও পড়ুনঃ Subho Noboborsho Wishes in Bengali

উদীত রবির প্রথম আলো দূর করবে সকল কালো। মেটবে মন আনন্দধারায় সবাই হবে বাধনহারা। দিনটি হক তোমার তরে মন ভরে উঠুক খুশির ঝরে। শুভ নববর্ষ !! 

বসন্তের আগমনে কোকিলের সুর ! গ্রিষ্মের আগমনে রোদেলা দুপুর ! বর্ষার আগমনে সাদা কাঁশফুল ! তাই তোমায় Wish করতে মন হল বেকুল ! *শুভ নববর্ষ* 

তোরাই আমার বন্ধু যে, তোরাই আমার ডিয়ার, তাইতো আমি ভালোবেসে বলছি শুভ নববর্ষ !. Good bye বলে শেষ করছি পুরোনো বছরের আশা, নতুন বছরের,নতুন সাজে জানাচ্ছি ভালোবাসা ! 


নববর্ষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর

নিশি অবসানপ্রায়, ওই পুরাতন
 বর্ষ হয় গত!
 আমি আজি ধূলিতলে এ জীর্ণ জীবন
 করিলাম নত।

 বন্ধু হও, শত্রু হও, যেখানে যে কেহ রও,
 ক্ষমা করো আজিকার মতো
 পুরাতন বরষের সাথে
 পুরাতন অপরাধ যত।

 আজি বাঁধিতেছি বসি সংকল্প নূতন
 অন্তরে আমার,
 সংসারে ফিরিয়া গিয়া হয়তো কখন
 ভুলিব আবার।

 তখন কঠিন ঘাতে এনো অশ্রু আঁখিপাতে
 অধমের করিয়ো বিচার।
 আজি নব-বরষ-প্রভাতে
 ভিক্ষা চাহি মার্জনা সবার।

 আজ চলে গেলে কাল কী হবে না-হবে
 নাহি জানে কেহ,
 আজিকার প্রীতিসুখ রবে কি না-রবে
 আজিকার স্নেহ।

 যতটুকু আলো আছে কাল নিবে যায় পাছে,
 অন্ধকারে ঢেকে যায় গেহ--
 আজ এসো নববর্ষদিনে
 যতটুকু আছে তাই দেহ।

 বিস্তীর্ণ এ বিশ্বভূমি সীমা তার নাই,
 কত দেশ আছে!
 কোথা হতে কয় জনা হেথা এক ঠাঁই
 কেন মিলিয়াছে?

 করো সুখী, থাকো সুখে প্রীতিভরে হাসিমুখে
 পুষ্পগুচ্ছ যেন এক গাছে--
 তা যদি না পার চিরদিন,
 একদিন এসো তবু কাছে।

 সময় ফুরায়ে গেলে কখন আবার
 কে যাবে কোথায়,
 অনন্তের মাঝখানে পরস্পরে আর
 দেখা নাহি যায়।

 যদি ব্যর্থ হয় প্রাণ, যদি দুঃখ ঘটে-
 ক'দিনের কথা!
 একদা মুছিয়া যাবে সংসারের পটে
 শূন্য নিষ্ফলতা।

 জগতে কি তুমি একা? চতুর্দিকে যায় দেখা
 সুদুর্ভর কত দুঃখব্যথা।
 তুমি শুধু ক্ষুদ্র একজন,
 এ সংসারে অনন্ত জনতা।

 যতক্ষণ আছ হেথা স্থিরদীপ্তি থাকো,
 তারার মতন।
 সুখ যদি নাহি পাও, শান্তি মনে রাখো
 করিয়া যতন।

 যুদ্ধ করি নিরবধি বাঁচিতে না পার যদি,
 পরাভব করে আক্রমণ,
 কেমনে মরিতে হয় তবে
 শেখো তাই করি প্রাণপণ।

 জীবনের এই পথ, কে বলিতে পারে
 বাকি আছে কত?
 মাঝে কত বিঘ্নশোক, কত ক্ষুরধারে
 হৃদয়ের ক্ষত?

 পুনর্বার কালি হতে চলিব সে তপ্ত পথে,
 ক্ষমা করো আজিকার মতো--
 পুরাতন বরষের সাথে
 পুরাতন অপরাধ যত।

 ওই যায়, চলে যায় কালপরপারে
 মোর পুরাতন।
 এই বেলা, ওরে মন, বল্ অশ্রুধারে
 কৃতজ্ঞ বচন।

 বল্ তারে-- দুঃখসুখ দিয়েছ ভরিয়া বুক,
 চিরকাল রহিবে স্মরণ,
 যাহা-কিছু লয়ে গেলে সাথে
 তোমারে করিনু সমর্পণ।

 ওই এল এ জীবনে নূতন প্রভাতে
 নূতন বরষ--
 মনে করি প্রীতিভরে বাঁধি হাতে হাতে,
 না পাই সাহস।

 নব অতিথিরে তবু ফিরাইতে নাই কভু--
 এসো এসো নূতন দিবস!
 ভরিলাম পুণ্য অশ্রুজলে
 আজিকার মঙ্গলকলস। 


আরও পড়ুনঃ Subho Poila Baisakh Wishes in Bengali

মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা Lyrics in Bengali


এসো হে বৈশাখ, এসো এসো। 
এসো হে বৈশাখ, এসো এসো। 
তাপস নিঃশ্বাস বায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে, 
বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক। 
এসো এসো...
এসো হে বৈশাখ, এসো এসো 
এসো হে বৈশাখ, এসো এসো 

যাক পুরাতন স্মৃতি
যাক ভুলে যাওয়া গীতি
যাক অশ্রুবাষ্প সুদূরে মিলাক
যাক যাক
এসো এসো...
এসো হে বৈশাখ, এসো এসো 

মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা, 
অগ্নি স্নানে শুচি হোক ধরা। 
মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা, 
অগ্নি স্নানে শুচি হোক ধরা। 
রসের আবেশ রাশি, শুষ্ক করি দাও আসি।  
আনো আনো, আনো তব প্রলয়ের শাঁখ। 
আনো আনো, আনো তব প্রলয়ের শাঁখ। 
মায়ার কুঁজঝটি জাল যাক দূরে, যাক যাক যাক। 
এসো এসো...

এসো হে বৈশাখ, এসো এসো 
তাপস নিঃশ্বাস বায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে, 
বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক। 
এসো এসো...
এসো হে বৈশাখ, এসো এসো 


সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন

Prosanta Mondal

Hey Guys My Name Is Prosanta Mondal From Kolkata, India. I Am A Professional Blogger and Creative Content Writer.

Post a Comment

Appreciate Your Valuable Feedback. I Hope You Like Post And Subcribe Our Blog. Please DO NOT SPAM - Spam Comments Will Be Deleted Immediately.

Previous Post Next Post