Happy Krishna Janmashtami 2022 Quotes, SMS, Wishes In Bengali

Happy krishna janmashtami 2022: কৃষ্ণজন্মাষ্টমী হলো একটি হিন্দু ধর্মের মহান উৎসব। এটি ভগবান বিষ্ণুর অপর অবতার শ্রী কৃষ্ণের জন্মদিন হিসেবে পালিত হয়। 
ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য হয়, তখন জন্মাষ্টমী পালিত হয়। 

আজকের এই শুভ জন্মাষ্টমীর দিনে সকলেই Happy Krishna Janmashtami Quotes, SMS, Status ও Shayari খুজে থাকে ইন্টারনেটে। তাই এই পোস্টে আমি আপনাদের সঙ্গে কৃষ্ণজন্মাষ্টমীর কিছু শুভেচ্ছা মেসেজ শেয়ার করছি আশাকরি আমার লেখা এই মেসেজ গুলি আপনাদের ভালো লাগবে।

Happy Krishna Janmashtami 2021 Quotes, SMS, Wishes In Bengali

Happy Krishna Janmashtami Wishes in Bengali


১. সব আশা যদি পূর্ণ হত, সব চাওয়া যদি পাওয়া যেতো, আমি তবে তোমার হতাম, আমার হিয়া তোমায় পেতো।

যদিও এক রত্তি, স্বপ্ন হল না সত্যি, তবে বুঝিয়ে দিল আমায়। অপরিণত মনে, আড়ালে গোপনে,
বৃথাই চেয়েছি আমি তোমায়।

জানি তোমার এতে কিবা হল, কিবা আসে যায়,
কেনো বলো তো আমার হিয়া, এখনও বুঝতে না চায়।

বিরহ বেলায়, বিরহ সুরে, আমি আজ বিরহিনী,
না চাইলেও জেনো, থেকে যাব আমি রাধা কলঙ্কিনী।


২. "রাধা তুমি কোনসে দূরে খেলছো লুকোচুরি
বিরহের সুরে তোমার কানাই বাজায় বাঁশুরী।"

৩. "মীরার মতো বাসবো ভালো রাধা হতে চাইনা তোমার, স্পর্শে তোমায় নাইবা পেলাম হৃদয় টা থাক শুধু আমার।"

৪. রাধে তুমি বেশ সুখেই আছো তোমার আয়ান ঘরে, আমি একা বিরহ শোকে তোমার তরে পুড়ছি জ্বরে।

Subho Janmashtami SMS in Bengali


৫. ব্যস্ ! এমন একটা রাধা চাই..
যে হৃদয়ের হৃদস্পন্দন;
সকল চাওয়া,
সকল পাওয়া;
ক্লান্ত হৃদয়ের গভীর প্রশান্তি,
আবদার খুনসুটি;
যার মনের খাতায় শত রাগ-অভিমান জমা রাখা যায়।

ব্যস্ ! এমন একটা রাধা চাই,
যে মনের মন্দিরে পূজিত;
সহজ-সরল,
সাদা মনে নেই গরল।
আধাঁর রাতের চন্দ্রিমা,
নীল আকাশের উপমা;
যার জন্য ঠোঁটের কোনে মৃদু হাসি, তুলির টানে কাব্যলেখা।


ব্যস্ এমন একটা রাধা চাই..
যে বলবে আমি আছি, ছিলাম, থাকবো বারবার;
পরজনমেও শুধুই তোমার,
নূপুরের ছন্দে,
খোঁপায় ফুলের গন্ধে;
যার জন্য কচি নরম ঘাসেরা মাথা দোলায় গানের লিরিক্সে।

ব্যস্ ! এমন একটা রাধা চাই,
আর কিচ্ছু চাই না।

Happy Krishna Janmashtami 2021 Quotes, SMS, Wishes In Bengali


৬. নাইবা হলাম কৃষ্ণের প্রেয়সী রাধা
যদি তাতে থাকে না পাওয়ার ব্যাথা
বরং হতে রাজি আছি হতভাগা রুক্মিণী 
ক্ষনিকের নয় সারা জীবনের জীবনসঙ্গিনী।


৭. সেই যে বলে ছিলে
ফিরে ফিরে আসবে
জন্ম থেকে জন্মান্তর
কৃষ্ণ বর্ণ কানহা রূপেই
হাতে বাঁশি মাথায় পেখম
রাখাল বালক হবে তোমার সাথী
সবার আদরের প্রিয় চোখের মণি
এসো কানহা, তিন প্রহরের অপেক্ষায়
আছি ছল ছল সব হারানী রাঁধা
এখনও তোমাকেই খোঁজে।

৮. রাধিকা তুমি মোর হৃদয়ে সবেতেই আছো
কেবল ভাগ্যে নেই আমার
শ্যামের বাঁশরীর রাত্রির কালোয়
হইল যে উজাড়।
আমি কেবল কারণে অকারণে
তোমার প্রণয়ের খোঁজে জ্বলেপুরে যাই
মোর অন্তরের নলিন পুষ্পেরস্নেহের ব্যাকরণে
নেই যে তুমি ঠাঁই।
কালো হৃদয়ে অন্তরের সুরে তুমি
কলঙ্কিনী বিনোদিনী রাই
প্রণয়ের তরীতে কেবল একলা ভেসে
এবার তবে যাই।

Shri Krishna Janmashtami Poem in Bengali


৯. গোধূলিতে সুপ্ত নারীহৃদয় জেগে ওঠে শ্যামের বালখিল্যতায়, গোলাপ দোলে রুক্মিণীর খোঁপায়,
রাধে সাজে মালতি লতায়।

১০. কৃষ্ণ বিহনে রাঁধা আজও কাঁদে
রাধার মন যমুনায় এখনো শ্যামের বাঁশি বাজে।

১১. বৃষ্টি পরে টাপুর টুপুর
কৃষ্ণ বাজায় বাঁশি
ছন্দ তোলে রাধার নুপুর
রাঙিয়ে বোনপলাশী

১২. কৃষ্ণ তো শুধু প্রেম করেছিল
ভালো তো বেশে ছিল রাধা
তাই কৃষ্ণ রুক্মিণীর হলেও
অয়নের হতে পারেনি সমাজের কলঙ্কিনী রাধা।

Happy Krishna Janmashtami 2022 SMS গুলো পড়ে আপনাদের কেমন লাগলো মন্তব্য করে জানাবেন যদি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না।
Prosanta Mondal

Hey Guys My Name Is Prosanta Mondal From Kolkata, India. I Am A Professional Blogger and Creative Content Writer.

Post a Comment

Appreciate Your Valuable Feedback. I Hope You Like Post And Subcribe Our Blog. Please DO NOT SPAM - Spam Comments Will Be Deleted Immediately.

Previous Post Next Post