2022 Happy Raksha Bandhan Quotes, SMS, Wishes In Bengali

Happy Raksha Bandhan Wishes 2022 :
রাখীবন্ধন উৎসব হলো ভাই ও বোনের মধ্যে একটি প্রীতিবন্ধনের উৎসব। এই দিন দিদি বা বোনেরা তাদের ভাই বা দাদার হাতে রাখী বেঁধে দেয়। এই রাখীটি ভাই বা দাদার প্রতি দিদি বা বোনের ভালবাসা ও ভাইয়ের মঙ্গলকামনার প্রতীক।

মহাভারতে কথিত আছে একটি যুদ্ধের সময়  ভগবান কৃষ্ণের কবজিতে আঘাত লেগে রক্তপাত শুরু হলে দ্রৌপদী তাঁর শাড়ির আঁচল খানিকটা ছিঁড়ে কৃষ্ণের হাতে বেঁধে দেন। এতে কৃষ্ণ অভিভূত হয়ে যান। দ্রৌপদী তাঁর অনাত্মীয়া হলেও, তিনি দ্রৌপদীকে নিজের বোন বলে ঘোষণা করেন এবং দ্রৌপদীকে এর প্রতিদান দেবেন বলে প্রতিশ্রুতি প্রদান করেন। এর বহু বছর পরে, পাণ্ডবরা পাশাখেলায় কৌরবদের কাছে হেরে গেলে। কৌরবরা দ্রৌপদীকে অপমান করে তাঁর বস্ত্রহরণ করতে যান তখন ভগবান শ্রী কৃষ্ণ দ্রৌপদীর সম্মান রক্ষা করে সেই প্রতিদান দেন। এইভাবেই রাখীবন্ধনের প্রচলন হয়।

আজকের এই শুভ রাখি পূর্ণিমার দিনে সকলেই Happy Raksha Bandhan Quotes, SMS ও Status খুজে থাকে ইন্টারনেটে। তাই এই পোস্টে আমি আপনাদের সঙ্গে রাখি বন্ধনের কিছু শুভেচ্ছা মেসেজ শেয়ার করছি আশাকরি আমার লেখা মেসেজ গুলি আপনাদের ভালো লাগবে।

Happy Raksha Bandhan Quotes, SMS, Wishes In Bengali


Happy Raksha Bandhan Quotes in Bengali | শুভ রাখি পূর্ণিমা


রাখী উৎসব মানে রঙ বেরঙের সুতোর সমাহার রাখী উৎসব মানে ভাই বোনের ভালোবাসার অঙ্গীকার, রাখী উৎসব হলো হৃদয়ের সাথে হৃদয়ের মিলনের সেতু যে খানে মানুষের সাথে মানুষের থাকেনা কোনো হেতু। শুভ রাখি উৎসব


ভাই, বোনের সম্পর্ক মানেই 
শত রাগ, অভিমান হওয়ার পরেও
কথা না বলে থাকতে না পারা ।
* শুভ রাখি বন্ধন *

“যতই হোক রাগারাগি, হোক যতই খুনসুটি, শেষপর্যন্ত বলতে চাই ভাই রে, তোকে খুব ভালোবাসি.. এই শুভ দিনে চল রাখিবন্ধনে মেতে উঠি, দীর্ঘায়ু লাভ কর….এই প্রার্থনা করি…”
* শুভ রাখী বন্ধন *

পৃথিবীতে মিষ্টি সম্পর্ক হল  ভাই, বোনের সম্পর্ক যে সম্পর্ক কখনো বিচ্ছেদ  হয় না। শুভ রাখি উৎসব

রাখী বন্ধন মানে রঙ বেরঙের সুতোর সমাহার, রাখী বন্ধন মানে ভাই বোনের ভালোবাসার অঙ্গীকার।” শুভ রাখী বন্ধন

মায়ের পর যদি কারো স্পেশাল 
স্থান থেকে থাকে, সেটা হচ্ছে বড় বোনের

আরও পড়ুনঃ

 “আজ এমন শুভ দিনে কি দেবো তোকে উপহার, সবই তুই নিয়ে নে যা ছিলো জীবনে আমার, তোর এই খুশিতে মন কাড়া হাসিতে ভরে যায় জীবন আমার।”

ভাই বোন মানে... 
এমন এক সম্পর্ক যা 
শত ঝগড়ার পরেও কখনও 
ভালোবাসা কমে না ।

“রাখীর বন্ধন হলো , মিলনের অকৃত্রিম সেতু, রাখীর বন্ধন হলো,ভাই বোনের সবসময় পাশে থাকবে ,কোনো কারন হেতু।” 


Happy Raksha Bandhan Wishes For Brother in Bengali


আনলিমিটেড ঝগড়া + আনলিমিটেড
কেয়ারিং+ আনলিমিটেড ভালোবাসা
= দুইবোন। 


“এলো ফিরে ভাই বোনের মহান উৎসবের তিথি তোর হাতে পরাবো চির বন্ধনের রাখী।”শুভ রাখী বন্ধন।

বোন মানে  ছোট একটি শব্দ 
অনেক বড় পাওনা। শুভ রাখি উৎসব

“ভাই বোনের সম্পর্ক চাঁদের আলোর মতো মধুর, যতই হোক ঝগড়া লড়াই সম্পর্ক থাকে অটুট।”

বোন মানে  প্রত্যেক ভাইয়ের কাচে 
কলিজার টুকরা ।

বছর ঘুরে আবার এলো সুখের দিন,
তোর বাঁধা এই ছোট্ট সুতো করলো
আমার জীবন রঙিন। রাখীবন্ধন উৎসবের
শুভেচ্ছা ও ভালোবাসা।

 বড় বোন,  যে ছোটবেলা থেকেই নিজের 
 সন্তানের মত করে ছোট ভাই-বোনদের 
 বড় করে তোলে । নিজের সব কিছু ভুলে 
 শুধু তাদের মুখে হাসি ফোটাতে ব্যস্ত থাকে ।

ভাই বোনের এই সম্পর্ক
কখনো টক কখনো মিষ্টি..
এটিই ভবিষ্যতে করে
অনেক হাসির সৃষ্টি..
শুভ রাখি পূর্ণিমা

 ভাই-বোন মানেই!!
 দূরে গেলে মিস করা
 কাছে থাকলেই ঝগড়া করা 

এলো উৎসব রাখীর,
কত খুশীর বাহার,
বোনেরা বাঁধলো ভাইয়ের কব্জিতে
ভালোবাসায় ভরা উপহার..
শুভ রাখী পূর্ণিমা

 বোনরা হাসি ভাগ
 করে নেওয়া এবং
 অশ্রু মুছে দেওয়ার
 জন্য সেরা ।

আজ শ্রাবণ মাসের পূর্ণিমা তিথী,
পৃথিবী জুড়ে বাজে মধুর গীতি,
ভ্রাতার হাতে পরাবে সুতা ভগিনী,
উৎসবে মুখরিত আজ বিশ্ব ধরণী।
শুভ রাখী পূর্ণিমা


 একজন বোন খুব ভালো 
 করে জানে কিভাবে 
 তার ছোট ভাই বোনদের 
 আগলে রাখতে হয় ।


Happy Raksha Bandhan Wishes For Sister in Bengali


করি প্রাণ খুলে দীর্ঘায়ু
কামনা আজকের দিনে,
ভাই তুই চির সুখী থাকিস
এই বিশ্বভুবনে।
শুভ রাখী বন্ধন

 যার একজন ছোট ভাই 
 আছে সে অনেক সুখী ।

ভাই বোনের ভালবাসার 
সাথে অন্য কারো ভালোবাসা 
তুলনা হয় না ।

ভাই-বোন মানে  সারাদিন মারপিট 
তারপর মায়ের কাছে বকা খাওয়া 

সৌভাগ্যবান সেই যার 
একটা বড় ভাই 
এবং বড় বোন আছে । 

ভাই + বোন= ফাজলামি 
বোন + বোন= বিউটি পার্লার 
ভাই +  ভাই = রেসলিং ম্যাচ ।

বোন মানে 
এক অবিচ্ছেদ্য বন্ধন 
যে ভাইকে সবসময় 
আগলে রাখে...


 বোন মানে... 
 ঝগড়া না করলে 
 পেটের ভাত হজম হয় না ।

 একজন বোনের মূল্য 
 এক হাজার বন্ধুর চেয়েও বেশী ।

 ভাইয়ের মত সেরা বন্ধু 
 আর কেউ হতে পারে না।

 একজন মেয়ে যতই সুন্দর হোক না কেনো; তার ভাইয়ের কাছে সে সবসময়
 পেত্নীই থাকে ।

Happy Raksha Bandhan Quotes in Bengali গুলো পড়ে আপনাদের কেমন লাগলো মন্তব্য করে জানাবেন যদি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না।


Prosanta Mondal

Hey Guys My Name Is Prosanta Mondal From Kolkata, India. I Am A Professional Blogger and Creative Content Writer.

Post a Comment

Appreciate Your Valuable Feedback. I Hope You Like Post And Subcribe Our Blog. Please DO NOT SPAM - Spam Comments Will Be Deleted Immediately.

Previous Post Next Post