Good Morning Quotes in Bengali | শুভ সকালের শুভেচ্ছা বার্তা

Good Morning Quotes in Bengali : সকাল বেলা ঘুম থেকে উঠে প্রিয়জনের কাছ থেকে শুভ সকালের শুভেচ্ছা পেলে সারাটা দিন আমাদের মনটা খুব ভালো থাকে, তাই আপনারা যাতে প্রিয়জনকে নিজের মতো করে শুভ সকালের শুভেচ্ছা জানাতে পারেন, সেই কথা মাথায় রেখে আমরা আপনাদের জন্য নিয়ে এলাম best good morning sms in Bengali language 

{tocify} $title={Table of Contents}

Good Morning Quotes in Bengali

Good Morning Wishes in Bengali Language


একটুখানি শোনো, একটু আমায় জানো। একটু সময় দিও, একটু খবর নিও। একটু যখন একা, একটু দিও দেখা। একটু নিও খোঁজ, বলবো তোমায় রোজ.
 **** শুভ সকাল ****

সকালে শুনি কোকিলের কুহু কুহু ডাক, দূর আকাশে উড়ে যায় সাদা বকের ঝাঁক, বাতাসের শীতল হাওয়ায় মন মাতাল, বন্ধু তোমাকে জানাই শুভ সকাল।

চাঁদ তারা হারিয়ে গেছে, রাতের আঁধার কেটে গেছে। গাইছে গান পাখি ডালে, সোনালী সূর্য পূব আকাশে উঠেছে হেঁসে নতুন করে, শুভ সকাল জানাই তোমারে এই কামনা করি দিনটা যেন ভালো কাটে।

যদি হাতে রাখো হাত, আনবো ডেকে নতুন এক প্রভাত। করবো শুরু নতুন করে দিন, বন্ধু তোমায় জানাই '''Good Morning'''


 


শীতের সকালে কুয়াশার চাদরে ঢাকা সূর্যের আলোতে। যদি ঘুম ভাঙে তোমার মনে করবে প্রথম গুড মর্নিং উইশটা ছিল শুধু আমার। **** শুভ সকাল ****

ছোট্ট পাখি বললো এসে আমার কানে কানে, সূর্য্য মামা উঠেছে জেগে নতুন কিছুর টানে। সুখে থেকো ভালো থেকো রেখো ভালোবেসে, মিষ্টি সকাল জানিয়ে দিলাম ছোট্ট এসএমএসে।

 

Read More:

➡️ Best Bangla Status for Facebook 

➡️ PTO full form in English 


নতুন দিনটা শুরু হলো, মনটা আমার ভালো হলো। সূর্য্য মামা উঁকি দিলো, পাখিরা সব উড়ে গেল। মা আমাকে বকা দিলো, তাইতো আমার ঘুম ভাঙলো। **** শুভ সকাল ****

তুমি শিশির ভেজা গোলাপের পাপড়ি, তুমি পাহাড়ের গায়ে ঝর্ণার পানি, তুমি বর্ষার এক পশলা বৃষ্টি, তুমি মাঝ রাতের পূর্ণিমার চাঁদ, তুমি সকালের স্নিগ্ধ সূর্যের আলো, তুমি হলে আমার বন্ধু ভীষণ ভালো। ***** সুপ্রভাত *****

 আঁখি খুলে দেখো চেয়ে, পূব আকাশে সোনালী সূর্য্য হাঁসে। পাখিদের মধুর কলরবে, মনটা উঠবে ভরে। এখনো কেন আছো শুয়ে, ওঠো এবার বিছানা ছেড়ে। ***** শুভ সকাল *****

Romantic Good Morning Quotes in Bengali


Romantic Good Morning Quotes in Bengali


রাতে মশার জ্বালা, দিনে মাছির জ্বালা, ভোরে পাখির জ্বালা, 24 ঘন্টা এসএমএসের জ্বালা, সব ভুলে গিয়ে বলছি তোমায়, ''''' শুভ সকাল  '''''

ওঠো, আর কতক্ষন শুয়ে থাকবে ? সব সময় শুয়ে থাকো, ঘুমিয়ে কি জীবনটা কাটাবে?? উঠে পর.... উঠে আবার আমায় ফোন কোরো না, আমি ঘুমাচ্ছি। ---- শুভ সকাল ----

ভোরের আকাশ ডাকছে তোমায়, ডাকছে ভোরের পাখি। বলছে তোমায় জেগে ওঠো খোলো দুটি আঁখি। ফুলের বাগান বলছে তোমায় বাড়িয়ে দুটি হাত। আমিও তাই বলছি তোমায়, মিষ্টি সুপ্রভাত।

চাঁদ তারা হারিয়ে গেছে, রাতের আঁধার কেটে গেছে। গাইছে গান পাখি ডালে, সোনালী সূর্য্য পূব আকাশে উঠেছে হেসে নতুন করে। শুভ সকাল জানাই তোমারে, এই কামনা করি দিনটা যেন ভালো কাটে।

রাতের আঁধার পালিয়ে গেল সূর্য্য মামার ভয়ে। পাখি গুলো গান গাইলো তুমি উঠবে বলে। আকাশ ভরা রুপোলি আলো। আজকের সকালটা তোমার কাটুক ভালো।

শুভ সকাল শান্ত মন, তুমি বন্ধু আছো কেমন ? রাত পোহালে ভোর হলো, আমি বন্ধু আছি ভালো। ভালো থেকো সারাদিন, তোমাকে জানাই..... গুড মর্নিং


 


স্নিগ্ধ আলো রোজ সকালে, আছড়ে পড়ে নদীর তীরে, শুভ সকাল পৌঁছে দিলাম, তোমার হৃদয়ের মন্দিরে। ***** Good Morning *****

আমি কল্পনাতে ভাসি, তুমি ভালোবাসো বলে। আমি সুখের মাঝে হারাই, তুমি ভালোবাসো বলে। আমার সকাল শুভ হয়, তুমি ভালোবাসো বলে। শুভ সকাল জান।

চোখ খুলে দেখো দিগন্ত তোমায় ডাকছে। পাখিরা আপন সুরে গাইছে মিষ্টি গান। সূর্য মামা তোমার জানালার ফাঁক দিয়ে আলো দিচ্ছে। আর মোবাইল টা হাতে নিয়ে দেখো, কেউ তোমায় গুড মর্নিং জানিয়েছে..... সুপ্রভাত।

নিশি যখন ভোর হবে, সুখ তারা গুলো নিভে যাবে, সামনে আসবে নতুন একটা দিন, দিন তা হোক অমলিন। শুভ হোক তোমার প্রতিদিন। ***** শুভ সকাল *****

Good Morning Wishes in Bengali Pictures Images


WhatsApp Good Morning Message in Bengali


শিশির ভেজা কোমল হাওয়া, নরম ঘাসের আলতো ছোঁয়া। মিষ্টি রোদের নরম আলো, আখি মেলে দেখবে চলো।  *** শুভ সকাল ***

বৃষ্টির মাঝে সকাল সাঝে, মেঘের শব্দ কানেতে বাজে। তোমার স্মৃতি বুকের মাঝে, মনের ভিতর ঘন্টা বাজে। তাই জীবন কাটাব প্রেমহীন, ভবিষ্যৎ হবে রঙিন। আবার এলো সেই বৃষ্টির দিন, সবাইকে জানাই গুড মর্নিং...!!!

সারা রাত স্বপ্ন দেখে, কত ছবি মন আঁকে। এমন সময় স্বপ্নের রাজা, আমায় বলে দিলো টাটা। মা এসে দিলো ডাকি, খুলতে হলো দুটি আঁখি। জেগে দেখি নাই রাত, তাই বলি সুপ্রভাত।

রাত শেষে হলো ভোর। বন্ধু তুই আঁখি খোল। আঁখি দুটি মেলে দেখ, তোকে মিষ্টি করে জানিয়েছে এসএমএসে সুপ্রভাত। ''''' সুপ্রভাত বন্ধু '''''

নতুন দিন শুরু হলো, মনটা আমার ভালো হলো। সূর্য মামা উকি দিলো, পাখিরা সব উড়ে গেল। মা আমাকে বোকা দিলো, তাইতো আমার ঘুম ভাঙল। সুপ্রভাত...

সূর্য দিচ্ছে উঁকি, জ্বলবে না আর জোনাকি। এসে গেছে সোনালী আলো। নিভে গেল রাতের কালো। তাইতো আমাকে বলতে হলো, দিনটা তোমার কাটুক ভালো। সুপ্রভাত।

 মিষ্টি সকাল শান্ত মন, ঘুমিয়ে ছিলাম এতক্ষন। কষ্ট করে খুললাম আঁখি, তুমি এখনো ঘুমাও নাকি ? তাড়াতাড়ি উঠে পর, আমার উইশ গ্রহণ করো। সুপ্রভাত।


 


 সারা রাত জোনাকির সাথে খেলা করে এখনো ওঠনি ঘুম থেকে সূর্যের ওই আহ্বানে। আছি আমি দাঁড়িয়ে ঠান্ডা পানি নিয়ে। খুব থেকে না উঠলে দেবো তোমার গায়ে ঢেলে। যখন তুমি করবে রাগ তখনই আমি মিষ্টি করে ডাকবো। জানাবো সুপ্রভাত।

চাঁদ তারা হারিয়ে গেছে, রাতের আধার কেটে গেছে, গাইছে গান পাখি ডালে, সোনালী সূর্য পুব আকাশে, উঠেছে হেঁসে নতুন করে। শুভ প্রভাত জানাই তোমারে, এই কামনা করি দিনটা যেন ভালো কাটে।

আঁখি খুলে দেখো চেয়ে, পুব আকাশে সোনালী সূর্য হাঁসে। পাখিদের মধুর কলরবে, মনটা তোমার উঠবে ভরে। এখনো কেন আছো শুয়ে, ওঠো এবার বিছানা ছেড়ে। সুপ্রভাত।

WhatsApp Good Morning Message in Bengali 


শিশির ভেজা রাতের শেষে, আসবে দিন রোদের বেশে। হাসবে সূর্য হাসবে চন্দ্র, ভেসে আসবে ফুলের গন্ধ। এমন হোক প্রতিটা দিন, জীবন হোক আরও রঙিন। সুপ্রভাত।

ফুলের সুরভি, সাদা মেঘ, আকাশের নীলিমা, হিমেল হাওয়া, নদীর কলতান, কিছু অভিমান ভালো লাগা আরও অনেক কিছুর টানে, দিন কাটুক তোমার হাঁসি আর গানে। শুভ সকাল।

একটুখানি শোনো, একটু আমায় জানো। একটু সময় দিও, একটু খবর নিও। একটু যখন একা, একটু দিও দেখা। একটু নিও খোঁজ, বলবো তোমায় রোজ, শুভ সকাল।

ভোরের আকাশ ডাকছে তোমায়, ডাকছে ভোরের পাখি। বলছে তোমায় জেগে ওঠো, খোলো দুটি আঁখি। ফুলের বাগান বলছে তোমায়, বাড়িয়ে দুটি হাত। আমিও তাই বলছি তোমায় মিষ্টি সুপ্রভাত।

শীতের সকালে, কুয়াশার চাদরে ঢাকা সূর্যের আলোতে। যদি ঘুম ভাঙে তোমার, মনে করবে প্রথম গুড মর্নিং উইশ টা ছিল শুধু আমার। শুভ সকাল।

এসব রাতে স্বপ্ন হয়ে, থাকবো আমি কাছে..... চোখ খুলতেই চলে যাবো, ভোরের আলোর দেশে। দিয়ে যাবো কিছু স্মৃতি আজ এই সকালে... শুভ সকাল জানাই তোমায় বন্ধুত্বের সাথে।

ভোরের প্রথম সোনালী আলো, স্বপ্নগুলো জানিয়ে গেল। শিশির ভেজা ঘাসের পাতায়, তোমার হাতের আলতো ছোঁয়ায়। ফুটলো সকাল কাটলো রাত, তোমাকে জানাই সুপ্রভাত।

গান শোনালো ভোরের পাখি, এখনও কেউ ঘুমায় নাকি ? আমি তোমায় কত ডাকি, এবার একটু খোলো আঁখি..... কেটে গেল রাত্রি কাল, তোমায় জানাই শুভ সকাল।

আজ সকালে ঘুম ভাঙল, একটি পাখির ডাকে। উঠে দেখি স্নিগ্ধ সূর্য্য উঁকি দিয়েছে আকাশে। প্রকৃতির চারপাশে উঠে গেছে আলো। ভোরের হিমেল হাওয়ায় মনটা আমার অনেক ভালো। সুপ্রভাত।

মেঘ বলেছে যাবো যাবো, রাত বলেছে যাই, সাগর বলে কূল মিলেছে আমি তো আর নাই..... শুভ সকাল।

Good Morning Quotes in Bengali For Friend


মিষ্টি মিষ্টি আজকের সকাল, উষ্ণ আকাশ, মৃদু মৃদু বইছে বাতাস। দু'চোখ খুলেছি শুধু তোমার টানে। আমায় রেখো তোমার মনের একটি কোনে। ভালো কাটুক তোমার আজকের সারাটা দিন, তোমায় জানাই শুভ সকাল।

জেগেছে পাখি, গাইবে গান, নতুন দিনের আহ্বান, জেগেছে সূর্য্য দেবে আলো, দিনটা তোমার কাটুক ভালো। জেগেছে মাঝি, তুলবে পাল, তোমাকে জানাই শুভ সকাল।
   
জীবন সাজাও স্বপ্ন দিয়ে, মন সাজাও মন দিয়ে। রাত সাজাও চাঁদ ও অনেক তারা দিয়ে, সকাল সাজাও গুড মর্নিং বলে, হ্যাপি গুড ডে টু ইউ।

স্বপ্ন দেখার প্রহর শেষে, ফিরল পরী ঘুমের দেশে। কাল মেঘের আড়াল থেকে সূর্য দিলো দেখা। তাকিয়ে দেখো ভোরের আলোয় নতুন স্বপ্ন লেখা। সুপ্রভাত।

সকাল মানে ঘুম চোখে একটু জেগে ওঠা, সকাল মানে ভোরের আলোয় নতুন গোলাপ ফোটা। সকাল মানে নতুন আশায় বাড়িয়ে দেওয়া হাত, নতুন সকালে তোমায় জানাই আমি সুপ্রভাত।

ভোরের আলো দিলো উঁকি.. তোমার আশায় আমি থাকি... আমার কাছে আসবে বলে... বাগান ভরা ফুলে ফুলে... খুশির জোয়ার সীমাহীন... তোমায় জানাই গুড মর্নিং।

তাকিয়ে দেখো পুব আকাশে সূর্য্য মামা হাসে। সোনার শিশির লেগে আছে স্নিগ্ধ ঘাসে ঘাসে। দরজা খোলো সকাল হলো, ফুরিয়ে গেছে রাত। তোমার দুয়ারে দাঁড়িয়ে আছি, জানাতে তোমায় সুপ্রভাত।

সূর্য্যের আলো ঘুম ভাঙাল, ভোরের পাখি গান শোনালো। দূর আকাশের ঝাপসা আলো, কানে কানে বলে গেল। সকাল যে হয়ে গেল, তোমরা সবাই আছো ভালো ?? শুভ সকাল।

রাতের আঁধার পালিয়ে গেল সূর্য্য মামার ভয়ে। পাখি গুলো গান গাইলো তুমি উঠবে বলে। আকাশ ভরা রুপোলি আলো, আজকের সকাল তোমার কাটুক ভালো। শুভ সকাল।

রাতে জ্যোৎস্না, দিনে আলো, কেন তোমায় লাগে ভালো ??? গোলাপ লাল, কোকিল কালো, সবার চাইতে তুমি ভালো। আকাশ নীল, মেঘ সাদা, সবার চাইতে তুমি আলাদা। শুভ সকাল.

Bengali Good Morning SMS


সূর্য মামার কিরণে আঁধার গেল পালিয়ে। ভোরের শিশির ফোটায়, ফুল উঠলো জেগে। ওঠো তুমি মেল আঁখি। সকাল তোমার নিকটবর্তী। অতীতকে পেছনে ফেলে সাজাও তোমার সকাল খানি।  *** শুভ সকাল ***

সকাল মানে মিষ্টি সূর্য রোদের আনাগোনা। সকাল মানে নীল আকাশে পাখির গান শোনা। সকাল মানে জীবন থেকে একটি দিন কমা। সকাল মানে জীবন পথে এগিয়ে চলার তীব্র বাসনা। শুভ সকাল।

মৃদু হাওয়া, শীতল পরিবেশ চিক চিক করে শিশির, পাখির কলতানে চারিদিক মাতোয়ারা। শুধু তুমি নেই পাশে বন্ধু আমার, শুভ সকাল।

আমি কল্পনায় ভাসি তুমি ভালোবাসো বলে, আমি সুখের মাঝে হারাই তুমি ভালোবাসো বলে, আমার সকাল শুভ হয় তুমি ভালোবাসো বলে। তাইতো আমি তোমায় জানাই শুভ সকাল।

নতুন ভোর, নতুন আশা, নতুন রোদ, নতুন আলো, মিষ্টি হাঁসি, দুস্টু চোখ, স্বপ্ন গুলো তোমার পূরণ হোক। আকাশে সূর্য নিচ্ছে আলো, দিনটি তোমার কাটুক ভালো। শুভ সকাল ।

শুনে যাও ভোরের পাখি, একটা কথা বলে রাখি, আছে এক বন্ধু আমার, মনে পড়ে সকাল বিকাল, কিভাবে যে কাটলো রাত, জানাই তাকে সুপ্রভাত।

ফুল হয়ে যদি থাকো আমার বাগানে, যত্ন করে রাখবো তোমায় আমার মনের ঘরে। ফুলদানিতে সাজিয়ে তোমায় রাখবো চিরকাল, রোজ সকালে বলবো আমি তোমায় শুভ সকাল।

চোখটা একটু খুলে দেখো, বলছি তোমায় ভালো থেকো। সূর্য্য মামার মিষ্টি হাঁসি, ফুল ফুটেছে রাশি রাশি। শুভ হোক আজকের দিন, বলছি তোমায় গুড মর্নিং।

সুখের জন্য স্বপ্ন, দুঃখের জন্য হাঁসি, দিনের জন্য আলো, চাঁদের জন্য নিশি, মনের জন্য আশা, তোমার জন্য রহিল আমার ভালোবাসা। ----- শুভ সকাল -----

আয় না আবার আয় না ফিরে, হাঁটবো দুজন হাতটি ধরে। একলা আমি আছি বসে, আয় না আবার চুপটি করে বসবি পাশে। থাকবো আমি চুপ করে, শুনবো কথা ঝিম ধরে...!!! শুভ সকাল..
Prosanta Mondal

Hey Guys My Name Is Prosanta Mondal From Kolkata, India. I Am A Professional Blogger and Creative Content Writer.

Post a Comment

Appreciate Your Valuable Feedback. I Hope You Like Post And Subcribe Our Blog. Please DO NOT SPAM - Spam Comments Will Be Deleted Immediately.

Previous Post Next Post