Happy Krishna Janmashtami 2022 Wishes, Quotes in Bengali

Happy Krishna Janmashtami 2022 Wishes, Quotes in Bengali : জন্মাষ্টমী বা কৃষ্ণ জন্মাষ্টমী ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হওয়া একটি বিশিষ্ট হিন্দু উৎসব।এই বিশেষ দিনটি বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণের জন্মদিন হিসেবে পালন করা হয় সারা ভারতবর্ষে । নন্দোৎসব ঘিরে সারা দেশেই চলে আবেগ উন্মাদনার জোয়ার ৷ হিন্দু ধর্মের প্রায় প্রতিটি বাড়িতেই ভগবান কৃষ্ণের জন্মতিথির এই বিশেষ দিনটি মহাসমারোহে উদযাপন করা হয়ে থাকে।

আজকের এই শুভ জন্মাষ্টমীর দিনে সকলেই Happy Krishna Janmashtami Quotes, Images, Captions ও Status খুজে থাকে ইন্টারনেটে। এই পোস্টে আমি আপনাদের সঙ্গে কৃষ্ণজন্মাষ্টমীর বাছাই করা কিছু শুভেচ্ছা মেসেজ শেয়ার করছি আশাকরি আমার মেসেজ গুলি আপনাদের ভালো লাগবে।

{tocify} $title={Table of Contents}

Happy Krishna Janmashtami Quotes in Bengali

Happy Janmashtami Wishes in Bengali 


তোমার জন্ম পৃথিবীতে একবার
প্রভু তুমি আছো হৃদয় জুড়ে সবার,
সকলকে সুখে রেখো প্রভু তুমি অন্তর্যামী
অভিনন্দন জানাই তোমায় শুভ জন্মাষ্টমী।

শ্রীকৃষ্ণের বাঁশির সুমধুর সুরেলা তানের মতোই আপনার জীবনও হয়ে উঠুক সঙ্গীতময়, সুন্দর ও সমৃদ্ধ। জন্মাষ্টমীর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনাকে ও আপনার পরিবারের সকলকে ।

নন্দের দুলাল ব্রজের গোপাল
মা যশোদার নয়ণের মনি,
নেই প্রাণে ডর ডিঙিয়ে দেয়াল
চুপি চুপি খায় শুধু মাখন নোনি।

কৃষ্ণ দেখো আছে বসে মধুর ওই বৃন্দাবনে
লাগলো আজ মধুর ছোয়া বাতাস ভরা গগনে,
ভাদ্র মাসের কৃষ্ণ পক্ষে জন্ম নিলো কৃষ্ণ অবতার বছর ঘুরে ফিরে এলো কৃষ্ণের জন্মদিন আবার। শুভ কৃষ্ণ জন্মাষ্টমী

বন্ধু তুমি যদি হও শ্যাম
আমি হব তোমার রাধা,
বৃন্দাবন সাজাবো মোরা
একসাথে পরবো প্রেমে বাঁধা।

ভগবান শ্রীকৃষ্ণ তাঁর সমস্ত আশীর্বাদ আপনার উপর বর্ষণ করুন এবং আপনার জীবন ভরে উঠুক সুখ, সমৃদ্ধি ও আনন্দে । শুভ জন্মাষ্টমী!

শুভ জন্মাষ্টমী! ভগবান শ্রীকৃষ্ণ আপনার সমস্ত উদ্বেগ দূরে সরিয়ে এই পবিত্র দিনে আপনাকে আপনার কাঙ্ক্ষিত আনন্দ ও সবরকম সুখ ও শান্তি দিয়ে ভরিয়ে তুলুন আপনার জীবন!! জয় শ্রী কৃষ্ণ !!!


 Read More:

➡️ Happy Independence Day Wishes in Bengali 

➡️ Independence Day Poem in Bengali 

➡️ Subho Rakhi Bandhan in Bengali 


আমি যদি কৃষ্ণ হতাম তুমি হতে রাধা,
বাঁশির সুরে আমার প্রেমে পরতে তুমি বাঁধা।

ভগবান কৃষ্ণের আশীর্বাদে যেন আপনার জীবনে প্রেম, হাসি এবং সুখ থাকে চির বিরাজমান। শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক আপনার প্রতিটি মুহূর্ত । আপনাকে এবং আপনার পরিবারকে শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা!

ভগবান কৃষ্ণ এই জন্মাষ্টমী উপলক্ষ্যে আপনার বাড়িতে এসে আপনার জীবনকে আলোকিত করে তুলুন। শুভ জন্মাষ্টমী!

শুভ জন্মাষ্টমী 2022


জন্মাষ্টমীর এই পুণ্য তিথি উপলক্ষ্যে আপনার সারা টা দিন জুড়ে থাকুক আনন্দ ,শান্তি এবং অমলিন হাসি !! আপনার ও আপনার পরিবারের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা !!

শ্রীকৃষ্ণের শুভ জন্মজয়ন্তী উদযাপন করুণ মহা সমারোহে; আনন্দে ভরা থাক প্রতিটি মুহূর্ত; শ্রীকৃষ্ণের আশীর্বাদধন্য হোক আপনার পুরো পরিবার, এই কামনা করি মন থেকে বারংবার !!! শুভ জন্মাষ্টমী!

এই বিশেষ দিনটিতে , আপনার সমস্ত ইচ্ছা পূর্ণতা পাক এবং শ্রীকৃষ্ণ আপনাকে ও আপনার প্রিয়জনদের প্রতি তাঁর আশীর্বাদ বর্ষণ করুন! জন্মাষ্টমীর হার্দিক শুভকামনা!!!

মাখন চোর; নন্দকিশোর ,
বেঁধে রেখেছে যে ভালোবাসার ডোর,
সেই বন্ধন যেন থাকে অটুট ,
সেই আশীর্বাদ কোরো সবার ওপর!!
জন্মাষ্টমীর হার্দিক শুভকামনা অার আন্তরিক অভিনন্দন !!!

শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি ;
হে নাথ , নারায়ণ বাসুদেব “
তোমারি চরণে শরণ নিলাম হে প্রভু,
যা কিছু আমার সবই তোমায় দিলাম!!
শ্রীকৃষ্ণের জন্মদিনের এই পুণ্য তিথিতে ভগবানের আশীর্বাদ পড়ুক আপনার ও আপনার পরিবারের প্রত্যেক পরিজনের উপর!!!

Happy Krishna Janmashtami Quotes in Bengali


তুমি ধ্রুবতারা পথের অন্ধকারে
তব প্রেমজ্যোতি দেখাও আমারে”
তোমার আশিসে ধন্য হোক মোদের জীবন ;
সুখ শান্তিতে ভরিয়ে রেখো এই বিশ্ব ভুবন !!
জন্মাষ্টমীর হার্দিক শুভেচ্ছা ও আন্তরিক শুভকামনা!!জয় শ্রী কৃষ্ণ !!!

জন্মাষ্টমীর এই শুভ দিনে প্রার্থনা করি আপনার জীবন শান্তি, ভালবাসা, সুখ এবং সমৃদ্ধিতে ভরে উঠুক!!!

সকলের জন্য জন্মাষ্টমীর শুভেচ্ছা। সবসময় জানবেন যে ভগবান শ্রী কৃষ্ণ সর্বদা আপনার ও আপনার পরিবারের সঙ্গে রয়েছেন শত প্রতিকূলতার মধ্যেও। জয় শ্রী কৃষ্ণ।’

হাতি ঘোড়া পালকি
জয় কানহাইয়া লাল কী”
জন্মাষ্টমীর পুণ্য তিথিতে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন!!

যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম্॥ পরিত্রাণায় সাধুনাং বিনাশয় চ দুষ্কৃতাং। ধর্মসংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে॥”
ভগবান শ্রীকৃষ্ণের পুণ্য জন্মতিথিতে আসুন সবাই আমরা তাঁর কাছে করজোড়ে সুখ, সমৃদ্ধি ও শান্তির আশীর্বাদ প্রার্থনা করি!!! জয় শ্রী কৃষ্ণ !!!

Happy Krishna Janmashtami Quotes in Bengali 


কানহা রে, নন্দ নন্দন
পরম নিরঞ্জন
হে দুঃখ ভঞ্জন ॥
জন্মাষ্টমীর শুভেচ্ছা ও অভিনন্দন॥

পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষ্যে সকল ভক্তবৃন্দকে জানাই কৃষ্ণময় শুভেচ্ছা ও অভিনন্দন!!!

মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধে
যিনি অর্জুনকে পথ দেখিয়েছিলেন, ঠিক তেমনভাবেই ভগবান শ্রীকৃষ্ণ সর্বদা আপনার জীবনে সঠিক পথ দেখান ;আপনার মঙ্গল করুন॥ জয় শ্রী কৃষ্ণ !!!

মোহন বাঁশির মিষ্টি সুর, মাখনের আস্বাদ,
গোপিনীদের লীলা খেলা এগুলির সমন্বয়ে আনন্দমুখর হয়ে উঠুক জন্মাষ্টমী।
শ্রীকৃষ্ণের জন্মদিনে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন।

 

হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে;
গোপেশ গোপীকা কান্ত রাধা কান্ত নমহস্তুতে!!”
জন্মাষ্টমীর পুণ্যলগ্নে সকল ভক্তগণ এবং সাধারণ মানুষকে জানাই ভালোবাসা, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন !! জয় শ্রী কৃষ্ণ !!!

সকল কালিমা এবং অধর্মের বিনাশ করে পৃথিবীতে শান্তি ও ধর্ম প্রতিষ্ঠার দিকদ্রষ্টা, ভগবান শ্রীকৃষ্ণের পুণ্য জন্মতিথিতে রইল সকলের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন !

শুভ জন্মাষ্টমীর পুণ্যলগ্নে ভগবানের কাছে এই প্রার্থনা করি ;বর্তমান সংকটময় পরিস্থিতির অবসান হোক পৃথিবী আবার সুস্থ হয়ে উঠুক ,শান্তি বিরাজ করুক ধরিত্রীতে!!! বিশ্বের সকল মানুষের পরিত্রাণের জন্য ভগবান শ্রীকৃষ্ণের কাছে এ আমাদের আকুল আবেদন!!! জয় শ্রী কৃষ্ণ !!!

যে খেয়েছে মাখন চুরি করে যার বাঁশির সুরে সকলে হয়েছে মুগ্ধ ; যে সারা বিশ্বকে দেখিয়েছে ভালোবাসা ও প্রেমের পথ,
সেই গোপালের ই জন্মদিন আজ !! আসুন সকলে মিলে আনন্দ করি ।
জন্মাষ্টমীর শুভেচ্ছা ও হার্দিক অভিনন্দন সকলকে!! জয় শ্রী কৃষ্ণ !!!

জন্মাষ্টমীর শুভ লগ্নে আপনার দুয়ারে পড়ুক শ্রীকৃষ্ণের পদধূলি , সব দুঃখ মুছে যাক ,
আনন্দ বিরাজ করুক প্রতিটি ঘরে ঘরে!!!
জন্মাষ্টমীর অসংখ্য শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানাই!!!

জগৎবাসীকে রক্ষার জন্য এক আঙুলের ওপর পর্বত উঠিয়েছিলেন যিনি, সেই কানহাইয়ার জন্মদিন আজ! আসুন সবাই মিলে পালন করি শুভ জন্মাষ্টমী !!!!

জাগো জাগো শঙ্খচক্রগদাপদ্মধারী,
জাগো শ্রীকৃষ্ণ, কৃষ্ণাতিথি তিমির-অপসারী।”
শ্রীকৃষ্ণের জন্মতিথি আজ ;তাই জন্মাষ্টমী উপলক্ষ্য আপনাকে ও আপনার পরিবারকে জানাই আন্তরিক শুভেচ্ছা। জয় শ্রী কৃষ্ণ!!!

Happy Krishna Janmashtami Images 


হে নাথ, তুমি আছো হৃদয় জুড়ে সবার,
দীনবন্ধু তুমি; তোমার করুণা অপার!
সকলেরে রেখো সুখে হে অন্তর্যামী
অভিনন্দন জানাই তোমায়
শুভ জন্মাষ্টমী!!!
শুভ জন্মাষ্টমী

শুভ জন্মাষ্টমীর পুণ্যতিথিতে সকলের ঘর হোক আলোকিত । দুষ্টের দমন আর শিষ্টের হোক পালন!! প্রতিটি মানুষের সমৃদ্ধি ,
সুখ ,শান্তি ও সুস্বাস্থ্য কামনা করি !! জয় শ্রী কৃষ্ণ!!

জন্মাষ্টমীর এই মহান পুণ্য তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে সবার জীবনে হোক নতুন করে শুভসূচনা , আনন্দ ও সাফল্য আসুক ,
প্রতিটি জীবন ভরে উঠুক সুখ-সমৃদ্ধিতে !! জয় শ্রীকৃষ্ণ!!

জন্মাষ্টমীর এই মহা পুণ্যলগ্নে ভগবান কৃষ্ণ আপনার জীবনকে সমৃদ্ধ করুন এবং আপনাকে ও আপনার পরিবারের সকলকে ন্যায়পরায়ণতার পথে পরিচালিত করুন।’ জয় শ্রী কৃষ্ণ !!!

জয় জয় গোবিন্দ গােপাল গদাধর, 
কৃষ্ণচন্দ্র করো কৃপা করুনা সাগর। 
জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী, 
শ্রী রাধারও প্রান ধন মুকন্ধ মুরারী।
হরি নাম বিনেরে ভাই গোবিন্দ নাম বিনে, 
বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে। 

দিন গেলো মিছে কাজে রাত্রি গেলো নিদ্রে, 
না ভজিনু রাধা কৃষ্ণ চরনারও বৃন্দে। 
কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, 
মিছা মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষসমু হইনু। 

ফল রূপে পুত্র-কন্যা ডাল ভাঙি পড়ে, 
কাল রুপে সংসারেতে পক্ষ বাসা করে। 
যখন কৃষ্ণ জন্ম নিলেন দৈবকি উদরে, 
মথুরাতে দেবগন পুষ্পবৃষ্টি করে। 

বসুদেব রেখে আইল নন্দেরও মন্দিরে, 
নন্দেরও আলয়ে কৃষ্ণ দিনে দিনে বাড়ে। 
নাম ভজো নাম চিন্তো নাম কর সার, 
অনন্ত কৃষ্ণেরও নাম মহিমা অপার। 

যেই নাম যেই কৃষ্ণ ভজো নিষ্টা করি, 
নামের সহিত আছেন আপনও শ্রী হরি। 
শোন শোন ওরে ভাই নাম সংকীত্ন, 
যে নাম শ্রবনে হয় পাপ বিমোচন। 

কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর, 
যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। 
অষ্টাত্তর শতনাম যে করে পঠন, 
অনাহাসে পায় সে রাধা কৃষ্ণের চরন।

Prosanta Mondal

Hey Guys My Name Is Prosanta Mondal From Kolkata, India. I Am A Professional Blogger and Creative Content Writer.

Post a Comment

Appreciate Your Valuable Feedback. I Hope You Like Post And Subcribe Our Blog. Please DO NOT SPAM - Spam Comments Will Be Deleted Immediately.

Previous Post Next Post