Shubho Rakhi Bandhan in Bengali | Rakhi Purnima in Bengali

Shubho Rakhi Bandhan in Bengali রাখি পূর্ণিমার এই বিশেষ দিনটিতে বোনেরা তাদের ভাই বা দাদার হাতের কবজিতে ‘রাখী” নামক একটি পবিত্র সুতো বেঁধে দিয়ে থাকে আর যার পরিবর্তে ভাই বোনকে উপহার দেয় এবং সারাজীবন তাকে রক্ষা করতে অঙ্গীকারবদ্ধ হয়। 

নিরাপত্তা ও রক্ষা বন্ধন’ হিসেবে চিহ্নিত এই বিশেষ দিনটিতে পরিবারের সকলে একত্রে মিলিত হয়, বিশেষ খাবার দাবারের ও মিষ্টিমুখের ব্যবস্থা করা হয়ে থাকে এবং সকলে মিলে আনন্দ ফুর্তিতে মেতে ওঠে। চিতোরের মহারানী কর্ণবতী, মুঘল সম্রাট হুমায়ুনের সাহায্য প্রার্থনা করে একটি রাখী প্রেরণ করেছিলেন আর সেই থেকে এই উৎসবের জনপ্রিয়তা ক্রমশ বৃদ্ধি পেতে থাকে।

{tocify} $title={Table of Contents}

Shubho Rakhi Bandhan in Bengali

Rakhi Purnima Wishes in Bengali


তুই আমার বোন, সেরা বন্ধু আর আমার শ্রেষ্ঠ উপহার। আমি জানি তুই থাকবি আমার জন্য চিরকাল! শুভ রাখিবন্ধন !

“এলো ফিরে ভাই বোনের মহান উৎসবের তিথি তোর হাতে পরাবো চির বন্ধনের রাখী।”শুভ রাখী বন্ধন

করি প্রাণ খুলে দীর্ঘায়ু
কামনা আজকের দিনে,
বোন তুই চির সুখী থাকিস
এই বিশ্বভুবনে।
শুভ রাখী বন্ধন

“একটা সরু সূতো হয়তো সব সুখ, সব ঐশ্বর্য দিতে পারে না ৷ তবে যেটা দিতে পারে তা হল, একটা বিশ্বাস, একটা ভরসা, সারা জীবন পাশে থাকার ভরসা, সারা জীবন খেয়াল রাখার বিশ্বাস ৷ এই বিশ্বাস, এই ভরসাটা যে সারা জীবন সাথে থাকে ৷ বেঁচে থাক ভাই বোনের এই ভালোবাসা…”

রাখীবন্ধনের এই পবিত্র দিনে ;
করি ঈশ্বরের কাছে এ প্রার্থনা
আমাদের বন্ধন হোক আরও দৃৃঢ়
যেন কখনোই তা ভাঙে না !
রাখিবন্ধনের শুভেচ্ছা !! 

“রাখীর বন্ধন হলো , মিলনের অকৃত্রিম সেতু, রাখীর বন্ধন হলো,ভাই বোনের সবসময় পাশে থাকবে ,কোনো কারন হেতু।” শুভ রাখী বন্ধন

রাখী পরাবার এই শুভক্ষণে
প্রার্থনা করি সদা,
সুখ, সমৃদ্ধি ও শান্তিতে
ভরে উঠুক জীবন তোমার
পূর্ণ হোক সকল বাসনা
কেটে যাক সব বাঁধা ! রাখিবন্ধনের ভালোবাসা বোনটি আমার !! 

রাখী বন্ধন মানে রঙ বেরঙের সুতোর সমাহার, রাখী বন্ধন মানে ভাই বোনের ভালোবাসার অঙ্গীকার।” শুভ রাখী বন্ধন

রাখী পরিয়ে বাঁধলি যে তুই ভালোবাসার ডোরে
ভালো রাখার প্রতিশ্রুতি দিলাম চিরজীবন তোরে !
রাখীর বাঁধনে আছে লেখা
এক অলিখিত প্রতিশ্রুতি ;
থাকবো আমি চিরকাল তোর পাশে
যতই আসুক বাধা বিপত্তি !

“তোকে দেখে নিলে ভরে যায় আমার এই মন,
হৃদয় বলে তুই আমার সব চেয়ে প্রিয় আপন,
বেঁধে রাখে যেনো এই দুটি ঘন রাখার শুভ বন্ধনে কখনোও যেনো ভরেনা তোর চোখ ব্যথার ক্ৰন্দনে ”

Rakhi Bandhan Bengali 


তুই আমার বড় আদরের
অতি প্রিয় ছোট বোন;
আজ রাখী পরিয়ে দিলি আমায়
অমূল্য এক ধন ! 

“ভাইবোনের সম্পর্ক পৃথিবীর সেরা পবিত্র সম্পর্ক। ঈশ্বর সবাইকে এই সম্পর্ক হয়তো দেন না তবে যাদের দেন তারা ভাগ্যবান। ভাইবোন মানে শ্রদ্ধা, ভাইবোন মানে একটু খুনসুটি, ভাইবোন মানে হাজার অভিযোগ সত্ত্বে একে অপরের পাশে ভালোবেসে বেঁধে থাকা। তাই পৃথিবীর এই মিষ্টি মধুর সম্পর্কে জানাই

“রাখীর এই সুতো আরও মজবুত করে তুলবে ভাই-বোনের ভালবাসার বন্ধন।”
শুভ রাখী বন্ধন

“আজ এমন শুভ দিনে কি দেবো তোকে উপহার, সবই তুই নিয়ে নে যা ছিলো জীবনে আমার, তোর এই খুশিতে মন কাড়া হাসিতে ভরে যায় জীবন আমার।”
শুভ রাখী বন্ধন

“তোমাকে রাখির একটি সুতো পাঠালাম যা আমাদের হৃদয় ও জীবনকে আবদ্ধ করবে এবং আমাদের আত্মার বন্ধনকে আরও দৃঢ় করে। তোমাকে মিষ্টি রাখী বন্ধনের শুভেচ্ছা!”

“তোমাকে ও তোমার পরিবারের সকলকে জানাই রাখী বন্ধনের অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা…”

“ভাই বোনের সম্পর্ক চাঁদের আলোর মতো মধুর, যতই হোক ঝগড়া লড়াই সম্পর্ক থাকে অটুট।”শুভ রাখী বন্ধন

“আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে পরস্পরের প্রতি আমাদের ভালবাসা বছরের পর বছর বাড়তে থাকে।”শুভ রাখী বন্ধন

“তুমি আমার সেরা বন্ধু যে সবসময় আমার পক্ষে ছিল। আমি জানি যে যখনই আমার তোমার প্রয়োজন হবে, তুমি সর্বদা আমার জন্য থাকবে। সমস্ত ভালবাসা, যত্ন এবং সমর্থন জন্য তোমাকে ধন্যবাদ !”শুভ রাখী বন্ধন

সময়ের সাথে সাথে আনাদের স্মৃতিগুলো স্লান হয়ে যেতে পারে তবে আমাদের ভালোবাসার বন্ধন আরও দৃঢ় হবে।”
শুভ রাখী বন্ধন

Rakhi Wishes for Brother in Bengali


সেই ভাইয়ের হাতে বাঁধা সেই সুতার গিঁটটি প্রেম, যত্ন, সমর্থন, শ্রদ্ধা এবং সুরক্ষার একটি গিঁট।  শুভ রাখি!

এই এক রাখির আপনার প্রতি আমার ভালবাসা প্রমাণ করার শক্তিশালী শক্তি আছে।  এবং এই এক রাখি আমার প্রতি আপনার সুরক্ষা বোধকে প্রমাণ করে। শুভ রাখি!

ভাল সময়ে বা খারাপ সময়ে, আপনি আমাকে সর্বদা আপনার পাশে থেকে দেখতে পাবেন। শুভ রাখি!

প্রিয় বোন, আপনি আমার সেরা বন্ধু এবং আমি কখনই আপনার কাছ থেকে আলাদা হতে চাই না। শুভ রাখি!

যত বেশি আমরা ঝগড়া করি,
তার থেকেও অনেক বেশি
আমরা একে অপরকে ভালোবাসি…
এই পবিত্র বন্ধন যেন
সারাজীবন অটুট থাকে…
আমরা যেন সেরা
ভাই-বোন থাকি সব সময়।
শুভ রাখি পূর্ণিমা

প্রিয় বোন, আমি আশা করি আপনার সুখ এবং ভালবাসায় পূর্ণ হোক।  শুভ রাখি!

তোমার মতো বোন পেয়ে আমি গর্ববোধ করি।
সর্বদা একই শক্তিশালী মনের মেয়ে হোন !! শুভ রক্ষা বাঁধন!

আপনার বয়স কতই বাড়ুক না কেন,
আমার জন্য আপনি সর্বদা আমার আরাধ্য ছোট বোন হিসাবে থাকবেন। শুভ রক্ষবন্ধন!

আমার প্রিয়তম ভাই, আমি জানি আমি আপনার সাথে অনেক লড়াই করেছি, তবে আজ রক্ষা বাঁধনের একটি শুভ উপলক্ষে আমি কেবল আপনাকে বলতে চাই যে আপনি আমার বিশ্ব এবং আপনার বোন হওয়া আমার কাছে সম্মানের।

আনন্দ আর ভালোবাসায় ভরা
এই সুতোর বন্ধন থাকুক
চিরতরে অটুট,
তোর জীবনের সব
সুখে দুঃখে পাশে দাঁড়ানোর
নিলাম অঙ্গিকার ৷
শুভ রাখি পূর্ণিমা

Rakhi Bandhan Kobita in Bengali 


1. পাগলী বলে ডাকি আমি
আমার ছোট বোন,
মুচকি হেসে আমার দিকে
তাকায় সে তখন ।
খানিক পরে একটু হেসে
বলি আমি তাকে,
একটু খানি জল খাওয়াতে
পারিস নাকি আমাকে।

2. রাখীর বন্ধন নয় তো, শুধু সাত রঙের সুতোর সমাহার,
রাখীর বন্ধন, ভাই বোনের সম্পর্কের অটুট বাঁধনের অঙ্গীকার।

3. রাখীর বন্ধন নয় তো,নতুন ফ্যাশনের ভাষা,
রাখীর বন্ধন হলো, সাম্প্রদায়িক সম্প্রীতির নতুন আশা।

4. রাখীর বন্ধন নয় শুধু, উপহারের বিনিময়,
রাখীর বন্ধন কাছে টানে,সম্পর্কের দূরত্বের হৃদয়।

5. রাখীর বন্ধন হলো ,মিলনের অকৃত্রিম সেতু,
রাখীর বন্ধন হলো,ভাই বোনের সবসময় পাশে থাকবে ,কোনো কারন হেতু।

6. মেঘের ফাঁকে ফাঁকে,সূর্য দেয় উঁকি
ভাইয়ের আগমনে,মনে আসে প্রীতি
রক্ত ও নাড়ির টান ,হৃদয়ের স্পন্দন
যুগ যুগে থেকে যাবে,ভাইয়ের বন্ধন
ছোটবেলার দুস্টুমি আর ফেলে আশা স্মৃতি
কপালে দেব চুয়া-চন্দন,ফুল রাশি রাশি
ভাইয়ের স্নেহ ,বোনের ভালোবাসা

Rakhi Wishes for Sister in Bengali 


রাখীর বন্ধন হলো, চাওয়া পাওয়ার আবদার,
রাখীর বাঁধন হলো,দিদি ভাইয়ের ভালোবাসার।

 

প্রিয় ভাইয়া আপনি আমার শক্তি আপনি আমার অভিভাবক আপনি আমার সেরা বন্ধু আপনি আমার সবকিছু আপনার সাহায্য,
ভালবাসা এবং যত্ন ব্যতীত … আমি কিছুই নই সবকিছুর জন্য ভাইয়া আপনাকে ধন্যবাদ।

প্রিয় ভাই, এই রাখি বেঁধে আমি তোমার শান্তির জন্য ঈশ্বরের প্রার্থনা করি, সুখ এবং আপনার সমৃদ্ধির জন্য প্রার্থনা করছি … আপনার মত একজন উষ্ণ এবং প্রেমময় ব্যক্তি জীবনের সেরা উপযুক্ত। !! !! শুভ রক্ষা বাঁধন ভাই !!

আজ তুই দিলি বেঁধে
হাতে ভালোবাসার বন্ধন,
এই বন্ধন হয়ে থাকে
যেনো সদা চিরন্তন।
শুভ রাখী পূর্ণিমা

আমার প্রিয় ভাই, আপনি আমার হাসির কারণ। আমাকে আপনার বোনকে বেছে নেওয়ার জন্য আমি মহাবিশ্বকে ধন্যবাদ জানাই।

ও … আমার ভাই- আপনি যতক্ষণ না আমার জীবনে থাকেন, আমার কোনও বন্ধুর দরকার নেই।

তুমি আমার ভাগ্যবান ছেলে কারণ তোমার মতো আমার বোন আছে। শুভ রক্ষা বাঁধন ভাই!

আপনি আমার বাবা-মার কাছ থেকে পাওয়া সেরা উপহার। তোমাকে অনেক ভালোবাসি ভাই! শুভ রক্ষা বাঁধন!

মা এবং বাবা আমাকে যে সেরা উপহার দিয়েছেন তা আপনার মতো দুর্দান্ত এক বোন। শুভ রাখি,

করি প্রাণ খুলে দীর্ঘায়ু
কামনা আজকের দিনে,
ভাই তুই চির সুখী থাকিস
এই বিশ্বভুবনে।
শুভ রাখী বন্ধন

Rakhi Bandhan Shayari Bengali 


আমার সেরা বন্ধুকে খুব খুশি রাখি শুভেচ্ছা।  দিনটি উপভোগ করুন প্রিয় বোন।

বছর ঘুরে আবার এলো সুখের দিন,
তোর বাঁধা এই ছোট্ট সুতো করলো
আমার জীবন রঙিন।
রাখীবন্ধন উৎসবের
শুভেচ্ছা ও ভালোবাসা।

রাখী বন্ধন মানেই রংবেরঙের সুতোর বাহার; রাখী বন্ধন মানেই ভাইবোনের মাঝে ভালোবাসার অঙ্গীকার ! রাখিবন্ধনে আমার প্রণাম ও ভালোবাসা নেই দাদা !! 

রাখীর এই পবিত্র দিনে
সুখে থাকুক সবাই,
এসো সবাই মনের দরজা খুলে,
আনন্দে, ভালোবাসায় আজকের
দিনটি কাটাই…
শুভ রাখি পূর্ণিমা

রাখীর এই পূণ্য তিথিতে
ঈশ্বরের কাছে কামনা করি
যে আমার প্রিয় বোনটাকে
যেন কখনো কোনো
দুঃখ-কষ্ট স্পর্শ না করতে পারে।
শুভ রাখী পূর্ণিমা

ভাই বোনের এই সম্পর্ক
কখনো টক কখনো মিষ্টি..
এটিই ভবিষ্যতে করে
অনেক হাসির সৃষ্টি..
শুভ রাখি পূর্ণিমা

চন্দনের টিকা, রেশমি সুতো।
বর্ষার এই মনোরম সৌন্দর্য,
ভাইয়ের আশা, বোনের ভালোবাসা।
তোমাকে জানাই রাখী বন্ধন
উৎসবের শুভেচ্ছা।

আমার মিষ্টি বোনকে জানাই
রাখিবন্ধনের শুভেচ্ছা ও ভালোবাসা…
শুভ রাখি পূর্ণিমা

এলো উৎসব রাখীর,
কত খুশীর বাহার,
বোনেরা বাঁধলো ভাইয়ের কব্জিতে
ভালোবাসায় ভরা উপহার..
শুভ রাখী পূর্ণিমা

আজ শ্রাবণ মাসের পূর্ণিমা তিথী,
পৃথিবী জুড়ে বাজে মধুর গীতি,
ভ্রাতার হাতে পরাবে সুতা ভগিনী,
উৎসবে মুখরিত আজ বিশ্ব ধরণী।
শুভ রাখী পূর্ণিমা

আকাশের তারার মতন
উজ্জ্বল হোক তোমার জীবন…
খুশিতে ভরে থাকুক তোমার মন..
রাখীবন্ধনের পবিত্রক্ষণে ভাইয়ের
তরফ থেকে তার বোনের জন্য
অনেক অনেক শুভেচ্ছা
Prosanta Mondal

Hey Guys My Name Is Prosanta Mondal From Kolkata, India. I Am A Professional Blogger and Creative Content Writer.

Post a Comment

Appreciate Your Valuable Feedback. I Hope You Like Post And Subcribe Our Blog. Please DO NOT SPAM - Spam Comments Will Be Deleted Immediately.

Previous Post Next Post