Sandhi Puja Mantra in Bengali PDF | সন্ধি পূজার প্রণাম মন্ত্র।

Sandhi Puja Mantra in Bengali : দুর্গাপুজোর একটি অপরিহার্য ও অন্যতম প্রধান অংশ হল সন্ধিপুজো। আধ্যাত্মিক দিক থেকে দেখতে গেলে সন্ধি কথাটির একটি বিশেষ তাৎপর্য রয়েছে। সন্ধি কথার অর্থ হল ‘মিলন’। সন্ধিপুজো হল অষ্টমী ও নবমী তিথির মিলনের সময়। 

মা দুর্গার সন্ধি পুজোয় ১০৮টি পদ্মফুল এবং ১০৮টি প্রদীপ উৎসর্গ করতে হয়। এই দু’টি ছাড়া মায়ের পুজো অসম্পূর্ণ থেকে যায়। যদি বিধি মতে এই পুজো করা যায়, তা হলে নানা জীবনে রূপ ফল পাওয়া যায়।

{tocify} $title={Table of Contents}

Sandhi Puja Mantra in Bengali

Sandhi Puja Mantra in Bengali 


সন্ধি পূজার মাহাত্ম্য

‘স্মৃতি সাগর’ গ্রন্থে সন্ধিপুজো সম্পর্কে বলা হয়েছেঃ

“অত্র যা ক্রিয়তে পূজা বিজ্ঞেয়া সা মহাফলা” ।

অর্থাৎ সন্ধিপুজো করলে মহাফল লাভ হয়

সন্ধি পূজা পদ্ধতি
সন্ধি পূজার পুষ্পাঞ্জলী মন্ত্র
পুষ্প ও বিল্বপত্র হাতে নিয়ে

প্রথম বার

নমঃ মহিষগ্নি মহামায়ে চামুন্ডে মুন্ডমালিনি

আয়ুরারোগ্য বিজয়ং দেহি দেবী নমোস্তুতে

এষ সচন্দন-পুষ্পবিল্বপত্রাঞ্জলিঃ

ওঁ হ্রীঃ শ্রীঃ চামুণ্ডা দেবতা য়ৈ নমঃ ।

ওঁ ঐং হ্রীং ক্লীং চামুণ্ডায়ৈ বিচ্চে

ওঁ ভদ্রকাল্যৈ ভগবত্যৈ দুর্গায়ৈ নমঃ

দ্বিতীয় বার

তারা চোগ্রা মহোগ্রা চ বজ্রা কালী সরস্বতী।

কামেশ্বরী চ চামুণ্ডা ইত্যাষ্টৌ তারিণ্যো মতাঃ।।

দংষ্ট্রাকরালবদনে শিরোমালাবিভূষণে ।

চামুণ্ডে মুণ্ডমথনে নারায়ণি নমোহস্তু তে।।

Read More:


তৃতীয় বার

জয়স্ব দেবি চামুণ্ডে জয় ভূতাঽপহারিণি ।

জয় সর্বগতে দেবি কালরাত্রি নমোঽস্তু তে ॥ 

কালি করালবিক্রান্তে কালরাত্রি নমোঽস্তু তে ।

সর্বশস্ত্রভৃতে দেবি নমো দেবনমস্কৃতে ॥

এষ সচন্দন-পুষ্পবিল্বপত্রাঞ্জলিঃ

ওঁ হ্রীঃ শ্রীঃ চামুণ্ডা দেবতা য়ৈ নমঃ ।

ওঁ ঐং হ্রীং ক্লীং চামুণ্ডায়ৈ বিচ্চে ।

ওঁ ভদ্রকাল্যৈ ভগবত্যৈ দুর্গায়ৈ নমঃ ।

Sandhi Puja Time 2022 in Bengali 


অষ্টমী তিথির শেষ ২৪ মিনিট ও নবমী তিথির শুরুর ২৪ মিনিট, মোট ৪৮ মিনিটের মধ্যে সাঙ্গ করতে হয় এই সন্ধিপুজো। যে দুই তিথির মহামিলন ঘটে সেই সময়কে মহাসন্ধিক্ষণ বলা হয়। এই পুজো করার অর্থ হল একে অপরের সঙ্গে মিলিত হওয়া। সব ঝগড়া বিবাদ ভুলে গিয়ে একসঙ্গে থাকা।

সন্ধি পূজার প্রণাম মন্ত্র।


কালী করালবদনা বিনিষ্ক্রান্তাসিপাশিনী।

বিচিত্র-খট্বাঙ্গধরা নরমালাবিভূষণা।

দ্বীপিচর্ম্ম-পরীধানা শুষ্কমাংসাতিভৈরবা।।

অতিবিস্তার-বদনা জিহ্বাললন-ভীষণা।

নিমগ্নারক্তনয়না নাদাপূরিতদিঙ্মুখা।

সর্বমঙ্গলমঙ্গল্যে শিবে সর্বার্থসাধিকে।

শরণ্যে ত্রম্বকে গৌরি নারায়ণি নমোহস্তুতে।। 

নমঃ সৃষ্টিস্তিতিবিনাশানাং শক্তিভূতে সনাতনি

গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণি নমোস্তু তে।

জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী

Sandhi Puja Mantra PDF 


দুর্গা শিবা ক্ষমা ধাত্রী স্বাহা স্বধা নমোস্তু তে।

 নমঃ শরণাগতদীনার্ত পরিত্রাণপরায়ণে

সর্বস্যাতিহরে দেবী নারায়ণি নমোস্তু তে।

নমঃ আয়ুর্দ্দেহি যশো দেহি ভাগ্যং ভগবতি দেহি মে

পুত্রান্ দেহি ধনং দেহি সর্ব্বান্ কামাশ্চ দেহি মে।

হর পাপং হর ক্লেশং হর শোকং হরাসুখম

হর রোগং হর ক্ষোভং হর মারীং হরপ্রিয়ে ।।

চিতিশক্তিং নির্ব্বিকারং পরব্রহ্মস্বরূপিণীম্‌ ।

প্রণামামি মহামায়াং যোগনিদ্রা সনাতনীম্‌ ।।

ওঁ মহামায়ে জগন্মাত কালিকে ঘোর দক্ষিণে ৷

গৃহাণ্ বন্দনে দেবী নমস্তে শংকর প্রিয়ে ৷৷

ওঁ যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনঞ্চ য়দ্ ভবেৎ ৷

পুরনং ভবতু যৎ সর্ব, তৎ প্রসাদৎ মহেশ্বরী ৷৷ 

সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তিসমন্বিতে

ভয়েভ্য়স্ত্রাহি নো দেবি দুর্গে দেবি নমো‌உস্তুতে

জয় মা। জয় মা। জয় মা। জয় জয় মা।
Prosanta Mondal

Hey Guys My Name Is Prosanta Mondal From Kolkata, India. I Am A Professional Blogger and Creative Content Writer.

Post a Comment

Appreciate Your Valuable Feedback. I Hope You Like Post And Subcribe Our Blog. Please DO NOT SPAM - Spam Comments Will Be Deleted Immediately.

Previous Post Next Post