Subho Bijoya Dashami Wishes, Quotes and Images in Bengali | শুভ বিজয়া দশমী

WhatsApp Channel Follow Now
Telegram Group Follow Now

Last updated on July 4th, 2023 at 12:49 am

Subho Bijoya Dashami Wishes, Quotes and Images in Bengali: শুভ বিজয়া দশমী, পুজোর দিনের খুশির হাওয়া, চার দিনে -তে পেরিয়ে যাওয়া , মায়ের যাওয়ার দিন হলো আজ, শুভেচ্ছা তাই জানিয়ে দেওয়া মন বলে আজ ঢাকের তালে, আসছে বছর আয় মা চলে।

শুভ দশমীর শুভেছা জানানোর জন্য আমরা কিছু কিছু বাছাই করা বিজয়া দশমীর মেসেজ শেয়ার করছি যেগুলো আপনি আপনার প্রিয়জন, পরিবার, বন্ধু এবং অন্যান্য সকলকে পাঠিয়ে শুভেচ্ছা জানাতে পারবেন.

Subho Bijoya Dashami Wishes in Bengali

Subho Bijoya Dashami Wishes in Bengali 

 
কুর কুর কুর বাজে ঢাক কৈলাস যে দিলো ডাক শুরু হবে সিঁদুর খেলা দেবির যে আজ যাওয়ার পালা বোধন থেকে বিসর্জন ভালো রেখো মা সবার মন ।
 
পুজোর দিনের খুশির হাওয়া, চার দিনে -তে পেরিয়ে যাওয়া , মায়ের যাওয়ার দিন হলো আজ, সুভেচ্ছা তাই জানিয়ে দেওয়া. মন বলে আজ ঢাকের তালে, আসছে বছর আয় মা চলে… শুভ বিজয়া
 
ঢাকের আওয়াজ মিলিয়ে গেল, পুজো হলো শেষ…, প্রাণে শুধু জাগিয়ে রেখো এই খুশির রেষ.. “শুভ বিজয়া”
 
বিসর্জন মানে আবার আসবে ফিরে, “খুশী” থাকুক সর্বদা তোমায় ঘিরে. দশমীর আত্মীয়তা, একটু মিষ্টিমুখে.. সবাইকে জানাই শুভ বিজয়া, সবাই থেকো সুখে
 
বিসর্জনের ঘন্টা বাজে মা যে এবার যাওয়ার সাজে, বিসর্জনের ঘন্টা বাজে, বলুক সবাই মুখর রবে, আসছে বছর আবার হবে!
 
সুখের স্মৃতি রেখো মনে, মিষে থেক আপনজনে. মান অভিমান সকল ভুলে, আসার প্রদীপ রেখো জ্বেলে . মা আসবে এই আশা রেখে, সবাই মিলে থেকো সুখে . শুভ বিজয়া
 
Read More:
 
দশমীর এই সন্ধে বেলা সাঙ্গ হলো সিঁদুর খেলা, মা এর ঘরে ফেরার পালা, চোখের জল-এ বিদায় বলা , মা-এর হলো সময় যাবার আসছে বছর আসবে আবার. শুভ বিজয়া.
 

শুভ বিজয়া দশমীর শুভেচ্ছা

 
মহাপার্বন এর সমাপন, দুক্ষে ভরে উঠলো মন, সবাই মিলে বলো তবে, আসছে বছর আবার হবে.. শুভ বিজয়া 
 
বিজয়া হোক মিষ্টি মুখে ঢাকের আওয়াজ হলো মৃদু , মায়ের হাসি হলো ম্লান, এবার মাগো বিদায় তবে আসছে বছর আবার হবে, সবাই কে মা রাখিস সুখে, বিজয়া হোক মিষ্টি মুখে ***শুভ বিজয়া***
 
ঢাকের কাঠির বিদায় সুরে, উদাস করে মন চললেন মা মহামায়া, আজকে বিসর্জন ! ঢাকের তালে ধুনিচি নাচন এটাই প্রাচীন রীতি, মনের ফ্রেম -এ বাঁধিয়ে রেখো দূর্গা পুজোর স্মৃতি ! বিজয়ার অনেক শুভেচ্ছা আর ভালবাসা
 
পঞ্চমীতে খুশির আমেজ, ষষ্ঠীতে বোধন, সপ্তমীতে নাচা নাচি, অষ্টমীতে ভজন, নবমীতে ঘুরে ফিরে হাপিয়ে লোকজন, দশমীতে বিদায় সুরে কাঁদে সবার মন . শুভ বিজয়া
 
বাজে ঢোল বাজে ধাক,
শুনে সবার লাগে তাক।
বিসর্জনে সবাই যাবে,
হাসি কান্না দুই পাবে।
সুখ দুঃখ মিলে মিশে
শুভ বিজয়া জানাই শেষে।
 
সঙ্গ হলো পুজোর বেলা,
আজ মায়ের যাবার পালা,
আসছে বছর আবার হবে,
মনে তে এই আসা রবে,
শুরু হলো সিঁদুর খেলা,
বিজয়া সারব এই বেলা,
তাই আমার বিশেষ ধারা,
মেসেজেই বিজয়া সারা ,
শুভ বিজয়া
 
ঢাকের কাঠির মিষ্টি রেশ,
পূজা এবার হোল শেষ ।
নুতন আশাই বাঁধি বুক,
সবার ইচ্ছে পূরণ হোক।
আসছে বছর আবার হবে,
কে জানে কে কোথায় রবে।
শুভ বিজয়া
 

Subho Bijoya Dashami in Bengali 

 
পুজা শেষ অলি গলি,
মা বলে চলি চলি ,
ভাসান হবে ফাটাফাটি,
বিজয়া সারার হুটপাটি,
এটা মার নতুন ধারা।
এসএমএস এ বিজয় সারা।
শুভ বিজয়া দশমী
 
ঢাকের উপর ছিল কাঠি,
পূজা হল জমজমমাটি।
আজ মায়ের ফেরার পালা,
জানাই তাই এই বেলা।
শুভ বিজায়া।
 
ভালো থাকা ভালবাসা
ভালো মনে কিছু আশা
বেদনার দুরে থাকা
সুখস্মৃতি ফিরে দেখা
বন্ধন থেকে বরণডালা ,
বিজয়া মানে এগিয়ে চলা. 
শুভ বিজয়া
 
পূজো মানেই আনন্দ সুখ, পুজো মানেই আড্ডা।পূজোর দিনে আপন মনে গেয়ে ওঠে মনটা। ষষ্ঠী থেকে দশমী যখন পেরিয়ে যায়,
ব্যাকুল হৃদয় বছর জুড়ে থাকে অপেক্ষায়।
শুভ দূর্গা পূজা.. ভালো কাটুক সবার।
 
অনেক স্বপ্ন পুরন করে মা চলে জান কোন সুদূরে মায়ের আশা মায়ের যাওয়া নতুন খুশির নতুন হাওয়া দুঃখ করে লাভ কি তবে আসছে বছর আবার হবে ।
 
সুখে দুঃখে উদাস হওয়া তিন দিনের এই চাওয়া পাওয়া সব পেরিয়ে আজ বিজয়া শুভেচ্ছা তাই জানিয়ে দেওয়া মন বলে আজ ঢাকের রবে আসছে বছর আবার হবে । শুভ বিজয়া ।
 

Subho Bijoya Dashami Quotes in Bengali 

 
বাজছে কাঁসর , বাজছে ঘন্টা । নাচছে সবাই , নাচছে মনটা ॥ বইছে বাতাস , মৃদু মন্দ । সেথায় আবার , ধুনার গন্ধ ॥ চারিদিকে , খুশির ছন্দ । কলহ-বিবাদ , তাই বন্ধ ॥ মা এসেছেন , স্বর্গ থেকে । আমরা খুশি সবাই , মাকে দেখে॥ শারদীয়ার শুভেচ্ছা জানাই আমি । শুভ মহাদশমী
 
এবার মাগো বিদায় তবে, আসছে বছর আবার হবে, সবাইকে মা রাখিস সুখে, বিজয়া আজ মিষ্টি মুখে.শুভ বিজয়া!!!
 
বিসর্জনের ঘন্টা বাজে মা যে এবার যাওয়ার সাজে, বিসর্জনের ঘন্টা বাজে, বলুক সবাই মুখর রবে, আসছে বছর আবার হবে. শুভ বিজয়ার প্রীতি ও সুভেচ্ছা
 
সুখের স্মৃতি রেখো মনে, মিষে থেক আপনজনে. মান অভিমান সকল ভুলে, আসার প্রদীপ রেখো জ্বেলে . মা আসবে এই আশা রেখে, সবাই মিলে থেকো সুখে . ***শুভ বিজয়া***
 
মহাপার্বন এর সমাপন, দুক্ষে ভরে উঠলো মন সবাই মিলে বলো তবে, আসছে বছর আবার হবে.. শুভ বিজয়া ..
 
বিজয়া হোক মিষ্টি মুখে ঢাকের আওয়াজ হলো মৃদু , মায়ের হাসি হলো ম্লান, এবার মাগো বিদায় তবে আসছে বছর আবার হবে, সবাই কে মা রাখিস সুখে, বিজয়া হোক মিষ্টি মুখে . শুভ বিজয়া
 

Subho Bijoya Dashami Images in Bengali 

 
আকাশ জুরে যাচ্ছে উড়ে সাদা মেঘের ভালা. বিসর্জনের সময় হলো ফুরিয়ে এলো খেলা. আসছে বছর পুজোর দিনে থাকব কোথায় কে যে জানে, যেথায় থাক মায়ের সাথে রেখো আমায় নিজের মনে .. শুভ বিজয়া
 
আশীর্বাদে দেবী দুর্গার, জীবনে চির সুখ ও শান্তি আসুক তোমার। রাস্তা সব সাফল্যের, খুলে যাক তোমার জন্যে’- শুভ বিজয়া
 
ক্লান্ত মনে জানাই শুভ বিজয়া,
একটুখানি চাওয়া আর একটি বছরের অপেক্ষা। – শুভ বিজয়া
 
মিলে গেল ঢাকের বাদ্যি, অস্তাচলে আলো,
সিদুর আজ রাঙিয়ে তুলে, যেন তিলোত্তমা পূর্ণতা পেল’। – শুভ বিজয়া
 
মলিন হলো সবার হাসি, মৃদু হলো ঢাকের কাঠি। মিষ্টিমুখে হোক বিজয়া, সুখে রাখিস সবাইকে মা’।
 
বিসর্জন মানে আবার আসবে ফিরে, খুশী থাকুক সর্বদা তোমায় ঘিরে. দশমীর আত্মীয়তা, একটু মিষ্টিমুখে.. সবাইকে জানাই শুভ বিজয়া
 
Subho Bijoya Dashami Quotes in Bengali : আমাদের দেওয়া শুভ বিজয়া দশমীর শুভেছা বার্তা গুলো কেমন লাগলো মন্তব্য করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না।

Leave a Comment

WhatsApp Group Join Now
Telegram Group Join Now