Saraswati Puja Fordo in Bengali | সরস্বতী পূজার ফর্দমালা

Saraswati Puja Fordo in Bengali : সরস্বতী পূজা হিন্দু বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে অনুষ্ঠেয় একটি অন্যতম প্রধান হিন্দু উৎসব। শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা আয়োজিত হয়।

{tocify} $title={Table of Contents}

Saraswati Puja Fordo in Bengali

Saraswati Puja Fordo in Bengali Language 


সরস্বতী পূজার উপকরণ / ফর্দ


সিদ্ধি , সিন্দূর , পুরোহিতবরণ ১ , দিল , হরিতকী , পঞ্চগুঁড়ি , পঞ্চশস্য , পঞ্চরত্ন , পঞ্চপল্লব ১ , ঘট ১ , কুন্ডহাঁড়ি ১ , তেকাঠা ১ , দর্পণ ১ , তীরকাঠি ৪ , ঘটাচ্ছাদন গামছা ১ , বরণডালা , সশীষ ডাব ১ , একসরা আতপচাউল , পুষ্পাবি , আসনাঙ্গুরীয়ক ২ , মধুপর্কের বাটী ২ , নৈবেদ্য ২ , কুচা নৈবেদ্য ১ , সরস্বতীর শাটী ১ , লক্ষীর শাটী ১ , চন্দ্রমালা ১ , বিল্বপত্রমাল্য ১ , থালা ১ , ঘটি ১ , শঙ্খ ১ , লৌহ ১ , নথ ১ , রচনা , আমের মুকুল , যবের শীষ , কুল , আবির , অভ্র , মস্যাধার(দোয়াত) ও লেখনী , ভোগের দ্রব্যাদি , বালি , কাষ্ঠ , খোড়কে , গব্যঘৃত এক সের , পান , পানের মশলা , হোমের বিল্বপত্র ২৮ , কর্পূর , পূর্ণপাত্র ১ , দক্ষিণা।

সরস্বতী পুষ্পাঞ্জলি মন্ত্র


ওঁ জয়জয় দেবী চরাচর সারে
কুচযুগশোভিত মুক্তাহারে,
বীনারঞ্জিত পুস্তক হস্তে
ভগবতী ভারতী দেবী নমহস্তুতে।।

নমঃ ভদ্রকাল্যৈ নমো নিত্যং
সরস্বত্যৈ নমো নমঃ।
বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্হানেভ্য এব চ।
এষ স-চন্দন পুষ্পবিল্ব পত্রাঞ্জলি সরস্বতৈ নমঃ।।

আরও পড়ুন:

সরস্বতী দেবীর প্রনাম মন্ত্র :

নমো সরস্বতী মহাভাগে
বিদ্যে কমললোচনে,
বিশ্বরূপে বিশালাক্ষ্মী
বিদ্যাংদেহী নমোহস্তুতে .

জয়জয় দেবী চরাচর সারে
কুচযুগশোভিত মুক্তাহারে
বীনারঞ্জিত পুস্তক হস্তে
ভগবতী ভারতী দেবী নমহস্তুতে।।

সরস্বতীর স্তব মন্ত্র : 

শ্বেতপদ্মাসনা দেবী শ্বেত পুষ্পোপশোভিতা
শ্বেতাম্ভরধরা নিত্যা শ্বেতাগন্ধানুলেপনা
শ্বেতাক্ষসূত্রহস্তা চ শ্বেতচন্দনচর্চ্চিতা। 
শ্বেতবীণাধরা শুভ্রা শ্বেতালঙ্কারব‌ভূষিতা। 
বন্দিতা সিদ্ধগন্ধর্ব্বৈর্চ্চিতা দেবদানবৈঃ
পূঝিতা মুনিভি: সর্ব্বৈঋষিভিঃ স্তূয়তে সদা
স্তোত্রেণানেন তাং দেবীং জগদ্ধাত্রীং সরস্বতীম্। 
যে স্মরতি ত্রিসন্ধ্যায়ং সর্ব্বাং বিদ্যাং লভন্তি তে।।

সরস্বতী দেবী বন্দনা :


জয় জয় দেবী, জয় জগজননী
জয় জয় সরস্বতী, মাই
জয় জয় দেবী, জয় জগজননী
জয় জয় সরস্বতী।

জয় জয় ভবানী, জয় শর্বাণী
জয় ত্রিভুবন, সুখদায়ী
জয় জয় ভবানী, জয় শর্বাণী
জয় ত্রিভুবন, সুখদায়ী
তেরি মায়া অনন্ত অপার, 
যা কো, কো নেহি পায়ি 
জয় জয় দেবী, জয় জগজননী
জয় জয় সরস্বতী।

হস্তকমল মো বীণ বাজাভে, 
যা মে সব, সুর গাই
দুজে হাত বিরাজত পুস্তক
বেদ শ্রুতি উপজায়ী
জয় জয় দেবী, জয় জগজননী
জয় জয় সরস্বতী।

তেরি রূপ, ভয়ো সব বিদ্যা 
সুর-নর চরণ নমাই,
পদ্মনাভ প্রভু, চরণ শরোরুহ
সেবক কে মন ভায়ী।

জয় জয় দেবী, জয় জগজননী
জয় জয় সরস্বতী, 
জয় জয় সরস্বতী, 
জয় জয় সরস্বতী।
Prosanta Mondal

Hey Guys My Name Is Prosanta Mondal From Kolkata, India. I Am A Professional Blogger and Creative Content Writer.

Post a Comment

Appreciate Your Valuable Feedback. I Hope You Like Post And Subcribe Our Blog. Please DO NOT SPAM - Spam Comments Will Be Deleted Immediately.

Previous Post Next Post