Kuber Mantra in Bengali | কুবের মন্ত্র জপ করার নিয়ম

WhatsApp Channel Follow Now
Telegram Group Follow Now

Kuber Mantra in Bengali : ধন-সম্পদের অধিপতি দেবতা হলেন কুবের, কুবের মন্ত্র জপ করার নিয়ম মেনে এবং কুবের পূজার নিয়ম মেনে যদি পূজো করা যায় তাহলে পরে প্রচুর ধনসম্পদের মালিক হওয়া যায়।

জীবনে সমৃদ্ধি লাভ করার জন্য ধনলক্ষ্মীর সঙ্গে কুবের দেবের পুজো করলে সুফল পাওয়া যায়। লক্ষ্মী দেবীর সঙ্গে ধনদেবতার পুজো করলে সেই আশীর্বাদে সুখ-শান্তি ফেরে এবং যেকোনও আর্থিক সমস্যা বা অনটন থেকে মুক্তি লাভ করা যায়, এছাড়াও পরিবারের সদস্যদের সৌভাগ্য আসে।

কুবের বিশ্বের রক্ষাকর্তাদের মধ্যে একজন এবং উত্তরদিকের প্রভু বলা হয়ে থাকে। তাই ঘরের উত্তর দিকে মুখ করে কুবেরের মূর্তি রাখা শুভ বলে মনে করা হয়।

Kuber Mantra in Bengali

Kuber Mantra in Bengali

বিশ্বাস করা হয় কুবের ধন-সম্পদের দেবতা। কুবের শিবের তপস্যা করার পর, শিব তাঁকে যক্ষ এবং যক্ষীনি-বামন অর্ধ-ঈশ্বর যিনি প্রাকৃতিক ঐশ্বর্য্য রক্ষা করেন, তাঁদের রাজা করে দেন।

মহালক্ষ্মী কুবের মন্ত্র

ওম শ্রি মহা লক্ষ্মী
চ ভিদমাহে বিষ্ণু পত্নী চ
ধিমাহে তানো লক্ষ্মী
প্রাচোদায়াত ওম

কুবের ধন মন্ত্র

ওম শ্রিম ওম হ্রিম শ্রিম
হ্রিম ক্লিম বিত্তেশ্বরায় নমহ

কুবের বীজ মন্ত্র

ওম ইকশয়া কুবেরায় ভাইশ্রাবানায়
ধন ধান্যে ধিপাত্যয় ধন ধান্যে
সমৃদ্ধম মে ধি দপয় সোয়াহা

গায়েত্রী কুবের মন্ত্র

ওম ইক্ষ রাজ্য ভিদমাহে অলিকাদিস্যয়া
ধিমাহে তানো কুবের প্রাচোদায়াত

কুবের মন্ত্র জপ করার নিয়ম

এমনটা বিশ্বাস করা হয় যে প্রতিদিন কুবের দেবের পুজো করার পর যদি এই মন্ত্রগুলির কোনও একটি সঠিক নিয়ম মেনে পাঠ করা হয়, তাহলে খুব তাড়াতাড়ি ভগবান সন্তুষ্ট হয়ে আমাদের বর দান করেন। তাই যদি সম্ভব হয় আপনি টানা ২১ দিন ধরে এই মন্ত্রগুলি জপ করতে থাকুন। তাহলে পরে খুব তাড়াতাড়ি আপনার সকল মনস্কামনা পূর্ণ হিবে।

কুবের পূজার নিয়ম

১. উত্তর দিকে স্বচ্ছ স্থানে কুবের দেবের ছবি বা মূর্তি স্থাপন করুন।
২. সেই আসনেই মা লক্ষ্মীর মূর্তি ও রাখুন।
৩. কুবের দেবতার সামনে গহনার বাক্স রাখুন এবং তাতে স্বস্তিক চিহ্ন আঁকুন।
৪. এবার কুবের দেব ও মা লক্ষ্মীর ধ্যান করুন এবং মন্ত্র জপ করুন।

Leave a Comment

WhatsApp Group Join Now
Telegram Group Join Now