সপ্তমী পূজার মন্ত্র | Saptami Puja Mantra in Bengali

WhatsApp Channel Follow Now
Telegram Group Follow Now

সপ্তমী পূজার মন্ত্র : Saptami Puja Mantra in Bengali – বাঙালির সর্ব শ্রেষ্ঠ উৎসব হল শারদীয় দুর্গোৎসব, আশ্বিন মাসের শুক্ল পক্ষের ষষ্ঠ থেকে দশম অর্থাৎ মহাষষ্ঠী, মহাসপ্তমী, মহাষ্টমী, মহানবমী ও বিজয়াদশমী এই পাঁচটি দিন বাঙালির কাছে মা দুর্গার পূজা হিসেবে পরিচিত।

সপ্তমী পূজার মন্ত্র | Saptami Puja Mantra in Bengali

সপ্তমী পূজার মন্ত্র

দেবীর সামনে স্নান করে শুদ্ধ আসনে পূর্ব বা দেবীর সম্মুখে বসতে হয়।

তারপর পন্ডিত মশাই আপনার মাথায় মন্ত্রপুত গঙ্গাজল ছিটিয়ে দেবেন এবং সিন্দুঁর দ্বারা তিলক পড়িয়ে দেবেন।

আচমন :- বাঁ হাতে জল নিয়ে ডান হাতের সমস্ত আঙ্গুলের অগ্রভাগ বাঁ হাতের জলে ডুবিয়ে মুখে ৩ /১ বার ছিটাতে হয় |
নমঃ বিষ্ণুঃ নমঃ বিষ্ণু নমঃ বিষ্ণু

বিষ্ণুস্মরণ :- হাত জোরকরে –
নমঃ অপবিত্রঃ পবিত্রো বা সর্বাবস্থাং গতো হপি বা | যঃ স্মরেত্ পুন্ডরীকাক্ষং সবাহ্যাভ্যন্তরঃ শুচিঃ ||
নমঃ সর্বমঙ্গলমঙ্গল্যং বরেণ্যং বরদং শুভম্ | নারায়ণং নমস্কৃত্য সর্বকর্ম্মাণি কারয়েত্ ||

সচন্দনপুষ্প ও বিল্বপত্র নিয়ে বলুন-

নমঃ আয়ুর্দ্দেহি যশো দেহি ভাগ্যং ভগবতি দেহি মে | পুত্রান্ দেহি ধনং দেহি সর্ব্বান্ কামাশ্চ দেহি মে ।।

হর পাপং হর ক্লেশং হর শোকং হরাসুখম্ | হর রোগং হর ক্ষোভং হর মারীং হরপ্রিয়ে ।।

এষ সচন্দন-পুষ্পবিল্বপত্রাঞ্জলিঃ নমঃ দক্ষযঞ্জ বিনাশিন্যে মহাঘোরায়ৈ যোগিনী কোটিপরিবৃতায়ৈ ভদ্রকাল্যৈ ভগবত্যৈ দুর্গায়ৈ নমঃ ।।

সংগ্রামে বিজয়ং দেহি ধনং দেহি সদা গৃহে । ধর্ম্মার্থকামসম্পত্তিং দেহি দেবী নমোস্তু তে ।।

এষ সচন্দন-পুষ্পবিল্বপত্রাঞ্জলিঃ নমঃ দক্ষযঞ্জ বিনাশিন্যে মহাঘোরায়ৈ যোগিনী কোটিপরিবৃতায়ৈ ভদ্রকাল্যৈ ভগবত্যৈ দুর্গায়ৈ নমঃ ।।

দুর্গা প্রণাম মন্ত্র

সর্বমঙ্গলমঙ্গল্যে শিবে সর্বাথসাধিকে । শরণ্যে ত্র্যম্বকে গৌরি নারায়ণি নমোস্তু তে ।।

Leave a Comment

WhatsApp Group Join Now
Telegram Group Join Now