Happy Mothers Day Quotes in Bengali 2023 | মাতৃ দিবসের কবিতা

WhatsApp Channel Follow Now
Telegram Group Follow Now

Last updated on July 4th, 2023 at 12:50 am

আজকে বিশ্ব মাতৃ দিবস, যে সকল সন্তানেরা মাকে ভালোবাসেন তাদের জন্য শেয়ার করছি Happy Mothers Day Quotes in Bengali এবং সবাইকে জানাই মাতৃদিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই মাতৃ দিবসের দিন নিজের মাকে এবং Facebook ও Whatsapp এ আমাদের লেখা মাতৃ দিবসের কবিতা গুলো শেয়ার করতে পারো আশাকরি আমাদের লেখা গুলো তোমাদের সকলের খুব ভালো লাগবে। 


Happy Mothers Day Quotes in Bengali


Mothers Day Caption in Bengali 


দুনিয়ার সব কিছুই বদলাতে পারে,কিন্তু মায়ের ভালবাসা কখনো বদলাবার নয়…!!♥

মা জননী চোখের মণি,অসীম তোমার দান.,খোদার পরে তোমার আসন আসমানের সমান..ত্রিভুবনে তোমার মত হয়না কারো মান,,

স্বর্গটা নিতান্তই ছোট নিশ্চই,কারণ আমি স্বর্গ আমার মায়ের চোখেই দেখতে পাই.. হ্যাপি মাদার্স ডে…

সৃষ্টির শুরুতে ঈশ্বর যখন বুঝলেন যে তিনি সবসময় সবজায়গায় উপস্থিত থাকতে পারবেন না, তিনি সৃষ্টি করলেন মায়েদের… মায়েদের স্থান তাই ঈশ্বরের সমতুল্য…. হ্যাপী মাদারস ডে…

প্রথম স্পর্শ মাপ্রথম পাওয়া মাপ্রথম শব্দ মাপ্রথম দেখা মাআমার জান্নাত তুমি মা হ্যাপি মাদার্স ডে…

তোমাকে এত জ্বালানোর জন্যে সরি..আর তা সত্ত্বেও আমাকে এত ভালবাসার জন্যে ধন্যবাদ.. হ্যাপি মাদার্স ডে…




পৃথিবীতে সবচেয়ে পবিত্র জিনিস হচ্ছে আলকোরআন *সবচেয়ে নিস্পাপ জিনিস হচ্ছে ফুল *সবচেয়ে সুন্দর জীব হচ্ছে  মানুষ …*সবচেয়ে মধুর নাম হচ্ছে মা

মা== মা মমতার মহল মা পিপাসার জল মা ভালবাসার সিন্ধু মা উত্তম বন্ধু মা ব্যাথার ঔষুধ মা কষ্টের মাঝে সুখ মা চাঁদের ঝিলিক মা স্বর্গের মালিক মা আমার মা…

৬ বছর বয়সে: মা সব জানে!৮ বছর বয়সে: মা অনেক কিছু জানে!১২ বছর বয়সে: মা আসলে সবকিছু জানে না!১৪ বছর বয়সে: মা কিছুই জানে না!১৬ বছর বয়সে: মা..ধুউর…১৮ বছর বয়সে: মা ব্যাকডেটেড!২৫ বছর বয়সে: বোধ হয় মা-ই ভালো জানে!৩৫ বছর বয়সে: মাকে একবার জিজ্ঞেস করে নেই৪৫ বছর বয়সে: মা কেমন করে এতদূর পর্যন্ত চিন্তা করতে পারে?৭৫ বছর বয়সে: মা আজ থাকলে কত সহজে সবকিছু সমাধান করে দিত!

আকাশের মতন ধৈর্যক্ষমতা তোমার,তুমি সবসময় আমার বেস্ট ফ্রেণ্ড হয়ে আমার সব সমস্যার সমাধান করার রাস্তা দেখিয়ে দিয়েছ.. ধন্যবাদ মা… হ্যাপি মাদাস ডে..

আমার মা যখন হাসে, তখন আমার খুব ভালো লাগে। কিন্তু যখন মা আমার কারনে হাসে, তখন আরো বেশি ভালো লাগে হ্যাপি মাদার্স ডে…

আমায় কাঁদতে দেখেছ তুমি, হাসতে দেখেছ আমায়, দেখেছ অসুস্থ হয়ে পড়তে, দেখেছ মন খারাপ করে শুয়ে থাকতে… সবসময় পাশে থেকেছ তুমি… থ্যান্ক ইউ মা…. হ্যাপী মাদারস ডে…

আমি অনেক বোকা হতে পারি, অনেক খারাপ ছাত্র হতে পারি, আমি অনেকের কাছে খারাপ ও হতে পারি, কিন্তু আমার মায়ের কাছে আমি তার শ্রেষ্ঠ সন্তান…

আমি বোকা হতে পারি, অনেক খারাপ ছাত্র হতে পারি, দেখতে অনেক কালো হতে পারি, কিন্তু আমার মায়ের কাছে আমি শ্রেষ্ঠ সন্তান। শুভ মাতৃ দিবস..

একটি বাচ্চাকে মাএর উপর রচনা লিখতে বলায় সে শুধু লিখল..বাংলা বর্ণমালার কয়েকটি শব্দকে ঘুরিয়ে ফিরিয়ে লিখে আমার মা এর বর্ণনা দেওয়া আমার পক্ষে সম্ভব নয়.. মাতৃদিবসের শুভেছা..

আরও পড়ুনঃ Bangla Shayari Download

একমাত্র মা-ই সেটা বুঝতে পারে যেটা তার সন্তান কখনই বলে উঠতে পারে না… হ্যাপী মাদার্স ডে…

ওপরে যার শেষ নেই তা হলো আকাশ আর পৃথিবীতে যার শেষ নেই তাকে আমরা মা বলি! শুভ মাতৃ দিবস…

মা-এর মাঝে যেন নেই কোনো বড় উপাধির চমক। বড় কোনো পেশাদারিত্বের করপোরেট চকচকে ভাব। কিন্তু কত সহজেই প্বথিবীর সব মা নিঃস্বার্থ ভাবে প্রতিটি পরিবারে নিরলস শ্রম দিয়ে যাচ্ছেন। মাতৃত্বের গবেষানাগারে প্রতিনিয়ত তিলেতিলে গড়ে তুলছেন একেকটি মানবিক নক্ষত্র। সেই মা সবচেয়ে খুশি হন কখন জানেন- যখন সন্তান প্রকৃত মানবিক মূল্যবোধ নিয়ে ধনে নয়, সম্পদে নয়, বিত্তে নয়, ঐশ্বর্যে নয় শুধু চরিত্রে আর সততায় একজন খাঁটি মানুষ হয়। হ্যাপী মাদার্স ডে! 




ছোটবেলায় যখন তুমি আমার চোখের আড়াল হতে আমি ব্যাকুল হয়ে উঠতাম..ভয় লাগত খুব…তোমায় জড়িয়ে ধরেই যেন কমত মনের ধুকপুকানি… আজও তেমনি যে কোনো বিপদেই তোমার কথা সবার আগে মাথায় আসে…মনে হয় তখনকার মতন এখনও যদি তোমার কোলে মাথা দিয়ে একটু শুতে পারতাম,তাহলে হয়তো আমার সব দুশ্চিন্তা এক লহমায় দূর হয়ে যেত… লাভ ইউ মা… হ্যাপি মাদার্স ডে…

জাতি ঝগড়া হোকক, রাগ হোক তোমার শাসনে, কষ্ট হোক তোমার বকুনিতে, তবু তোমাকে ছাড়া একদিনও চলে না আমার.. লাভ ইউ মা… হ্যাপী মাদারস ডে…

যখন আমরা কিছুই বলতে পারতাম না..মা আমাদের সব মনের কথা বুঝে যেত..আজ আমরা কত কিছু বলি আর তার শেষে বলি,এসব তুমি বুঝবে না.. সত্যি কি তাই? সকল সন্তানের কাছে অনুরোধ,মায়ের সম্মান করো.. কখনো তাঁকে কষ্ট দিও না.. হ্যাপি মাদার্স ডে

যার ললাটের ঐ সিঁদুর নিয়ে ভোরের রবি ওঠে .. আলতা রাঙ্গা পায়ের ছোঁয়ায় রক্ত কোমল ফোটে। সেই যে আমার মা, যার হয়না তুলনা।

যার ললাটের ঐ সিঁদুর নিয়ে ভোরের রবি ওঠে .. আলতা রাঙ্গা পায়ের ছোঁয়ায় রক্ত কোমল ফোটে। সেই যে আমার মা, যার হয়না তুলনা। মা আমার তোমায় আমি ভীষণ ভালবাসি..

যিনি তোমাকে জন্ম দিয়েছেন…তাঁর কোনো কথায় কখনো রাগ কর না..কারণ তিনি তোমার ভালো ছাড়া কখনো খারাপ চাইবেন না… হ্যাপি মাদার্স ডে…

যে তোমাকে মায়ের মতন অমন শক্তিশালী কেউই হয় না… যিনি নিজের সন্তানকে শত কষ্ট সত্ত্বেও আগলে রাখেন, আর ভালবাসেন নিজের চেয়েও বেশি! কখনো মাকে কষ্ট দিও না, তাহলে জীবনে কোনদিনই সুখী হতে পারবে না… হ্যাপী মাদার্স ডে!

তোমার প্রথম মাদারস ডে যেন তোমার জীবনে বয়ে আনে সুখের ঘনঘটা… মনের অনাচ-কানাচ ভরে ওঠে স্বর্গীয় মমতার আনন্দে…. হ্যাপী মাদারস ডে…

দুরে যখন থাকি, তার ছবি আঁকিবিপদ যখন আসে,সে থাকে পাশেঅসুখ যখন হয়সে রাত জেগে রয়পৃথিবীর যেখানেই যাই,তার তুলনা নাইসে হলো আমার মা!আই লাভ ইউ মা শুভ মাতৃ দিবস…

পৃথিবীটা অনেক কঠিন, সবাই সবাই কে ছেড়ে যায়, সবাই সবাই কে ভুলে যায়, শুধু একজন যে ছেড়ে যায় না ভুলেও যায়না । আর সারা জীবন থাকবে। সে মানুষ টি হচ্ছেন মা ।।।আমার মা।

পৃথিবীটা অনেক কঠিন,সবাই সবাই কে ছেড়ে যায়,সবাই সবাই কে ভুলে যায়,শুধু একজন যে ছেড়ে যায়না ভুলেও যায় না।আর সারা জিবন থাকবে।সে মানুষ টি হচ্ছেমা.. শুভ মাতৃ দিবস,…

পৃথিবীটা অনেক কঠিন,সবাই সবাই কে ছেড়ে যায়,সবাই সবাই কে ভুলে যায়,শুধু একজন যে ছেড়ে যায় না ভুলেও যায়না।আর সারা জীবন থাকবে।সে মানুষ টি হচ্ছে,।।।আমার মা।……হ্যাপি মাদার্স ডে…

পৃথিবীর কাছে যেমন সূর্যের প্রয়োজনীয়তা,মাছের কাছে যেমন জলের প্রয়োজনীয়তা,কবির কাছে যেমন কলমের প্রয়োজনীয়তা,সন্তানের কাছে তেমন প্রয়োজনীয়তা মায়ের… হ্যাপী মাদারস ডে…

প্রিয় মা,তুমি আমার চারপাশে তোমার স্নেহের আর যত্নের হাত রেখে আমায় কখনো কোনো কষ্ট পেতে দাও নি…চেয়েছ আমি যেন সবসময় ভালো থাকি…তোমার ঋণ শোধ করা কখনো সম্ভব নয় আমি জানি,সেই চেষ্টাও আমি করি না কখনো… শুধু চাই তুমি যেন চিরকাল আমার মাথায় তোমার আশীর্বাদের হাতটা একইভাবে রেখে দাও…লাভ ইউ মা…ইতি,তোমার খারাপ ছেলে!

ফেলে আসা ছেলেবেলা মনে পড়ে আজ যত্ন নিতে তুমি আমার ফেলে তোমার কাজ তুমি কত ভালবাস কষ্ট দাও না তোমাকে এখনও ভালবাসি ও আমার মা

ভালোবাস তাকে…যারকারনে পৃথিবী দেখেছো….।।ভালোবাস তাকে…।। যে তোমাকে ১০ মাস ১০ দিন গর্ভে রেখেছে….।। ভালোবাস তাকে…যার পা এর নিচে তোমার জান্নাত আছে…..।। তিনি হলেন ………মা….




মা , তোমার পায়ের নিচে স্বর্গ , তোমার সুখ আমার কাছে পৃথিবীর সবচেয়ে বড় আশীর্বাদ ! তাই তোমার পায়ের কাছে বসেই আমি স্বর্গকে খুঁজে পাই ! তোমার ঘর আমার কাছে বিশ্বের সবচেয়ে বড় তীর্থক্ষেত্র…. শুভ মাতৃ দিবস..

মা আমার উপর রেগে থেকো না…আমি তোমার বাজে ছেলে না…শেষের কয়েকটা মাস সুধু আমাদের বাজে কেটেছে..ভীষণ ভালবাসি তোমায় আমি মা.. হ্যাপি মাদার্স ডে…

মা তখনকাদেঁ,যখন সন্তান ছোট বেলায় খাবার খায়না,ঐ মা আবার কাঁদে,যখন সন্তান বড় হয়ে মাকে খাবার দেয় না… যারা মাকে বেশি ভালবাসো,তারা অন্যদেরও মা-কে ভালবাসতে বল এই মেসেজটি শেয়ার করে…

মা তার সন্তানদের মধ্যে কোনো ভেদ করেন না..সব সন্তানই তাঁর কাছে সমান আপন… শুভ মাতৃ দিবস..

মা মাগো মা, আমি এলাম তোমার কোলে, তোমার ছায়ায় তোমার মায়ায়‪ মানুষ ‬হব বলে..

মা মানে মমতা, মা মানে ক্ষমতা,মা মানে নিরাপত্তা,মা মানে নিশ্চয়তা,মা মানে আশ্রয়দাতা,মা মানে সকল আশা,মা মানে একবুক ভালোবাসা।

মা হল মধুরমা এর সাথে কারোর তুলনা নেইমা থাকা মানে মাথার উপর ছাতা থাকা যার মা নেই সে বোঝে মা আসলে কি!মা হল দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদসেই মাকে কখন কস্ট দিওনা…..শুভ মাতৃ দিবস..

মা..পৃথিবীর শ্রেষ্ঠ একটি নাম..মা..এর চেয়ে গভীর কোনো অনুভুতি হয় না.. মা..প্রত্যেক সন্তানের সর্বপ্রথম দায়িত্ব যার প্রতি থাকে..তাই কোনো মায়ের শেষ জীবন যেন বৃদ্ধাশ্রমে না কাটে…সকল সন্তানের হৃদয় পূর্ণ থাক মাতৃভক্তিতে…Happy Mothers Day ..

আরও পড়ুনঃ Best Love Quotes in Bengali

মাগো তুমি দোয়া করো,থাকি যেন সুখে!তোমার সেবা করে মাগো,হাসি ফুটাই মুখে!আমার একটু জ্বর হলে,জাগতে কত রাত!আল্লার কাছে কেদেঁ কেদেঁ, করতে মোনাজাত।

মায়ের কোল যে কত বড় জিনিস তা একজন যোগ্য সন্তান ছাড়া আর কেউ জানে না । শত চিন্তা আপনার মাথায়, একবার মায়ের কোলে মাথা রাখেন দেখবেন সব চিন্তা দূঢ় হয়ে যাবে । দুনিয়ার যেখানেই যান না কেন মায়ের কোলে যে শান্তি তা কোথাও খুজে পাবেন না ।

মায়ের কোলের মতন নরম আর কিছুই হয় না… মায়ের আদর পৃথিবীর সব সুখের থেকে আলাদা…মায়ের পদক্ষেপে চিহ্নিত পথ সবচেয়ে নিরাপদ পথ…মায়ের ভালবাসা কখনও যেন কেউ না হারায়… হ্যাপী মাদারস ডে…

মায়ের কথা ভাবার জন্যে যদি কেউ আমায় একটা করে ফুল দিত,তাহলে এতদিনে একটা বাগান হয়ে যেত… শুভ মাতৃ দিবস..

মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত্… মাকে যারা কষ্ট দেবে তারা কখনও জান্নাতে যেতে পারবে না।তাই সকলের কাছে আমার অনুরোধ তোমরা কখনও মাকে কষ্ট দিওনা। হ্যাপি মাদার্স ডে…

মায়ের মুখের দিকে নিক নিয়তে একবার তাকালে একটা কবুল হজ্বের সওয়াব পাওয়া যায়।।।। ~ হযরত মুহাম্মদ (সাঃ)

মায়ের মমতা কে-ই বা ভোলাবে,কে-ই বা দিতে পারবে তার মতন আদর…এখনও সময় আছে শুধরে যা তোরা,মাকে কষ্ট দিয়ে হোস না লক্ষ্মীছাড়া বাঁদর… হ্যাপী মাদারস ডে…

সকাল থেকে রাত অবধি মা এর কাজ শেষ হয় না..সামান্য জামা সেলাই থেকে রান্নার কাজ অবধি সব কাজ আমরা মা এর উপর ছেড়ে দিয়ে পরম নিশ্চিন্তে আমরা জীবন যাপন করি..তাই এই একটা দিন মা কে মাতৃদিবসের শুভেচ্ছা জানালে আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় না..

সবার সেরা আপন তুমি আমার মা,……। তোমাকে ছাড়া বিষন্নতায় থাকে আমার এ মন।ভালোবাসা তোমার মাথা ভরা ভালবাসায় ভরা মন,জানো মাগো তোমার পাশে থাকলে আমি খুশিতে থাকি সারক্ষন।তোমার কারনেই রেগে যাই আমি তোমার জন্যই রাগ ভাঙাই,আমার এই মনের কথা আমার মনের সকল ব্যাথা তোমাকে যানাই।মাগো তোমার মুখের খোকা ডাক সারাক্ষন আমার কানেই থাকে,আমার যত খুশি আছে সব তোমার হয়ে যাক। -মোহাম্মদ লুতফর রহমান।

Happy Mothers Day in Bengali


১।  মা মানে মমতা, মা মানে ক্ষমতা, মা মানে নিরাপত্তা, মা মানে নিশ্চয়তা, মা মানে আশ্রয়দাতা, মা মানে সকল আশা, মা মানে একবুক ভালোবাসা।

২।  আমার মা যখন হাসে, তখন আমার খুব ভালো লাগে। কিন্তু যখন মা আমার কারনে হাসে, তখন আরো বেশি ভালো লাগে”

৩।  *পৃথিবীতে সবচেয়ে পবিত্র জিনিস হচ্ছে “আল কোরআন” *সবচেয়ে নিস্পাপ জিনিস হচ্ছে” ফুল” *সবচেয়ে সুন্দর জীব হচ্ছে ” মানুষ “…*সবচেয়ে মধুর নাম হচ্ছে”মা

৪।  ফেলে আসা ছেলেবেলা,, মনে পড়ে আজ,,যত্ন নিতে তুমি আমার ফেলে তোমার কাজ।তুমি কত ভালবাস,, কষ্ট দাও না,,তোমাকে এখনও ভালবাসি ও আমার “”মা””

৫।  ভালোবাস তাকে…যারকারনে পৃথিবী দেখেছো….।।ভালোবাস তাকে…।।যে তোমাকে ১০মাস১০দিন গর্ভে রেখেছে….।।ভালোবাস তাকে…যার পা এর নিচে তোমারজান্নাত আছে…..।।তিনি হলেন ………..মা….  

৬।  ভালবাসা মাপার জন্য বিজ্ঞানীরা এইপর্যন্ত কোন মাপকাঠি বানাতে পারে নি।যদি পারত তাহলে সেখানে প্রথম স্থানে থাকতো “‘”মা'””নামের নিঃস্বার্থ মহিলাটি।  

৭।  আমি অনেক বুকা হতে পারি,অনেক খারাপ ছাত্র হতে পারি,আমি অনেক কাল হতে পারি।কিন্তু আমার মায়ের কাছে আমি তার শ্রেস্ট সন্তান

৮।  পৃথিবীটা অনেক কঠিন,সবাই সবাই কে ছেড়ে যায়,সবাই সবাই কে ভুলে যায়,শুধু একজন যে ছেড়ে যায় না ভুলেও যায়না।আর সারা জিবন থাকবে।সে মানুষ টি হচ্ছে,।।।আমার মা।

৯।  মা কখনও ভাবিনি তোমাকে ছাড়া আমি কোথাও চলে যাব বা থাকব । আজ তোমাকে ছাড়া বহু দূরে থাকতে হচ্ছে । খুবই কষ্ট হই । মা তুমি আমার কাছে এসে থাকতে পারতে কিন্তু তুমি এক সপতাহ থাকার পর অন্য সনতানদের জন্য থাকতে পারোনা। মা তোমাকে –

১০।  মায়ের কোল যে কত বড় জিনিস তা একজন যোগ্য সন্তান ছাড়া আর কেউ জানে না । শত চিন্তা আপনার মাথায়, একবার মায়ের কোলে মাথা রাখেন দেখবেন সব চিন্তা দূঢ় হয়ে যাবে । দুনিয়ার যেখানেই যান না কেন মায়ের কোলে যে শান্তি তা কোথাও খুজে পাবেন না ।  




Mothers Day Quotes in Bengali ( মাকে নিয়ে সেরা কয়েকটি উক্তি )


১. আব্রাহাম লিংকন- “যার মা আছে, সে কখনই গরীব নয়।”

২. জর্জ ওয়াশিংটন-” আমার দেখা সবচেয়ে সুন্দরী মহিলা আমার মা। মায়ের কাছে আমি চিরঋণী। আমার জীবনের সমস্ত অর্জন তারই কাছ থেকে পাওয়া নৈতিকতা, বুদ্ধিমত্তা আর শারীরিক শিক্ষার ফল।”

৩. জোয়ান হেরিস-” সন্তানেরা ধারালো চাকুর মত।তারা না চাইলেও মায়েদের কষ্ট দেয়। আর,মায়েরা তাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত সন্তানদের সাথে লেগে থাকে।”

৪. এলেন ডে জেনেরিস-” আমার বসার ঘরের দেয়ালে আমার মায়ের ছবি টাঙানো আছে, কারণ তিনিই আমার কাছে সবচেয়ে বড় আকর্ষণ।”

৫. সোফিয়া লরেন-” কোন একটা বিষয় মায়েদেরকে দুইবার ভাবতে হয়। একবার তার সন্তানের জন্য, আরেকবার নিজের জন্য।”

৬. মিশেল ওবামা- “আমাদের পরিবারে মায়ের ভালোবাসা সবসময় সবচেয়ে টেকসই শক্তি। আর তার একাগ্রতা, মমতা আর বুদ্ধিমত্তা আমাদের মধ্যে দেখে আনন্দিত হই।”

৭. নোরা এফ্রন- “মা আমাদের সবসময় এটা বুঝাতে চাইতেন যে, জীবনের চরম কষ্টের মূহুর্তগুলো তোমাদের হাসির কোন গল্পের অংশ হয়ে যাবে একসময়।”

৮. মাইকেল জ্যাকসন-“আমার মা বিস্ময়কর আর আমার কাছে উৎকর্ষতার আরেক নাম।”

৯. দিয়াগো ম্যারাডোনা-“আমার মা মনে করেন আমিই সেরা, আর মা মনে করেন বলেই আমি সেরা হয়ে গড়ে উঠেছি।”

১০. মা যেমন তাঁর নিজ পুত্রকে নিজের জীবন দিয়ে রক্ষা করে তেমনি সকল প্রাণীর প্রতি অপরিমেয় মৈত্রীভাব পোষণ করবে

-গৌতম বুদ্ধ

আরও পড়ুনঃ Bengali Story For Kids 

১১.মায়ের অভিশাপ কখনো সন্তানের গায়ে লাগেনা। দোয়া গায়ে লাগে, অভিশাপ গায়ে লাগেনা। হাঁসের গায়ের পানির মত অভিশাপ ঝরে পড়ে যায়।

১২. মায়ের শিক্ষাই শিশুর ভবিষ্যতের বুনিয়াদ, মা-ই হচ্ছেন শিশুর সর্বোৎকৃষ্ট বিদ্যাপীঠ

১৩. ব্যবহার করা কপালের টিপটার আঠা নষ্ট হলেও মেয়েরা সেটা যত্ন করে রেখে দেয়।একজোড়া কানের দুলের একটা হারিয়ে গেলেও অন্যটা ফেলে না। পুরাতন শাড়িটা, ভাঙা চুড়িটা, নষ্ট হয়ে যাওয়া মোবাইল টা কাজে লাগবেনা জেনেও তুলে রাখে,সবকিছুর কারণ হল মায়া। মেয়েরা মায়ার টানে ফেলনা জিনিসও ফেলে না

-হুমায়ুন আহমেদ


১৪. মা হল পৃথিবীর একমাত্র ব্যাংক, যেখানে আমরা আমাদের সব দুঃখ, কষ্ট জমা রাখি এবং বিনিময়ে নিই বিনা সুদে অকৃত্রিম ভালবাসা

-হুমায়ূন আহমেদ

১৫. দিলারা হোসেন : মা! ছোট্ট একটি শব্দ। একটি পৃথিবী। শুধু পৃথিবী নয়, ত্রিভুবন। স্বর্গাদপী গরীয়সী। শুধু একবার মা বলে ডাকলেই এক স্বর্গীয় পুণ্যে হৃদয়-মন অমিয় সুধায় প্লাবিত হয়। মা, ত্রিভুবনের সবচেয়ে মধুরতম শব্দ। তাই মা-ই বসুন্ধরা, মা-ই ছায়া, মা-ই মায়া। মা এক মমতার অাধার।

১৬. মা সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন বলেছেন, ‘আমি যা হয়েছি বা যা হতে চাই, তার সবটুকুর জন্যই আমি আমার মায়ের কাছে ঋণী। আমার মায়ের প্রার্থনাগুলো সব সময় আমার সঙ্গে সঙ্গে ছিল।’

১৭. বিখ্যাত ফরাসি ঔপন্যাসিক বালজাক বলেছেন, ‘মায়ের হৃদয় হচ্ছে এক গভীর আশ্রয়, সেখানে আপনি সহজেই খুঁজে পাবেন মমতার সুশীতল ছায়া।’ জন গে বলেছেন, ‘মা, মা-ই, তার অন্য কোনো রূপ নেই।’

১৮. বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, ‘মা হচ্ছেন জগজ্জননী। তার চেয়ে শান্তির ঠিকানা আর কোথাও নেই।’ ইংরেজ কবি রবার্ট ব্রাউনিং বলেছেন, ‘মাতৃত্বেই সব মায়া-মমতা ও ভালোবাসার শুরু এবং শেষ।’ সনাতন ধর্মে মাকে স্বর্গের থেকেও বড়, মহান ও পবিত্র বলে আখ্যায়িত করা হয়েছে।

১৯. উপহার হিসেবে সন্তানেরা মাকে দেয় কার্ড বা চকলেট। তবে মা দিবসের প্রবক্তা আনা জার্ভিস এই বাণিজ্যিকীকরণের বিরোধী ছিলেন। তিনি আক্ষেপ করে একবার বলেছিলেন, ‘মাকে কার্ড দিয়ে শুভেচ্ছা জানানোর অর্থ হলো, মা তোমার জন্য এত কিছু করেছেন, তাকে দুই কলম লেখার সময় হয় না তোমার? আর যে চকলেট উপহার হিসেবে দাও, তার বেশির ভাগই চলে যায় তোমার পেটে।’

শচীন টেন্ডুলকার

২০. আমার মা। জানি না তিনি আমার মতো দুষ্টু একটা ছেলেকে কীভাবে মানুষ করেছেন। আমাকে বাগে আনা নিঃসন্দেহে সহজ ছিল না। তিনি নিশ্চয়ই খুব ধৈর্যশীল ছিলেন। একজন মায়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, তাঁর সন্তান যেন নিরাপদ আর সুস্থ থাকে। আমার মায়ের কাছেও ব্যাপারটা তা-ই ছিল। তিনি গত ২৪ বছর আমাকে দেখে রেখেছেন বলেই আমি খেলতে পেরেছি। এমনকি আমি ক্রিকেট খেলা শুরু করার আগেও তিনি একইভাবে আমার মঙ্গল কামনা করতেন। তাঁর প্রার্থনাই আমাকে শক্তি দিয়েছে। এই সব ত্যাগের জন্য, মা, তোমাকে ধন্যবাদ।

অ্যাঞ্জেলিনা জোলি

২১. আমার মা কেবল একজন ‘ফুলটাইম মা–ই ছিলেন। তাঁর নিজের ক্যারিয়ার, নিজের অভিজ্ঞতা, নিজের জীবন—সব ঢেলে দিয়েছেন সন্তানের জন্য। আমি কখনো আমার মায়ের মতো হতে পারব না। তাঁর মাধুর্য, উদারতা, ভালোবাসা আমার চেয়ে অনেক বড়।

সিদ্দিকুর রহমান

২২. প্রচণ্ড অভাবের সংসার ছিল আমাদের। তিন বেলা ভাতই জুটত না ঠিকভাবে। কিন্তু সেই নিদারুণ অভাবকে কী করে পাশ কাটিয়ে যেতে হয়, তা আমার মায়ের কাছ থেকেই শিখেছিলাম। কখনোই মুখ ভার করে থাকতেন না মা। হাসিমুখে নীরব লড়াই চালিয়ে যেতেন অনটনের সঙ্গে। পেটে ভাত নেই, কিন্তু সত্যি কথা বলছি, মায়ের ভেতরের অমন শক্তি আমাদের মধ্যেও সঞ্চারিত হতো! উৎসাহ পেতাম জীবনযুদ্ধে টিকে থাকার।

Happy Mother’s Day Quotes গুলো পড়ে তোমাদের কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানাবে। আরও সুন্দর সুন্দর Bengali shayari ও মজার মজার Bangla Jokes এর আপডেট পাওয়ার জন্য আমাদের ব্লগ টিকে সাবস্ক্রাইব করতে পারো।
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment