Happy Eid Mubarak 2022 Wishes in Bengali | ঈদের শুভেচ্ছা বার্তা

Happy Eid Mobarak Wishes in Bengali : ঈদ মুবারক হলো মুসলিমদের একটি ঐতিহ্যবাহী শুভেচ্ছাবাক্য, যার অর্থ "আনন্দ উদযাপন কল্যাণময় হোক"। এটি ঈদুল ফিতর এবং ঈদুল আযহায় পরস্পরকে বলে শুভেচ্ছা জ্ঞাপন করা হয়ে থাকে।

সবাইকে জানাই আমার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। এই ঈদ উপলক্ষে সেরা SMS দিয়ে লেখা হয়েছে আমাদের আজকের এই পোস্ট টি। আত্বীয় স্বজন, ও প্রিয় মানুষ গুলোকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাতে পারবেন আমাদের লেখা ঈদ মোবরাক শুভেছা বার্তা গুলির মাধ্যমে।

{tocify} $title={Table of Contents}

Happy Eid Mubarak Wishes in Bengali

Happy Eid Ul Adha Mubarak Wishes Quotes in Bengali


ডাবের বিতর মিস্টি পানি
তেতুল হইলো টক
বন্ধু তোমায় জানাই আমি
ঈদ মোবারক

আসচে ঈদ চলছে গাড়ি
বন্দু তুমি দাওয়াত দিলে
জাইতাম তুমার বাড়ি


রঙ লেগেছে মনে 
মধুর এই খনে 
তোমায় আমি রাঙ্গিয়ে দিবো 
ঈদের এই দিনে ।

নীল আকাশের খামে ভরে,
সাদা মেঘের কাগজে করে,
রঃধনুর রঙে লিখে,
দখিনা বাতাস কে দিয়ে
আমার মনের কথা পাঠালাম
ঈদ মোবারক , My Friend !!

সুবাস আসে ফুলের টানে
রংধনু আসে রঙের টানে
বন্ধু আসে বন্ধুত্তের টানে
মন চলে যায় মনের টানে
ঈদ আসে খুশীর টানে
 ঈদ মোবারাক Dear !!

আরও পড়ুন:

হাঁসের ডিম মুরগির ডিম
দেখা হবে ঈদের দিন,
ঈদ মানে খুশি,
ঈদ মানে আনন্দ,
ঈদের দাওয়াত না দিলে,
দোস্ত তোমায় মারবো ১টা ঘুষি!
ঈদ মোবারক ২০২২ !!

পাখির ডানায় লিখে দিলাম ঈদের নাম।
বন্ধু তুমি উড়ে দেখ পাবে সুখের ঘ্রান।
পুরনো সব কষ্ট করে ফেল নষ্ট।
নতুন ঈদের যাত্রা হয় যেন
সুখ আর সমৃদ্ধি ময়।
এই কামনায় তোমাই জানাই ।
বন্ধু ঈদ মোবারক !!

সময় নেই বেশি ক্ষন. 
আর মাত্র কিছুক্ষণ.
পূর্ণ তোমার শখ,
বন্ধু Happy Eid Mubarak !! 

আজকে খুশির বাধ ভেঙেছে,
ঈদ এসেছে ভাই ঈদ এসেছে ,
শাওআলের চাঁদ ওই উঁকি দিয়েছে,
সবার ঘরে আজ ঈদ এসেছে,
সেই দিন আর নয় বেশি দুর,
রমযান শেষ হলে,
কাটবে অপেক্ষার ঘোর।
ঈদ মোবারক ।

ঈদুল আযহা এসেছে ত্যাগের মহিমায়
এসো আজ শিক্ষা নিই আমরা সবাই
সাম্য মৈত্রের এমন শুভ লগনে
হতাশা না থাকে আজ কারোর মনে
অপরূপ এই মিলন মেলায়
দিয়োনা কাউকে দুঃখ অবহেলায়

কাঁদে আকাশ কাঁদে বাতাশ কাঁদে জমিন আসমান
কুরবানি দেবো খোদার প্রেমে দিল করে পাষাণ
পশুর সাথে মনের পশুর হবে আজ কুরবান
সত্য সুন্দর পৃথবী গড়ে করে দেবো প্রমাণ

Eid Mubarak Status in Bangla


মনের পশুকে এসো সবেমিলে কুরবানি করি ভাই
সব মানুষের মহামিলনে সাম্যের কথা বলে যায়
হিংসা বিদ্বেষ কলহ দ্বন্দ্ব হানাহানি সব ভুলে আজ
মহান আল্লাহর বাণী নিয়ে গড়ি চলো নতুন সমাজ
আত্মত্যাগের মহান শিক্ষায় কুরবানীর এই তথ্য
মানব জীবনের কর্ম ধারায় নেমে আসুক সঠিক সত্য

খোদা রাজি হলে পরে আজকে ঈদের পূর্ণ্য ভোরে
আল্লাহ তালার মহববাতে কুরবানি দিও খাস নিয়তে
ইব্রাহিমের প্রীয় সন্তান দিয়েছে প্রেমে কোরবান
তেমনি করে মনের পশুর ত্যাগ হবে আজ জান


খোদার আসর হতে ভেসে এলো মধুর বাণী
প্রাণের চেয়ে প্রিয় যে দাও তার কুরবানী
মসজিদে আর ময়দানে লাখো লাখো মুসলিম
খোদার বাণীতে হয়েছে তাই মলিন

গরিব ধনী বাদশা ফকির এক পোশাকে করেছে ভির
এই দিনে আজ সবাই সমান নেই কোনো ব্যবধান
একটি বছর প্রতীক্ষার পর আনন্দের বইলো বান
এক কাতারে সামিল হতে নির্দেশ দিলেন আল্লাহ মহান

খোদার আদেশ পেলো ইব্রাহিম ঘুমের ঘোরে
সব চেয়ে প্রিয়জনকে কুরবানী দিতে হবে তারে
কেপে উঠছিলো তখন ইব্রাহিমের প্রাণ
সব চেয়ে প্রিয়জন তার এক মাত্র সন্তান
খোদার রহমতে ইসমাইল পেয়েছিল নতুন জীবন
সেদিন আনন্দে মেতেছিল সর বিশ্ব ভুবন 

উঠেছে আসমানে চাঁদ এসো সবাই
খুশির জোরে চলো আজ ভেসে যায়
সুরমা আতরে নতুন জামা পরে
মেতে উঠেছে সব মুসলিম ভাই
*****happy eid-ul-adha******

বন্ধু তুমি অনেক দূরে,
তাই তোমার কথা মনে পরে,
সুন্দর এই সময় কাটুক খুশিতে,
সব কষ্ট ভুলে যেও
আপনজনের হাসিতে,
ঈদ মোবারক !!

আকাশের সব নীল দিয়ে.
প্রভাতের সব আলো দিয়ে.
সমুদ্রের সব গভীরতা দিয়ে.
হৃদয়ের সব অনুভতি দিয়ে.
তোমাকে জানাই ঈদ এর শুভেচ্ছা.
ঈদ মুবারক !!

নীল শাড়ি পরে,, হাতে চুড়ি দিয়ে !
ঘুরবে যখন রিক্সায়,,
পাশে কিন্তুু নিও দোস্ত আমায় !!
ঈদ মোবারক !!

যেটুকু ভুল ছিল সুধরে নিব,
না পাওয়ার কষ্ট টুকু ভুলে যাব,
সবারে বাসবো ভাল, 
এ প্রত্যয়ে দিন টি শুরু হোক ।
বন্ধু তোমায় জানাই !!
ঈদ মোবারক !

ফুল সুবাস দেয়,
দৃষ্টি মন চুরি করে,
খুশি আমাদের হাসায়,
দুঃখ আমাদের কাঁদায়,
আর আমার এই SMS
তোমাকে ঈদের শুভেচছা জানায়।
ঈদ মোবারাক !!

দিন যদি চলে যায় !
দিগন্তের শেষে রাত যদি চলে যায় !
তারার দেশে ভেব না বন্ধু !
আমি থাকব তোমাদের পাশে। 
ঈদ মোবারক !!

আগের সব কষ্ট , করে ফেল নষ্ট ।
নতুন দিনে সবার প্রাণে ,
কেউ রেখনা দুঃখ মনে।
শুভ হোক নতুন দিন,
খুশি থাকো সারা দিন।
ঈদ মোবারক !!


Prosanta Mondal

Hey Guys My Name Is Prosanta Mondal From Kolkata, India. I Am A Professional Blogger and Creative Content Writer.

Post a Comment

Appreciate Your Valuable Feedback. I Hope You Like Post And Subcribe Our Blog. Please DO NOT SPAM - Spam Comments Will Be Deleted Immediately.

Previous Post Next Post