Happy Laxmi Puja 2022 Wishes, Quotes and Greetings in Bengali

Happy Laxmi Puja Wishes, Quotes and Greetings in Bengali : বাংলায় দূর্গা পূজার পর আশ্বিন মাসের শেষে অর্থাৎ পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মী পূজার আরাধনা করা হয়। বাঙালি হিন্দুর ঘরে ঘরে এ এক চিরন্তন প্রার্থনা। প্রায় প্রতিটি ঘরেই মা লক্ষ্মীর পূজা হয়ে থাকে। মা হলেন ধন সম্পত্তির দেবী। ধন সম্পদের আশায় ঘরে ঘরে মায়ের পূজা হয়ে থাকে। 

{tocify} $title={Table of Contents}

Laxmi puja wishes in Bengali

Subho Kojagori Laxmi Puja in Bengali

অনেকেই আবার সারা বছরে প্রতি বৃহস্পতিবার করে লক্ষ্মীর পূজা করে থাকেন। এছাড়া শস্য সম্পদের দেবী বলে ভাদ্র সংক্রান্তি, পৌষ সংক্রান্তি ও চৈত্র সংক্রান্তিতে এবং আশ্বিন পূর্ণিমা ও দীপাবলীতে মা লক্ষ্মীর পূজা করা হয়।

রাত পেরলোই কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা। বাংলা জুড়ে মানুষ মাতবে দেবী লক্ষ্মীর আরাধনায়। সৌভাগ্য ও ধন সম্পদের অধিষ্ঠাত্রী দেবী শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মী
আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো লক্ষ্মী পূজার বাছাই করা কিছু শুভেচ্ছা বার্তা।

কোজাগরী শব্দটির উৎপত্তি ‘কো জাগতী’ কথা থেকে। এর অর্থ হলো কে জেগে আছো?। যার ধন-সম্পদ নেই, সে পাওয়ার আশায় জেগে আছে আর যার ধন-সম্পদ আছে সে হারানোর ভয়ে জেগে আছে। এই কোজাগরী লক্ষ্মী পুজা সম্পর্কে পুরাণে একটি গল্প প্রচলিত আছে, যেখানে বলা হয় যে, কোজাগরী লক্ষ্মী পুজোর দিন মা স্বয়ং মর্ত্যলোকে নেমে আসেন এবং তিনি সকলের বাড়ি বাড়ি গিয়ে আশীর্বাদ প্রদান করেন, তাই এই দিন সকল মর্ত্যবাসী রাত্রি জাগরন করে লক্ষ্মীর পুজো করেন দেবীর আগমনের আশায়।

Happy Laxmi Puja Quotes in Bengali

Laxmi Puja Quotes in Bengali 

ধনদেবী লক্ষ্মীর আশীর্বাদে যেন প্রতিটি ঘরে সমৃদ্ধির জোয়ার আসে , আনন্দ বিরাজ করুক নিত্যদিন, মা লক্ষ্মীর কাছে সবার জন্য করি এই প্রার্থনা।

এসো মা লক্ষ্মী বসো ঘরে আমারে ঘরে থাকো
আলো করে মা লক্ষ্মী তাঁর কৃপাদৃষ্টি বর্ষণ করুক আপনার ও আপনার পরিবারের সকলের উপরে। সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক আপনাদের জীবন ।শুভ হোক লক্ষ্মীপূজা।

শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি
সুগন্ধি ধূপ জ্বেলে আসন পেতেছি
প্রদীপ জ্বেলে নিলাম তোমায় বরণ করে
আমার এ ঘরে থাকো আলো করে!

আল্পনা এঁকে তোমার সাজিয়ে দিলাম পট
আমের পল্লব দিলাম জলভরা ঘট
পান-সুপারী সিঁদুর দিলাম দু′হাত ভরে
ধনধান্যে ভরো আমার এ ঘরে ঘরে!

আরও পড়ুন:

Laxmi puja quotes in Bengali

লক্ষ্মী পূজার এই শুভ দিনটিতে ,মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের সকলের মনস্কামনা পূর্ণ হোক । সমৃদ্ধি বিরাজ করুক ঘরে ঘরে ; আনন্দ এবং সুখ যেন কম না পড়ে।

লক্ষ্মীপুজোর পুণ্যতিথিতে সকলের জন্য রইল শুভেচ্ছা ও ভালোবাসা । ঘর হোক অর্থ এবং শস্যে পূর্ণ ; ব্যবসায় সর্বদা থাকুক মা লক্ষ্মীর আশীর্বাদ।

Laxmi Puja Greetings in Bengali 


লক্ষ্মীপূজার শুভদিনটিতে এই প্রার্থনা করি,
আপনার বাড়িতে যেন মায়ের আগমন ঘটে,
ধনসম্পদের বর্ষণ হোক, জীবনের সকল বিপত্তি মুক্ত হোক পরিবার আলোকিত হোক খুশির আলোয়ে!! ॥শুভ লক্ষ্মীপূজা ॥

লক্ষ্মীর কৃপায় হোক অগণিত সুখ ঘুচে যাক সব গ্লানি যত কিছু দুখ, পৃথিবী হোক রোগমুক্ত, সকল কালিমা যাক মুছে ।
লক্ষ্মীপুজোর আন্তরিক প্রীতি ও অভিনন্দন।

Laxmi puja greetings in Bengali

মা লক্ষ্মীর আশীর্বাদে সবার জীবনে হোক নতুন ভাবে শুভসূচনা , আনন্দ ও সফলতা আসুক , প্রত্যেকের জীবন ভরে উঠুক সুখ-সমৃদ্ধিতে !!

মা দূর্গা গেলো বলে,লক্ষ্মী এবার আসবে চলে।
মা লক্ষ্মীর আজ আগমনী মা দিয়েছে মোদের সোনার ক্ষণি ।লক্ষ্মী মায়ের কৃপার বলে,মাঠে যে তাই সোনা ফলে। জয় মা লক্ষ্মী।

কোজাগরী লক্ষ্মীপুজোর পুণ্য তিথিতে ধনসম্পদ ও সৌভাগ্যদেবীর কৃপায় জগৎ সংসারে সুখ-শান্তি, সমৃদ্ধি চিরঅটুট থাকুক – এই কামনা করি ও প্রার্থনা জানাই। সকলের জন্য রইলো আন্তরিক শুভকামনা ও অভিনন্দন।

মায়ের আশীর্বাদ থাকুক সকলের ওপর,
সুস্থ্য থাকুক সকলে, সমৃদ্ধি ও সৌভাগ্য আসুক সবার ঘরে, ভালোবাসায় ভরে উঠুক সকলের জীবন… শুভ লক্ষী পূজা

Happy Laxmi Puja Wishes in Bengali 


Laxmi puja captions in Bengali

সমৃদ্ধি আর সৌভাগ্য থাকুক সকলের ঘরে,
পরিবার ও ভালোবাসার মানুষদের নিয়ে সুখী হোক সকলে .. শুভ লক্ষী পূজা

লক্ষী পূজার এই পবিত্র দিনে সুখে থাকুক সবাই, এসো সবাই মনের দরজা খুলে,
আনন্দে, ভালোবাসায় আজকের দিনটি কাটাই… শুভ লক্ষী পূজা

লক্ষী পূজার এই শুভ মুহূর্তে সকলকে জানাই
অনেক অনেক শুভেচ্ছা… কামনা করি মা লক্ষীর আশীর্বাদে সকলের জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠুক।

লক্ষী পূজার এই শুভক্ষণে জানাই মা-কে প্রণাম, সারাবছর তোমার আশীর্বাদ রেখো মোদের ওপর… সুখ, সমৃদ্ধি ও সৌভাগ্যে
ভোরে যাক সকলের জীবন।

Laxmi puja sms in Bengali

Laxmi Puja Captions in Bengali

 
সকলকে জানাই লক্ষী পূজার প্রীতি ও শুভেচ্ছা। সকলের মনোবাসনা পূর্ণ হোক। সকলে ভালো থাকো, সুস্থ থাকো।
শুভ লক্ষী পূজা!

 

স্বপ্নগুলো সত্যি হোক, সকল আশা পূরণ হোক, দুঃখগুলো দূরে যাক, সুখে জীবন ভরে যাক, জীবনটা হোক ধন্য, লক্ষী পূজার শুভেচ্ছা তোমার জন্য…

লক্ষী পূজার মতোই আনন্দময় হোক প্রতিটি দিন। সুন্দর হোক তোমার জীবন,পূরণ হোক মনের সব চাওয়া পাওয়া।

দেবী লক্ষীর আশীর্বাদে তোমার জীবন সাফল্য আর আনন্দে ভরে উঠুক। শুভ লক্ষী পূজা

মা লক্ষীর আশীর্বাদে পৃথিবী থেকে দূরীভূত হোক সব দুঃখ-কষ্ট, ব্যথা-বেদনা,পাপ-অন্যায়,
লক্ষী পূজার পূণ্য-পাবনে সকলকে শুভেচ্ছা জানাই…

বছর বছর মা আসেন সকলের ঘরে ঘরে,
প্রদীপ জ্বালিয়ে, আর শঙ্খ বাজিয়ে করো মা-কে বরণ… শুভ লক্ষী পূজা

🙏 Happy Laxmi Puja Quotes in Bengali : লক্ষ্মী পূজার শুভেচ্ছা মেসেজ গুলো পরে কেমন লাগলো মন্তব্য করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। ❤️

Prosanta Mondal

Hey Guys My Name Is Prosanta Mondal From Kolkata, India. I Am A Professional Blogger and Creative Content Writer.

Post a Comment

Appreciate Your Valuable Feedback. I Hope You Like Post And Subcribe Our Blog. Please DO NOT SPAM - Spam Comments Will Be Deleted Immediately.

Previous Post Next Post