Subho Maha Ashtami 2022 Wishes, Quotes, Images and SMS in Bengali

Subho Maha Ashtami Wishes, Quotes and Images in Bengali : আজ শুভ মহা অষ্টমীর শুভলগ্নে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দূর্গা পূজা মানেই ঢাকের আওয়াজ হই হুল্লোড়, প্যান্ডেলে কচি কাচাদের ভিড়, নতুন জামা কাপড় আর বন্ধুদের সঙ্গে জমিয়ে আড্ডা দেওয়া, এরই সঙ্গে শুরু হয় একে অপরকে Durga Puja Quotes in Bengali অর্থাৎ শুভেচ্ছা বার্তা পাঠানোর পালা। 

{tocify} $title={Table of Contents}

Subho Maha Ashtami Wishes in Bengali

Subho Maha Ashtami Wishes in Bengali 


মাগো তোমার চরণ স্পর্শে কেটে যাক সকল দুঃখ শোক তোমার মঙ্গল-আলোকে চারিদিকে আলোকিত হোক !! 
** মহা অষ্টমীর শুভেচ্ছা **

বছর ঘুরে এলো এবার আশ্বিনেরি বেলা 
আকাশ ঘিরে সাদা মেঘের লুকোচুরি খেলা 
কেউ পরবে নতুন জামা, মাথায় লাল ফিতে 
আনন্দেরই জোয়ার বইছে মাটির পৃথিবীতে 
** শুভ দূর্গা পূজা **

ঢাকের আওয়াজ দেয় কুর-কুর 
শোনা যায় ওই আগমনী সুর 
মায়ের এবার আসার পালা 
শুরু হলো মজার খেলা 
তাই নিয়ে এই সুখী মন 
জানাই আগাম অভিনন্দন ! 
*** মহা অষ্টমীর শুভেচ্ছা ***

পুজোর কটা দিন সকলের ভালো যাক 
সবাইকে জানাই good wish good luck, 
আনন্দ হাসি গান with love and more fun 
বন্ধুত্ব প্রীতি ভালোবাসায় ভরে উঠুক মন প্রান 
*** শারদীয়া শুভেচ্ছা ***

Read More:

শিশিরস্নাত ভোরের বাতাস 
ঝলমলে রোদ খুশীর আভাস, 
রাত শেষের চাঁদের আলো 
পূজা আসছে জানিয়ে দিলো, 
হুল্লোড় আড্ডা প্রেম অবকাশ 
২ হাত দিয়ে ডাকছে আকাশ !! 
*** হ্যাপি দূর্গা পূজা ***

Subha Durga Ashtami Wishes in Bengali 


আসছে বছর আবার হবে 
গত বছর বলেছিলে, 
তাইতো আবার মা দিয়েছে সারা 
খুশিতে হয়েছে ভুবন মাতোয়ারা !! 
** শুভ শারদীয়া **

মা আসছেন আমাদের কাছে ১ বছর পরে 
তাই কত রকম প্রস্তুতি চলছে প্রতি ঘরে-ঘরে, 
মোড়ে-মোড়ে বসবে মেলা জ্বলে নেভে আলোর খেলা সন্ধ্যায় আরতি হবে, বাজবে ঢাক আর ঢোল জানাই তাই।
*** শারদীয়া শুভেচ্ছা **

Subho Maha Ashtami SMS in Bengali

আশ্বিনের এই শরৎ প্রাতে, 
দেবী দূর্গার আশীর্বাদে 
দিনগুলী হয়ে উঠুক আরো আনন্দমুখর, 
উৎসবের দিনগুলি কাটুক সুখে,, 
আর উৎসবের শেষ হোক মিষ্টিমুখে !! 
*-* শারদীয় অভিনন্দন *-*

শরতের ওই নীল আকাশে, ভাসে মেঘের তরী 
মা দুর্গার রথ চড়ে আসেবে, আঁধার আলো করি ! আকাশে বাতাসে আজ আনন্দের পূজা 
ভুবন মহিনী রূপে আসছেন মা দশভুজা !! 
** জয় মা দূর্গা **

ঢাকেতে পরেছে কাঠি 
পূজো হবে ফাটাফাটি, 
পূজো-পূজো কত আশা 
ইচ্ছে পূরণের অভিলাশা !! 
*** শুভ অষ্টমী ***

Subho Maha Ashtami Images Download


এসেছে পূজো 
বেজেছে ঢাক ! 
অফিসের ডাক 
নিপাত যাক!! 
*-* শুভ দূর্গা পূজা *-*

নীল আকাশে মেঘের ভেলা 
পদ্মা ফুলের পাপড়ি মেলা, 
ঢাকের তালে কাঁশের খেলা 
আনন্দে কাটুক শারদ বেলা! 
*** মহা অষ্টমীর শুভেচ্ছা ***

আজ দূর্গা রূপে এসেছেন মা ঘরে 
গ্রাম থেকে সুখের অমৃত ঝরে, 
মহা অষ্টমীতে দেবী মহামায়া 
মায়েতে মোহিত আজ সারা দুনিয়া !! 
** শুভ শারদীয়া **

শুভ্র শীতল কাশের সভায় জুড়ালো ২ নয়ন 
আগমনি বার্তা বয়ে বাজছে ঢাকের সুর, 
শারদীয়ার দিনগুলো হোক আনন্দ মধুর !! 
**** মহা অষ্টমীর শুভেচ্ছা ***

Subha Maha Ashtami Images Download


ষষ্ঠিতে থাকে নতুন ছোঁয়া 
সপ্তমী হোক শিশির ধোয়া, 
অঞ্জলি দাও অষ্টমিতে 
ঘোরা-ফেরা নবমীতে, 
দশমীতে হোক মিষ্টি মুখ 
পুজো তোমার খুব জমুক !! 
*-* শারদীয় শুভেচ্ছা *-*

Subho Maha Ashtami Images, Wishes In Bengali 2022 


শরৎকাল, হিমেল হাওয়া 
আনমনে তাই হারিয়ে যাওয়া, 
কাশফুল আর ঢাকের তালে 
শিউলি দোলে ডালে-ডালে, 
মা এসেছে বছর ঘুরে 
পূজোর হাওয়া তাই জগৎ জুড়ে !! 
*-* শারদীয় শুভেচ্ছা *-*

শরৎকালের রোদের ঝিলিক 
শিউলি ফুলের গন্ধ, 
মা এসেছে ঘরে তাই 
মনে অনেক আনন্দ !! 
*-* হ্যাপি দুর্গা পূজা *-* 

শিউলি ফুলের গন্ধ 
তুলোর মতো মেঘ আর কাশের বন, 
ঢাকের বাজনা জানান দিচ্ছে মায়ের আগমন !! 
*-* মহা অষ্টমীর শুভেচ্ছা *-*

ষষ্ঠিতে থাকে নতুন ছোঁয়া 
সপ্তমী হোক শিশির ধোয়া, 
অঞ্জলি দাও অষ্টমিতে 
ঘোরা-ফেরা নবমীতে, 
দশমীতে হোক মিষ্টি মুখ 
পুজো তোমার খুব জমুক !! 
*-* শারদীয় শুভেচ্ছা *-*

শরৎকাল, হিমেল হাওয়া 
আনমনে তাই হারিয়ে যাওয়া, 
কাশফুল আর ঢাকের তালে 
শিউলি দোলে ডালে-ডালে, 
মা এসেছে বছর ঘুরে 
পূজোর হাওয়া তাই জগৎ জুড়ে !! 
*-* মহা অষ্টমীর শুভেচ্ছা *-*

শুভ মহা অষ্টমীর শুভেচ্ছা ছবি 


ঢাকেতে পরেছে কাঠি 
পূজো হবে ফাটাফাটি, 
পূজো নিয়ে কত আশা 
ইচ্ছে পূরণের অভিলাশা !! 
-*- শারদীয় শুভেচ্ছা -*-

Subho Maha Ashtami Quotes in Bengali


নীল আকাশে মেঘের ভেলা 
পদ্ম ফুলের পাপড়ি মেলা, 
ঢাকের তালে কাঁশের খেলা 
আনন্দে কাটুক সারা বেলা !! 
== শারদীয় শুভেচ্ছা ==

বাজলো সূর ঢাকের তালে 
মা এসেছেন শরৎকালে, 
ভেজা তুলোর মেঘের ভেলা 
কাটছে সময়, কাটছে বেলা। 
ভাবনা চিন্তা না করে 
মাকে নাও আপন করে !! 
*-* শারদীয় শুভেচ্ছা *-*

শিউলি ফুলের গন্ধে যেন ভরে গেল মন 
সুভ্র শীতল কাশের শোভায়ে জুরাল ২টি নয়ন, 
আগমনের বার্তা বয়ে বাজছে ঢাকের সুর 
শারদীয়ার দিনগুলো হোক আনন্দ ও মধুর !! 
*-* শারদীয় শুভেচ্ছা *-*

কুমোরের তুলি হলো খালি 
তৈরি হলো ঢাকি, 
এবার পূজোয় মাগো যেন 
অনেক আনন্দেতে থাকি !! 
**-* শারদীয় শুভেচ্ছা *-**

Maha Ashtami Images, Wishes In Bengali


পুজোর দিন কাটলো ভালো 
জ্বলবে এবার নতুন আলো, 
ভালো কাটুক অষ্টমীর দিন 
মিষ্টি মুখ হবে সারাদিন !! 

হিমের পরশ মনে জাগে 
সবকিছু আজ নতুন লাগে, 
মা আসার খবর পেয়ে 
বনের পাখি উঠলো জেগে, 
শিশির ভেজা নতুন ভোরে 
মা এসেছে মর্তলোকে !! 
*-* শারদীয় শুভেচ্ছা *-*

শিউলি ফুলের সুবাস নিয়ে শরৎ এলো চলে 
খোলা মাঠে কাশ ফুল, হাওয়ার তালে দোলে, 
রঙিন আলো চারপাশে মাতিয়ে দিলো মন 
শুরু হলো মায়ের পূজোর সেই শুভক্ষণ !! 
*-* শুভ শারদীয় শুভেচ্ছা *-*

শরৎ মেঘে ভাসলো ভেলা 
কাঁশ ফুলেতে লাগলো দোলা, 
ঢাকের উপর পড়ুক কাঁঠি 
পুজো কাটুক ফাটাফাটি ! 
* মহা অষ্টমীর শুভেচ্ছা *

হিমের পরশ লাগে প্রানে 
শারদীয়ার আগমনে, 
আগমনীর খবর পেয়ে 
বনের পাখি উঠলো গেয়ে, 
শিশিরভেজা নতুন ভোরে 
মা আসছে আলো করে !! 
** শারদীয়ার শুভেচ্ছা **

Subho Maha Ashtami SMS in Bengali 


নীল আকাশের মেঘের ভেলা 
পদ্মা ফুলের পাপড়ি মেলে, 
ঢাকের তালে কাশের খেলা 
আনন্দে কাটুক শারদবেলা !! 
*** শারদীয় শুভোচ্ছা ***

 

শরতের ওই নীল আকাশে ভাসে মেঘের টোরি 
মা দূর্গা রথে চড়ে আসবে আঁধার এল করি, 
আকাশে বাতাসে আজ আনন্দেরই পূজা 
ভুবন মোহিনী রূপে আসছেন মা দশভুজা !! 
*** শারদীয়া শুভেচ্ছা ***

পুজো-পুজো গন্ধ ভেসেছে আজ আকাশে 
সাদা কাশ ফুল উড়ে যায় স্রোতের বাতাসে 
মহালয় দিয়ে দূর্গা পূজার আগমন, 
১ সপ্তাহ পরে মায়ের বোধন !! 
*** শুভ শারদীয়া ****

আসছে পূজো, বাজছে ঢাক ! 
তোরা সবাই ভালো থাক !! 
*-* শুভ দূর্গা পূজা -*-

Subho Maha Ashtami SMS in Bengali : আমাদের লেখা শুভ অষ্টমীর শুভেচ্ছা মেসেজ গুলো পরে কেমন লাগলো মন্তব্য করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না।
Prosanta Mondal

Hey Guys My Name Is Prosanta Mondal From Kolkata, India. I Am A Professional Blogger and Creative Content Writer.

Post a Comment

Appreciate Your Valuable Feedback. I Hope You Like Post And Subcribe Our Blog. Please DO NOT SPAM - Spam Comments Will Be Deleted Immediately.

Previous Post Next Post