2023 Happy Saraswati Puja Wishes in Bengali | সরস্বতী পূজা

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Last updated on July 4th, 2023 at 12:49 am

Happy Saraswsti Puja 2023 : সরস্বতী পূজা হিন্দু বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে অনুষ্ঠেয় একটি অন্যতম প্রধান হিন্দু উৎসব। শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা আয়োজিত হয়।
 
আমার লেখা সরস্বতী পূজার শুভেচ্ছা মেসেজ গুলো WhatsApp এবং Facebook এর মাধ্যমে শেয়ার করে আপনি, আপনার প্রিয়জনদের সাথে আনন্দ ভাগ করে নিতে পারেন।
Happy saraswati puja 2022 wishes in bengali

Happy Saraswati Puja 2023 Quotes, SMS, Wishes in Bengali | শুভ সরস্বতী পূজা

সরস্বতী মন্ত্র – ১!
যা কুন্দেনু তুষার হার ধবলা যা শুভ্রবস্ত্রাবৃতা যা বীণা বরদণ্ডমণ্ডিত করা যা শ্বেত পদ্মাসনা।
যা ব্রহ্মাচ্যুতশংকর প্রভৃতির্দেবৈঃ সদাবন্দিতা সা মাং পাতুসরস্বতী ভগবতী নিঃশেষ জাড্যাপহাম্॥
 
সরস্বতী মন্ত্র – ২!
শুক্লাং ব্রহ্ম বিচার সার পরমাদ্যাং জগদ্ব্যাপিনীম্ বীণা পুষ্পক ধারিণীমভয়দাম্ জাড্যান্ধকারাপহাম।
হস্তে স্ফটিক মালিকাম্ বিদধতীম্ পদ্মাসনে সংস্থিতাম্ বন্দে ত্বাং পরমেশ্বরীম্ ভগবতীম্ বুদ্ধিপ্রদাম্ সারদাম্॥
 
তোমার বাহন হাঁসের মতো চরণ তলে বসে
করতে পারি যেন পড়াশোনা সহজে অক্লেশে, বিদ্যা বুদ্ধি জ্ঞান ভান্ডারে আমাকে মা ভরাও বিশ্ব জুড়ে ছাত্র তোমার আমার ভারও নাও, তোমার দয়ায় শিল্পী কেউ কেউ হয়েছে কবি আমার অন্তরেও জ্বালাও আলো আনো ঊষার রবি।
 
কৃপাময়ী মা এবার তোমায় করবে পার
তুমি ছাড়া এই ভুবনে কে আছে বল আমার,তাই তো বারে বারে করি আমি মিনতি মা এবার তোমায় দিবে জ্ঞানের জ্যোতি। *Happy Saraswati Puja*
 
মা সরস্বতী সারদা বিদ্যাদানী জগৎজননী
তুমি জ্ঞানী তুমি সুরে সুরে রাগ রাগিণী
তোমার মহিমায় ধন্য হলো এই ধরণী।
 
সরস্বতী বিদ্যার দেবী কলম নিলাম হাতে,
চলি যেন সারা জীবন মাগো তোমার সাথে।
 


 
আমার দুঃখেতে তুমি কেনো মা কাঁদোনা
আমার ডাকে তে তুমি কেনো মা জাগোনা
আমিতো চাইনা মা সোনা হীরে মতি
শুধু মা দাও তুমি বিদ্যার জ্যোতি।
 
Happy Saraswati Puja 2022
 

আরও পড়ুনঃ Happy Krishna Janmashtami Wishes in Bengali

 
আরও পড়ুনঃ Happy Raksha Bandhan Wishes in Bengali 
 
আরও পড়ুনঃ Happy Independence Day Wishes in Bengali 

 
তোমার বীণায় স্রষ্টার সুর আনন্দ অন্তহীনা
ব্রহ্মানন্দ নন্দন মাঝে তুমি আনন্দলীনা,
প্রাণে সুখ মনে শান্তি সবি তোমার দান
ভাবের অভাব দূর করো তুমি শুনি আনন্দ গান।
 

সরস্বতী পূজো এলে মন আলোয় খুসিতে দোলে, মাগো তুমি দাও ভরে বিদ্যা বুদ্ধি আমার কোলে।

 
মা সরস্বতী বিদ্যা ও জ্ঞানের দেবী করুক তোমার মঙ্গল বিদ্যা বুদ্ধিতে হও যশি,
জীবনে ঘুচুক সব অমঙ্গল। *শুভ সরস্বতী পূজা*
 

মাঘ আসে শীত নিয়ে আর মা স্বরস্বতী আসে বিদ্যা নিয়ে। তাই মায়ের আগমনে সকলকে জানাই শ্রীশ্রী স্বরস্বতী পূজার প্রীতি ও শুভেচ্ছা।

 

সরস্বতী বিদ্যবতী, প্রার্থনা মা তোমার প্রতি, সকলকে দিও জ্ঞান উপহার, সকলের হোক শান্তির সংসার।

 

সরস্বতী পূজার শুভ দিন তোমার জন্য সুখ, শান্তি ও জ্ঞান নিয়ে আসুক। সরস্বতীর আর্শিবাদ সর্বদা বজায় থাকুক।

 

জ্ঞানের দেবী সরস্বতী আপনার জ্ঞানকে আরো সমৃদ্ধ করুক। আপনার পরিবারের উপর শান্তি বজায় রাখুক।

 

বসন্ত পঞ্চমী উৎসব আপনার কাছে ভাগ্য ও জ্ঞানের সাগর বয়ে নিয়ে আসুক। সরস্বতীর আশির্বাদ আপনার উপর চিরকাল বজায় থাকুক। শুভ সরস্বতী পূজা।

 
Happy Saraswati Puja 2023 : এর শুভেচ্ছা মেসেজ গুলো পরে কেমন লাগলো মন্তব্য করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না।
 
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment