Happy Father's Day 2022 Wishes in Bengali | পিতৃ দিবসের শুভেচ্ছা বার্তা

Happy father's day 2022 wishes in Bengali : পিতা স্বর্গ পিতা ধর্ম: পিত্য হি পরমং তপ: পিতরি প্রীতিমাপন্নে প্রীয়ন্তে সর্বদেবতা। অর্থাৎ "পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাই শ্রেষ্ট তপস্যা।

'বাবা'রা প্রতিটি পরিবারের নিকট বটবৃক্ষের ন্যায়। উনারা আমাদের আজীবন রৌদ্রে 'ছায়া', ঝড়ে 'আশ্রয়' আর বৃষ্টিতে 'ছাতা'র ন্যায় রক্ষা করেন। আত্মত্যাগ' ও 'স্বার্থহীনতা'র অপর নামটি হল-'বাবা'। তাই আজও এমন অনেক দুঃস্থ পিতা আছেন যাঁরা ছেলে মেয়েদের তাঁদের পছন্দের দাবি পূরণের স্বার্থে নিজেরা প্রতিবছর পুরোনো ও ছিন্ন জামা কাপড়েই নানান অনুষ্ঠান কাটিয়ে দেন কারণ তাঁহাদের পোশাক কোনদিন পুরোনো হয় না, ছিঁড়ে যায় না। সন্তানদের বুক দিয়ে আজীবন আগলে রাখেন। হ্যাঁ,তিনিই হলেন 'বাবা'। আজ পিতৃদিবসে পৃথিবীর সকল পিতৃগণকে জানাই আমার সহস্র কোটি সশ্রদ্ধ প্রণাম।

আর কিছুদিনের মধ্যেই পালিত হতে চলেছে পিতৃ দিবস তাই  এই বিশেষ দিনটিকে স্পেশাল করে তুলতে আমরা আপনার জন্য নিয়ে এসেছি father's day quotes, sms, and Status in bengali আমাদের লেখা এই সুন্দর মেসেজগুলি পাঠাতে পারেন আপনার কাছের মানুষ গুলোকে।

{tocify} $title={Table of Contents}

Happy father's day wishes in Bengali


Happy Father's Day Quotes, SMS, and Status in Bengali


সারাজীবন ধরে তুমি আমার জন্য যা করেছো 
তার ঋণ কখনও শোধ করেত পারব না ,
আমার সমস্ত শান্তি ও প্রেরণা তোমার থেকেই পাওয়া । HAPPY FATHER’S DAY…


মা সবচেয়ে বেশী ভালবাসেন তার সন্তানকে…
কিন্তু বাবার উপরে দায়িত্ব থাকে পুরো পরিবারের… 
সবকিছু সামলে নিয়ে কখন যেন বাবারা তাই 
পরিবারের সবচেয়ে ভরসার স্থল হয়ে ওঠে…
হয়ে ওঠে “হিরো”…

যে কাউ বাবা হতে পারে ,
কিন্তু একজন সতিকারের বাবা 
সত্যি খুব প্রিয় একজন মানুষ
হ্যাপি ফাদার্স ডে..

আমি তোমার ভালো ছেলে হয়ে উঠতে পেরেছি কিনা জানি না, কিন্তু..তুমি আমার কাছে সবসময় আমার আদর্শ…লাভ ইউ বাবা..

আমার সকল কান্নার মাঝে..আমার সকল বায়নার মাঝে..আমার নোংরা diaper এর মাঝে আমার সাথে থাকার জন্যে থ্যান্ক ইউ বাবা.. হ্যাপি ফাদার্স ডে…

প্রত্যেকটি মেয়ে বিয়ের পরে হয়ত রানী হয়ে নাও থাকতে পরে,কিন্তু প্রত্যেকটি মেয়েই তার বাবার কাছে রাজকন্যার আদরে বড় হয়.. 
আমি সৌভাগ্যবান.. হ্যাপি ফাদার্স ডে..

আরও পড়ুন:

পৃথিবীতে কিছু মানুষ আছে যারা “হিরো” আছে বলে বিশ্বাস করে না..আমি চাই তারা একবার আমার বাবার সাথে দেখা করুক…

তুমি আমার হাত ধরে আমাকে পৃথিবী চিনিয়েছ…তোমার সাথেই আমি প্রথম বুঝতে শিখেছি রাস্তাঘাট… হ্যাপি ফাদার্স ডে…..

আমরা ততদিন অবধি আমাদের প্রতি মা-বাবার ভালবাসার গভীরতা এবং দুশ্চিন্তার কারন বুঝতে পারব না যতদিন অবধি 
আমরা নিজেরা মা/বাবা না হয়ে উঠছি..

আমার বাবাই আমার প্রথম শিক্ষক…কিন্তু তার চেয়ে প্রধান হচ্ছে তিনি একজন অসাধারণ পিতা..

Happy Father's Poem in Bengali | পিতৃ দিবসের কবিতা

যন্ত্রমানব তুমি,
অনুভূতিগুলো প্রকাশে মানা।
দুটো অক্ষরে সীমাহীন ভালোবাসার জগৎ;
অকিঞ্চিৎ অবান্তর আবদারের, তুমিই তো ঠিকানা।

কতটুকুই বা রেখেছো নিজের জন্য!
গাছগাছালির মতো এ পৃথিবীকে,
শুধু দিয়েই গেছো;
প্রতিদানে পেয়েছো অপমান আর অবহেলা।
মাথা নত করোনি তুমি।

তুমি চিরন্তন।
তুমি আগমনীর সুরে শঙ্খের প্রতিধ্বনি।
শিশিরভেজা ভোরে হিমের পরশ।
উৎফুল্লতার এক প্রতীক তুমি।

বৃদ্ধ হাত যখন খুঁজেছে সন্তান-সন্ততির স্পর্শ,
তখন পাশে পাওনি কাউকে।
হেরে যেতে তুমি শেখোনি;
যতবার বাবা ডাক শুনেছো,
নিজের ঐরসজাত দের ফিরিয়ে দাওনি।
বুকে জড়িয়েছো, আগলে রেখেছো
স্নেহ মমতায় সব ভুল ক্ষমা করে
তোমার মহানুভবতার প্রমাণ দিয়েছো।

এ মানব সংসারে তুমিই মূল বিন্দু।
তোমাকে কেন্দ্র করেই
পরিবারের সুখের বৃত্ত অঙ্কিত হয়।
প্রতিটি পুনর্জন্মে যেন,
তোমাকেই বাবা হিসেবে পাই

আজ মনে পড়ে যাচ্ছে অতীতের সেই সমস্ত দিনগুলোর কথা… সেই যখন আমি ছোট্টটি ছিলাম,বাবা আমায় কাঁধে করে নিয়ে ঘুরত.. যেদিন আমি ছোটো ছোটো পায়ে চলা শুরু করেছিলাম,বাবা সেলিব্রেট করেছিল সেই দিনটাকে.. যেদিন প্রথম স্কুলে গেছিলাম, বাবা আমর সাথে আমার ক্লাস অবধিও গেছিল.. লাভ ইউ বাবা.. হ্যাপি ফাদার্স ডে বাবা..

আমার প্রিয় বাবা, আমি তোমার কাছে ঋণী আমায় জীবন দেওয়ার জন্যে..জন্মের পর থেকে তুমি আমায় বুঝতে শিখিয়েছ কোনটা ভালো কোনটা বাজে,শিখিয়েছ রাস্তায় চলার সময় সবসময় চোখ কান খুলে চলতে হয়..শিখিয়েছ আমাদের সেইসব নিয়েই সুখী থাকা উচিত যা আছে।


আমার বাবা আমায় সেই সবচেয়ে মূল্যবান উপহারটা দিয়েছে যেটা একজন অপর একজনকে দিতে পারে এই পৃথিবীতে…সেটা হল তিনি আমার উপর বিশ্বাস রেখেছেন…

আমার বাবা কখনো আমাকে শেখায়নি যে কিভাবে বেঁচে থাকতে হয়..আমার বাবা নিজের মতন করে বাঁচার পথে আমার সামনে যেন সব চেয়ে ভালো উদাহরনটা রেখে গেছেন চিরকাল…

আমার বাবা মানে আমার কাছে অনেক কিছু.. এমন একটা হৃদয় যে সব বোঝে.. এমন একটা উত্স,যেখান থেকে আমার যাবতীয় শক্তি পাই.. একটা সাহায্যের হাত, যেটা অমি হোচট খেলেই আমায় সামলে নিতে সাহায্য করে.. হ্যাপি ফাদার্স ডে…

Father's Day Captions in Bengali


আমার সব হাসি কান্নার মাঝেও আমাকে সাহায্য করার জন্যে..আমার পাশে থাকার জন্যে…আমায় শিক্ষা দেওয়ার জন্যে… হ্যাপি ফাদার্স ডে…

আমি চিরকাল তোমার হাতে হাত দিয়েই নিজেকে সবচেয়ে নিরাপদ পেয়েছি… ধন্যবাদ বাবা,সবসময় আমার পাসে থাকার জন্যে…

ঈশ্বর জানেন যে সন্তানের জন্যে মা যেমন গুরুত্বপূর্ণ,তেমনি এই দুজনের খেয়াল রাখার জন্যে আরো একজন ভিশন গুরুত্বপূর্ণ… তাই তিনি “বাবা”দেরকেও পৃথিবীতে পাঠিয়েছেন…

ছোটবেলায় আমি আমার বাবার সঙ্গ যেভাবে চাইতাম সেভাবে বোধ হয় আর কোনকিছুই চাইতাম না..আর এখনো চাই না.. লাভ ইউ বাবা.. হ্যাপি ফাদার্স ডে…

তুমি আমাদের কাছে আমাদের আদর্শ হয়ে ছিলে.. চেষ্টা করলেও তোমার স্মৃতি আমরা আমাদের মন থেকে মুছে ফেলতে পারব না… আমরা আজ-ও তোমায় ভীষণ মিস করি বাবা..
Prosanta Mondal

Hey Guys My Name Is Prosanta Mondal From Kolkata, India. I Am A Professional Blogger and Creative Content Writer.

Post a Comment

Appreciate Your Valuable Feedback. I Hope You Like Post And Subcribe Our Blog. Please DO NOT SPAM - Spam Comments Will Be Deleted Immediately.

Previous Post Next Post