বিজয়া দশমী নিয়ে কবিতা মধুসূদন দত্ত

WhatsApp Channel Follow Now
Telegram Group Follow Now

বিজয়া দশমী নিয়ে কবিতা মধুসূদন দত্ত : আজ শুভ বিজয়া দশমী। এই দিনেই দেবী মর্ত্য ছেড়ে ফিরে যাবেন স্বামীগৃহ কৈলাসে। তাই মণ্ডপে মণ্ডপে আজ শুধুই বিষাদের ছায়া। উলুধ্বনি, শঙ্খ, ঘণ্টা আর ঢাকঢোলের বাজনায় থাকবে দেবী দুর্গার বিদায়ের সুর।

বিজয়া দশমী নিয়ে কবিতা মধুসূদন দত্ত

বিজয়া দশমী কবিতা মধুসূদন দত্ত

বিজয়া-দশমী
মাইকেল মধুসূদন দত্ত

যেয়ো না,রজনি,আজি লয়ে তারাদলে!
গেলে তুমি,দয়াময়ি,এ পরাণ যাবে!—
উদিলে নির্দ্দয় রবি উদয়-অচলে,
নয়নের মণি মোর নয়ন হারাবে!
বার মাস তিতি,সত্যি,নিত্য অশ্রুজলে,
পেয়েছি উমায় আমি!কি সান্ত্বনা-ভাবে—
তিনটি দিনেতে,কহ,লো তারা-কুন্তলে,
এ দীর্ঘ বিরহ-জ্বালা এ মন জুড়াবে?
তিন দিন স্বর্ণদীপ জ্বলিতেছে ঘরে
দূর করি অন্ধকার;শুনিতেছি বাণী—
মিষ্টতম এ সৃষ্টিতে এ কর্ণ-কুহরে!
দ্বিগুণ আঁধার ঘর হবে,আমি জানি,
নিবাও এ দীপ যদি!”—কহিলা কাতরে
নবমীর নিশা-শেষে গিরীশের রাণী।

শুভ বিজয়া দশমী
রবীন্দ্রনাথ ঠাকুর

যদি হল যাবার ক্ষণ তবে যাও দিয়ে যাও শেষের পরশন॥
বারে বারে যেথায় আপন গানে স্বপন ভাসাই দূরের পানে মাঝে মাঝে দেখে যেয়ো শূন্য বাতায়ন–
সে মোর শূন্য বাতায়ন॥
বনের প্রান্তে ওই মালতীলতা
করুণ গন্ধে কয় কী গোপন কথা।

বিজয়া দশমী নিয়ে কবিতা

শুভ বিজয়া দশমী
লেখক – কাবু মন্ডল

ঢাকের আওয়াজ এখনও বাজে,
দুই কানে সারাক্ষন,
বিদায় বেলায় আজকে মা’গো ,
বিষাদে ভরে মন।

মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলায়,
মাটি রাঙিয়ে যাবে,
আসছে বছর আবার মা’গো,
সবাই তোমার দেখা পাবে।

বিসর্জনের এই দুঃখে,
দুই নয়নে আসে অশ্রুধারা,
আনন্দের জগতে রেখেছিলে মা’গো,
হব যে সবাই মাতৃহারা।

যাবি যখন ঠিক করেছিস,
কী আর বলি বল,
সারা বছর তোর আশীর্বাদে মা’গো
থাকি যেন সুস্থ ,সবল।

বিজয়া দশমী কবিতা

মায়ের আগমনী গান
ঢাক বাজা কাঁসর বাজা
উলু দে আর শাঁখ বাজা
বছর পরে আবার এল মা যে
পূজো পূজো গন্ধ নিয়ে
নতুন গানের ছন্দ নিয়ে
শারদীয়ার খুশীতে মন নাচে
এলো এলো এলো এলো মা দূর্গা মা
আরে এলো এলো এলো মা দূর্গা মা।।
বলো দূর্গা মায় কি জয়
বলো দূর্গা মায় কি জয়
আরে বলো দূর্গা মায় কি জয়।

মা,তুমি যে মা
তোমার স্নেহ মায়ার নেই তুলনা
ও ও আজ সপ্তমীতে,
তোমারি আসনে দিলাম এ আল্পনা
নতুন জামা নতুন শাড়ি
ঘরের পূজো বারোয়ারি
সব কিছুতে প্রেম জড়িয়ে আছে।
পূজো পূজো গন্ধ নিয়ে
নতুন গানের ছন্দ নিয়ে
শারদীয়ার খুশীতে মন নাচে।
এলো এলো এলো মা দূর্গা মা
আরে এলো এলো এলো মা দূর্গা মা।
মা,ও দূর্গা মা
জানি তোমার নামের কি মহিমা
ও ও আজ অষ্টমীতে
ওই রাঙা চরণে দিলাম অঞ্জলি মা
নবমীতে ভোগ প্রসাদ
দশমীতে মন বিষাদ
বিসর্জনের সময় এলে কাছে।
পূজো পূজো গন্ধ নিয়ে
নতুন গানের ছন্দ নিয়ে
শারদীয়ার খুশিতে মন নাচে
এলো এলো এলো মা,দূর্গা মা
আরে এলো এলো এলো মা,দূর্গা মা
বলো দূর্গা মায় কি জয়
বলো দূর্গা মায় কি জয়
আরে বলো দূর্গা মায় কি জয়।

বিজয়া দশমী কবিতা মধুসূদন দত্ত : শুভ বিজয়া দশমীর কবিতা গুলো আপনার কেমন লাগলো মন্তব্য করে জানাবেন যদি পোষ্টটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না আরও নতুন নতুন তথ্য পাওয়ার জন্যে আমাদের ওয়েবসাইট টি সাবস্ক্রাইব করতে পারেন নমস্কার।

Leave a Comment

WhatsApp Group Join Now
Telegram Group Join Now