সেরা প্রেমের কবিতা | Bengali Poem On Love

নতুন নতুন মন মাতানাে Bengali Poem On Love অর্থাৎ সেরা প্রেমের কবিতা কেবলমাত্র প্রেমিক প্রেমিকাদের জন্য। আপনি যদি রোমান্টিক বাংলা কবিতা পড়তে পছন্দ করেন তবে আপনি সঠিক জায়গায় উপস্থিত হয়েছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি Bangla Poem এর এক অফুরন্ত সম্ভার। আমার লেখা ভালোবাসার কবিতা গুলোর মাধ্যমে আপনি খুব সহজেই প্রিয়জনের কাছে নিজের অনুভূতি প্রকাশ করতে পারেন।

আমাদের এই ব্লগে Bengali Love Poem Quotes এর বিশাল সংগ্রহ রয়েছে যে গুলো আপনি আপনার Facebook, Whatsapp এবং অন্যান্য সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করতে পারেন। আরও Bengali Story for Kids এবং Bengali Shayar পড়ার জন্য আমাদের ব্লগ টিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, আশাকরি কবিতা গুলো পড়ে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন।

Bengali Poem on Love


 Love Poem in Bengali for Girl Friend


আমি আছি ততোদিন
 তুমি রবে যতদিন
 স্বপ্ন যাবে তত দূর
 তুমি নিবে যতদূর।

 প্রিয়তমা ও প্রিয়তমা
 আমায় ছেড়ে যেও না
 বৃথা কষ্ট দিও না
 স্বপ্নটা ভাঙিও না।

 আমি যখন ঘুমিয়ে থাকি
 স্বপ্নে শুধু তোমায় দেখি
 আমি যখন জেগে থাকি
 কল্পনাতে তোমায় খুজি।

 দূরে তাই যেও না
 দূরত্ব বাড়িয়ে
 আমাকে ছাড়িয়ে
 আমারই জীবন থেকে
 স্বপ্নগুলো রেখে।

 স্বপ্নগুলো স্বপ্নই রবে নাকি আমার জীবনে
 তা সত্যি হবে!


 ★★★★★

তোমায় নিয়ে জল্পনা কল্পনা
 ভালবাসি তোমায় অল্পনা (কম নয়)
 করকি আমার সাথে ছলনা
 হে ললনা বলনা
 তোমায় কি ভালবাসবো না?
 ধোঁকা দিবে কিনা জানিনা ।

 ভালবাসার দিও প্রতিদান
 করনা কখনো অভিমান,
 ভালবাসা নয় কোন খেলা
 করবে যে তুমি হেলা
 ভালবাসি তোমায় দিয়ে মন
 রেখ প্রিয়া ভালবাসার মান।

★★★★★

একদিন শান্ত সকালে
 স্কুলের কোলাহলে
 নিতান্তই খেলাচ্ছলে
 দিয়েছিলো সে প্রস্তাব
 অবাক নয়নে চেয়ে থাকলাম
 ক্রোধে ফেটে পড়লাম
 নিজেকে বললাম

 আমি কি প্রেমে পড়লাম
 অবশেষে বুঝলাম
 মনে মনে হাসলাম
 নিজেকে বোঝালাম
 তারই মাঝে হারালাম
 আজ আমি চেয়ে থাকি
 মনে মনে শুধু ভাবি
 সে আবার আসবে নাকি
 বলতে আমায় ভালোবাসি ।

 ★★★★★

আমি জানি,
 তুমি ভালোবাসো তেমন করে
 মরুর বুকে যে তৃষ্ণার্ত খুঁজে পায় কাঙ্ক্ষিত পানির দেখা
 আমি জানি, আমি জানি তুমি ভালোবাসো।

 কিন্তু আবার ভাবি,
 যদি সবগুলো তারা খসে পড়ে,
 কিংবা মনে কর সব শুকিয়ে গেল,
 পথিক হারাল না তার পথ।

 তারপর…???
 তারপরও আমি জানি,
 আমি জানি তুমি ভালোবাসো
 তেমন করে,
 আমি ভালবাসি তোমায় যেমন করে।


   ★★★★★

তুমি শব্দের ব্যবহার 
 আমি জানতাম না
 তুমিই আমাকে শিখিয়েছো
 তুমি করে বলতে।

 লজ্জা হতো কাউকে
 তুমি বলে সম্ভোধনে।

 তুমি শুধুই তুমি
 আমায় শিখিয়েছো সব।

 আমার হাসি আমার কথা
 কারো ভাল লাগতো না
 তুমিই বলেছিলে
 আমার হাসি আমার কথা
 তোমার ভাললাগে,
 সেই তুমি আজ কোথায়?
 কোথায় হারিয়ে গেলে
 কোথায় লুকালো তোমার ভাল লাগা?

 আমি জানতাম না এই হাসি
 তোমার কাছে হবে
 রোদ আর মেঘের খেলা।

 অন্য কারে হাসির কাছে
 হার মানবে আমার হাসি
 তাহলে আমি হাসতাম না ।

 তবে তোমার হাসি
 চিরদিন আমার কাছে মিষ্টি ছিল
 আছে থাকবে।

Bengali Love Poem Quotes


​মিষ্টি হেসে কথা বলে পাগল করে দিলে, তোমায় নিয়ে হারিয়ে যাব আকাশের নীলে, তোমার জন্য মনে আমার অফুরন্ত আশা। সারা জীবন পেতে চাই তোমার ভালবাসা।

​চাঁদ কে ভালবাসি রাত পর্যন্ত, সূর্য কে ভালবাসি দিন পর্যন্ত, ফুল কে ভালবাসি সুভাস পর্যন্ত, কিন্তু তোমাকে ভালবেসে যাবো আমার শেষ নিশ্বাস পর্যন্ত।

আমি বৃষ্টি হব যদি তুমি ভিজো, আমি অশ্রু হব যদি তুমি কাঁদো, আমি হারিয়ে যাব যদি তুমি খোঁজ, আমি তোমায় ভালোবাসবো যদি আমায় বোঝ ।

​শোনো হে বিধাতা বলি তোমার কাছে
এই জগতে দেওয়ার মতো সবই যে তোমার আছে তোমার কাছে সবার জন্য একটি জিনিস চাই
যে যাকে ভালোবাসে তাকে যেনো পায়।

​কষ্ট সবার মাঝে থাকে, কিন্তু সবাই কি শইতে পারে
কেউ শয় নিরবে, কেউ বুকে জমা রেখে হাসির সুরে
কেউ শইতে না পেরে হারিয়ে যায় চিরোতরে।

​হাজার ভুলে ভরা মানুষের জীবন
তার মাঝেও মানুষ গড়তে চায় ভালোবাসার বন্ধন  
বুকে নিয়ে অফুরন্ত আশা  খুজে বেরায় দুঃখের মাঝে একটু ভালোবাসা।

★ আরও পড়ুনঃ ★





​পুচকি পুচকি মেয়েরা নাহি বোঝে কিছু
দিন রাত থাকে শুধু ছেলে দের পিছু
অসময় প্রেম করে খায় যখন ছেকা
তখন নাকি সব দোস ছেলে দের একা।

​কাঁদবে কি তখন ? চির নিদ্রায় ঘুমাবো যখন
মনে রাখবে কি তখন ? না ফেরার দেশে চলে যাবো যখন.. ডাকবে কি তখন ?? তোমার ডাকে সাড়া দেবনা যখন!

​কাকে ভালবাসবে তুমি? সবাই তো সার্থপর!
ভাল কিছুর দেখা পেলেই হয়ে যাবে পর…!!

​ভালবাসার মানুষটির চোখের দিকে তাকালে পুরো পৃথিবী দেখা যায় , সেই ভালবাসা চলে গেলে গোটা পৃথিবী আঁধারে ঢেকে যায় !


Bengali Love Poem By Famous Poets


 তুমি তো জানোই আমি সামাজিক ভাবে
 কোনও দিন পুরোপুরি তোমার হব না।
 আমিও তো জানি তুমি আমার একার জন্য নও।
 তা হোক না। তা আমার বেশি।
 আমি কী কী চাই?
 সুর কানে প্রবেশ করবে।
 হাত সে শান্ত হবে হাতে।
 শরীর কখনও হবে, কখনও হবে না।
 সামাজিক ভাবে, বলো,
 কারো কিছু ক্ষতি আছে তাতে?
 মনে মনে সঙ্গে থাকি।
 যে-পথে কলেজ থেকে ফেরো
 সে-রাস্তায় মনে মনে যাই
 বাস্তবেও গেছি দু’একবার।
 তোমার ছাত্রীকে তুমি বললে কি আমার কথা?
 বলো তো কী পরিচয় দিয়েছ আমার? 

 @ জয় গোস্বামী

থাক না বলায় থাক
 যে কথা হয়নি বলা আগে
 শুরুতেই যে কথা শেষ হয়ে গেছে
 সে কথা তুলে আর কি হবে ?

 আমিতো বেশ আছি ভালো
 গুছিয়ে নিজেকে নিজেই
 না বলে গিয়েছো চলে,নিয়েছি তো মেনে
 পা ধরে sorry বলার অভ্যাস আমার নেই 

 হয়তো কোনদিন স্মৃতির দুয়ার খুলে খুজবো তোমায়
 অগভীর রাতে কিছু চিরচেনা স্বপ্নেরা হানা দিতে পারে
 তবুও ভুল করে ডাকবোনা তোমায়
 আমার দেওয়া পুরানো নামটি ধরে 

 না রয় সব সম্পর্ক চিরজীবন
 না হয় মানুষের সব চাওয়া পূরণ
 এখনও সেই পুরানো জায়গায় রোজ বিকেলে বসি
 সময় পেলে একদিন এসো
 গল্প করা যাবে,বসে পাশাপাশি ৷ 

 @ অভিষেক ঘোষ

ফুলেরা জানতো যদি আমার হৃদয়
 ক্ষতবিক্ষত কতোখানি,
 অঝোরে ঝরতো তাদের চোখের জল
 আমার কষ্ট আপন কষ্ট মানি ।

 নাইটিংগেল আর শ্যামারা জানতো যদি
 আমার কষ্ট কতোখানি-কতোদুর,
 তাহলে তাদের গলায় উঠতো বেজে
 আরো ব হু বেশী আনন্দদায়ক সুর ।

 সোনালী তারারা দেখতো কখনো যদি
 আমার কষ্টের অশ্রুজলের দাগ,
 তাহলে তাদের স্থান থেকে নেমে এসে
 জানাতো আমাকে সান্ত্বনা ও অনুরাগ ।

 তবে তারা কেউ বুঝতে পারেনা তা-
 একজন,শুধু একজন,জানে আমার কষ্ট কতো;
 আমার হৃদয় ছিনিয়ে নিয়েছে যে
 ভাংগার জন্য-বারবার অবিরত । 

 @ হুমায়ুন আজাদ

কেউ কি এখন এই অবেলায়
 আমার প্রতি বাড়িয়ে দেবে হাত?

 আমার স্মৃতির ঝোপেঝাড়ে
 হরিণ কাঁদে অন্ধকারে
 এখন আমার বুকের ভেতর
 শুকনো পাতা, বিষের মতো রাত ।

 দ্বিধান্বিত দাঁড়িয়ে আছি
 একটি সাঁকোর কাছাকাছি,
 চোখ ফেরাতেই দেখি সাঁকো
 এক নিমিষে ভাঙলো আকস্মাত্‍ ।

 গৃহে প্রবেশ করবো সুখে?
 চৌকাঠে যায় কপাল ঠুকে ।
 বাইরে থাকি নত মুখে
 নেকড়েগুলো দেখায় তীক্ষ্ন দাঁত ।

 অপরাহ্নে ভালোবাসা
 চক্ষে নিয়ে গহন ভাষা
 গান শোনালো সর্বনাশা,
 এই কি তবে মোহন অপঘাত?

 কেউ কি এখন এই অবেলায়
 আমার প্রতি বাড়িয়ে দেবে হাত? 

 @ শামসুর রাহমান

তুই কি আমার দুঃখ হবি?
 এই আমি এক উড়নচন্ডী আউলা বাউল
 রুখো চুলে পথের ধুলো
 চোখের নীচে কালো ছায়া।
 সেইখানে তুই রাত বিরেতে স্পর্শ দিবি।
 তুই কি আমার দুঃখ হবি?

 তুই কি আমার শুষ্ক চোখে অশ্রু হবি?
 মধ্যরাতে বেজে ওঠা টেলিফোনের ধ্বনি হবি?
 তুই কি আমার খাঁ খাঁ দুপুর
 নির্জনতা ভেঙে দিয়ে
 ডাকপিয়নের নিষ্ঠ হাতে
 ক্রমাগত নড়তে থাকা দরজাময় কড়া হবি?
 একটি নীলাভ এনভেলাপে পুরে রাখা
 কেমন যেন বিষাদ হবি।

 তুই কি আমার শুন্য বুকে
 দীর্ঘশ্বাসের বকুল হবি?
 নরম হাতের ছোঁয়া হবি?
 একটুখানি কষ্ট দিবি।
 নিজের ঠোট কামড়ে ধরা রোদন হবি?
 একটুখানি কষ্ট দিবি।
 প্রতীক্ষার এই দীর্ঘ হলুদ বিকেল বেলায়
 কথা দিয়েও না রাখা এক কথা হবি?
 একটুখানি কষ্ট দিবি।

 তুই কি একা আমার হবি? 

 @ আনিসুল হক 


Bangla Romantic Kobita Lyrics


যদি আমার হাতে রাখ হাত,
 খালিপায়ে হেঁটে যাব
 কাঁশফুলের পাশ ঘেঁষে
 দিগন্ত ছোঁয়া নদীর তীর ধরে
 বহুদূর; বহু ক্রোশ পথ।
 সোনালি সূর্যের রোদেলা আলোয়
 তোমার পায়েমাখা বালুকণা
 হবে রূপালি নূপুর।
 আমাদের যুগল চলায়
 লাজুক কাঁশফুল তারা হয়ে রবে
 তোমার মেঘরং এলোচুলের খোঁপায়।
 নুড়ি দিয়ে আমারই গাঁথা মালা
 তুমি পরবে গলায়।

 ★★★★★

সারাদিন তোমায় ভেবে
 হলো না আমার কোন কাজ
 হলো না তোমাকে পাওয়া
 দিন যে বৃথাই গেল আজ

 সারাদিন গাছের ছায়ায়
 উদাসী দুপুর কেটেছে
 যা শুনে ভেবেছি এসেছো
 সে শুধু পাতারই আওয়াজ

 হাওয়া রা হঠাৎ এসে জানালো
 তুমি তো আমার কাছে আসবে না
 এক হৃদয় হয়ে ভাসবে না
 তবে কি একাই থাকবো
 তবে কি আমার কেউ নেই
 সারাদিন যেমন কেটেছে
 তেমনি যাবে গো সাঁঝ

 সারাদিন তোমায় ভেবে
 হলো না আমার কোন কাজ
 হলো না তোমাকে পাওয়া
 দিন যে বৃথাই গেল আজ।

★★★★★


ভালোবাসি ভালোবাসি
 এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায়
 বাজায় বাঁশি 
 ভালোবাসি ভালোবাসি ।

 আকাশে কার বুকের মাঝে ব্যথা বাজে
 দিগন্তে কার কালো আঁখি
 আঁখির জলে যায় ভাসি
 ভালোবাসি
 ভালোবাসি ভালোবাসি ।

 সেই সূরে সাগর কূলে বাঁধন খুলে
 অতল রোদন উঠে দুলে
 সেই সূরে সাগর কূলে বাঁধন খুলে
 অতল রোদন উঠে দুলে
 সেই সুরে বাজে মনে অকারনে
 ভুলে যাওয়া গানের বাণী
 ভোলা দিনের কাঁদন
 কাঁদন হাসি
 ভালোবাসি ভালোবাসি ।

 ভালোবাসি ভালোবাসি!!
 এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায়
 বাজায় বাঁশি
 ভালোবাসি ভালোবাসি

 ★★★★★

বন্ধুত্ব মানে-
 বয়সের সাথে বয়সের মিল নয়
 বন্ধুত্ব মানে-
 মনের সাথে মনের, গোপনে হয়ে যাওয়া পরিচয়।

 বন্ধুত্ব মানে-
 একাকীত্বের প্রতি অভিশাপ
 বন্ধুত্ব মানে-
 খুব প্রয়োজনে, খুঁজে পাওয়া ওই দুটি হাত।

 বন্ধুত্ব মানে-
 কবিতা কিংবা গানে
 শব্দে-বর্ণে ছন্দের মতো নয়
 বন্ধুত্ব মানে-
 ছবির মতো করে
 চোখে চোখ রেখে কথোপকথন নয়।

 বন্ধুত্ব মানে-
 মাটি আর আকাশে
 সুদূরপ্রান্তে সংঘবদ্ধ দাবি
 বন্ধুত্ব মানে-
 সাগর-ঝর্ণা মাঝে
 মিলনের তলে বয়ে চলা কোন নদী।

 বন্ধু আমার, যেখানেই থেকে যাও
 খুঁজে পেতে পারি হঠাৎ স্মরণে
 বন্ধুত্বের ছলে, ছলে-বলে-কৌশলে
 ধরা দিয়ো না মিছিমিছি ভালোবেসে;
 বন্ধুত্ব মানে-
 গোটা পৃথিবীটা তোমার
 হতে পারে বন্ধুত্বের দাবিদার
 বন্ধু আমার, বন্ধু তোমার,
 বন্ধু তুমি হয়ে যেতে পারো সবার।

 বন্ধুত্ব মানে-
 বয়সের সাথে বয়সের মিল নয়
 বন্ধুত্ব মানে-
 মনের সাথে মনের, গোপনে হয়ে যাওয়া পরিচয়


বাংলা কবিতা রোমান্টিক

তুমি যখন প্রশ্ন করো
 আমি কি তোমায় ভালোবাসি?
 অন্ধকারে লুকিয়ে মুখ
 আমি নিজের মনেই হাসি ।

 উত্তরে কি বলবো বলো
 বিশ্বকোষেও হয়তো নাই,
 উথালপাথাল খুঁজে মরি
 কোথায় যোগ্য শব্দ পাই ।

 জানো কি এই প্রশ্নে তোমার
 হঠাত্ থামে নদীর ধারা
 আকাশখানি কালো করে
 মেঘে ঢাকা সন্ধ্যাতারা ।

 তার চেয়েও গভীর ঘন
 লজ্জা ঢাকে আমার মুখ
 পাইনে খুঁজে একটি কথাও
 শঙ্কা ভয়ে কাঁপে বুক ।

 এতোদিনেও বোঝেনি যে
 আজ বোঝাবো কোন ভরসায়?
 না বলা সেই ছোট্টো কথা
 বলিনি কি কোনো ভাষায়?

 বলিনি কি এই কথাটি
 তোমার দিকে নীরব চেয়ে,
 এই গান কি সারাজীবন
 জীবন দিয়ে যাইনি গেয়ে?

 সেই কথা তো জানে ভালো
 শিশির ভেজা ভোরের ফুল
 তুমি যখন প্রশ্ন করো
 আমি করি অধিক ভুল ।

 ★★★★★

আমার হাত দিয়ে তোকে স্পর্শ করতে চাই,
 মুখ ফিরিয়ে চলে যেতে চাস্ তুই|
 তোর হাত ধরে আটকানোর চেষ্টা,
 তোর মনের জানালা কে দেখার চেষ্টা

 তোর মুখের দিকে চেয়ে থাকি,
 আবারো মুখ ফিরিয়ে নিশ তুই
 কি লুকাচ্ছিশ তুই?
 আমাকে দেখতে দে,
 আমার ভালোবাসা নিতেই হবে তোকে|

 তুই বলিস, তোর হৃদয় পরাধীন,
 কিভাবে হৃদয় দিতে হয়, তোর জানা নেই,
 কষ্ট পেতে ভীষন ভয় তোর,
 তাই মুক্ত হতে তোর অনীহা|

 আমার দু হাত দিয়ে আলতো 
 করে ধরলাম তোর নিষ্পাপ মুখটি
 তোর গভীর মায়াবি দুটি 
 আঁখির উপর আমার দুটি কলুষিত চোখ,
 আর দেখতে পেলাম 
 তোর মনের জানালা টি
 সেই ভয়ের দেয়াল, 
 যেটা তোকে আটকে রাখে|

 আমার ঠোঁট তোর ঠোঁটের উপর রাখি,
 তোর নিশ্বাস টুকু আমি নেই,
 আমার নিশ্বাস তোর ভেতরে প্রবেশ করে
, আমার নিশ্বাস এর ধাক্কায়
 ভেঙ্গে যায় তোর ভয়ের দেয়াল,
 আর মুক্ত হয় তোর পরাধীন মন|

 আজকের মত চলি,
 আমার হৃদয় এখন তোর,
 যত্ন করে রাখিস।

আমাদের লেখা Bengali Love Poem গুলো কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না।

Prosanta Mondal

Hey Guys My Name Is Prosanta Mondal From Kolkata, India. I Am A Professional Blogger and Creative Content Writer.

Post a Comment

Appreciate Your Valuable Feedback. I Hope You Like Post And Subcribe Our Blog. Please DO NOT SPAM - Spam Comments Will Be Deleted Immediately.

Previous Post Next Post