শুভ রাখি বন্ধন ছবি, পিকচার ও ফটো ডাউনলোড ২০২৩

WhatsApp Channel Follow Now
Telegram Group Follow Now

শুভ রাখি বন্ধন ছবি, পিকচার ও ফটো ডাউনলোড ২০২৩ : ভাই ও বোনের এই টক, মিষ্টি সম্পর্ক আমাদের জীবনে অনেক মূল্যবাণ, যা আমাদের কাছে অবশ্যই উদযাপনের বিষয়। আমরা এখানে ভাই, বোনদের পাঠানোর জন্য কিছু বাছাই করা রাখি বন্ধনের শুভেচ্ছা বার্তা ও ছবি রেখেছি।

ভাই-বোনের স্নেহের বন্ধনকে উদযাপন করার উৎসব হল রাখীবন্ধন উৎসব। রাখী পূর্ণিমার দিন দেশের প্রায় সব প্রান্তে এই উৎসব পালিত হয়। ‘রাখী’ কথাটি এসেছে ‘রক্ষা’ থেকে। বোনেরা এই দিন ভাইয়ের হাতে একটি বিশেষ সুতো বা ধাগা বেঁধে দেয়। এই সুতো বা ধাগা হল পবিত্র বন্ধন ও রক্ষার প্রতিশ্রুতির প্রতীক। বড় দাদা বোনকে আশীর্বাদ করেন। আর ছোট ভাইকে দিদি আশীর্বাদ করে। তবে দুই ক্ষেত্রেই ভাই বা দাদা তাঁর বোন বা দিদিকে সব রকম বিপদ থেকে রক্ষা করার প্রতিজ্ঞা নেয় ও প্রতিশ্রুতি দেয়।

অন্যদিকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু মুসলিমের মধ্যে সম্প্রীতির বন্ধন গড়ে তোলার জন্য পরস্পরের হাতে রাখী পরিয়ে এই উৎসব পালনের ঐতিহ্য শুরু করেছিলেন। আমাদের বাংলায় মূলত এই রাখীবন্ধন বেশি প্রচলিত। ভাই-বোনের সম্পর্ক না থাকলেও বন্ধু, শিক্ষক-শিক্ষিকার মতো কাছের মানুষের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানানোর জন্যও এই রাখী পরানো হয়।

শুভ রাখি বন্ধন ছবি ডাউনলোড ২০২৩

শুভ রাখি বন্ধন ছবি ডাউনলোড | Raksha Bandhan Images

এলো ফিরে ভাই বোনের মহান উৎসবের তিথি তোর হাতে পরাবো চির বন্ধনের রাখী।” শুভ রাখী বন্ধন
Happy Raksha Bandhan Images Download

রাখীর বন্ধন হলো , মিলনের অকৃত্রিম সেতু, রাখীর বন্ধন হলো,ভাই বোনের সবসময় পাশে থাকবে ,কোনো কারন হেতু।” শুভ রাখী বন্ধন
Rakhi Bandhan Images Download

রাখী বন্ধন মানে রঙ বেরঙের সুতোর সমাহার, রাখী বন্ধন মানে ভাই বোনের ভালোবাসার অঙ্গীকার।” শুভ রাখী বন্ধন
Happy Raksha Bandhan Wishes in Bengali

তোকে দেখে নিলে ভরে যায় আমার এই মন,হৃদয় বলে তুই আমার সব চেয়ে প্রিয় আপন,বেঁধে রাখে যেনো এই দুটি ঘন রাখার শুভ বন্ধনে কখনোও যেনো ভরেনা তোর চোখ ব্যথার ক্ৰন্দনে 
Happy Raksha Bandhan Wishes in Bengali

ভাইবোনের সম্পর্ক পৃথিবীর সেরা পবিত্র সম্পর্ক। ঈশ্বর সবাইকে এই সম্পর্ক হয়তো দেন না তবে যাদের দেন তারা ভাগ্যবান। ভাইবোন মানে শ্রদ্ধা, ভাইবোন মানে একটু খুনসুটি, ভাইবোন মানে হাজার অভিযোগ সত্ত্বে একে অপরের পাশে ভালোবেসে বেঁধে থাকা।
Happy Raksha Bandhan Wishes in Bengali

আজ এমন শুভ দিনে কি দেবো তোকে উপহার, সবই তুই নিয়ে নে যা ছিলো জীবনে আমার, তোর এই খুশিতে মন কাড়া হাসিতে ভরে যায় জীবন আমার।”শুভ রাখী বন্ধন
Happy Raksha Bandhan Wishes in Bengali

শুভ রাখি বন্ধন পিকচার ডাউনলোড

তোমাকে রাখির একটি সুতো পাঠালাম যা আমাদের হৃদয় ও জীবনকে আবদ্ধ করবে এবং আমাদের আত্মার বন্ধনকে আরও দৃঢ় করে। তোমাকে মিষ্টি রাখী বন্ধনের শুভেচ্ছা!
Happy Raksha Bandhan Wishes in Bengali

আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে পরস্পরের প্রতি আমাদের ভালবাসা বছরের পর বছর বাড়তে থাকে।”
শুভ রাখী বন্ধন
Happy Raksha Bandhan Wishes in Bengali

তুমি আমার সেরা বন্ধু যে সবসময় আমার পক্ষে ছিল। আমি জানি যে যখনই আমার তোমার প্রয়োজন হবে, তুমি সর্বদা আমার জন্য থাকবে। সমস্ত ভালবাসা, যত্ন এবং সমর্থন জন্য তোমাকে ধন্যবাদ !”শুভ রাখী বন্ধন
শুভ রাখি বন্ধন শুভেচ্ছা বার্তা

সময়ের সাথে সাথে আনাদের স্মৃতিগুলো স্লান হয়ে যেতে পারে তবে আমাদের ভালোবাসার বন্ধন আরও দৃঢ় হবে।” শুভ রাখী বন্ধন
Happy Raksha Bandhan Wishes in Bengali

ভাল সময়ে বা খারাপ সময়ে, আপনি আমাকে সর্বদা আপনার পাশে থেকে দেখতে পাবেন। শুভ রাখি!

Happy Raksha Bandhan Wishes in Bengali

প্রিয় বোন, আপনি আমার সেরা বন্ধু এবং আমি কখনই আপনার কাছ থেকে আলাদা হতে চাই না। শুভ রাখি!
Happy Raksha Bandhan Wishes in Bengali

শুভ রাখি বন্ধন ফটো ডাউনলোড

আমার প্রিয়তম ভাই, আমি জানি আমি আপনার সাথে অনেক লড়াই করেছি, তবে আজ রক্ষা বাঁধনের একটি শুভ উপলক্ষে আমি কেবল আপনাকে বলতে চাই যে আপনি আমার বিশ্ব এবং আপনার বোন হওয়া আমার কাছে সম্মানের।
Happy Raksha Bandhan Wishes in Bengali

আপনি আমার বাবা-মার কাছ থেকে পাওয়া সেরা উপহার। তোমাকে অনেক ভালোবাসি ভাই! 
শুভ রক্ষা বাঁধন!
Happy Raksha Bandhan Wishes in Bengali

বছর ঘুরে আবার এলো সুখের দিন,তোর বাঁধা এই ছোট্ট সুতো করলোআমার জীবন রঙিন।
রাখীবন্ধন উৎসবেরশুভেচ্ছা ও ভালোবাসা।
Happy Raksha Bandhan Wishes in Bengali

রাখীর এই পবিত্র দিনেসুখে থাকুক সবাই,এসো সবাই মনের দরজা খুলে,আনন্দে, ভালোবাসায় আজকেরদিনটি কাটাই…শুভ রাখি পূর্ণিমা
Happy Raksha Bandhan Wishes in Bengali

এলো উৎসব রাখীর,কত খুশীর বাহার,বোনেরা বাঁধলো ভাইয়ের কব্জিতেভালোবাসায় ভরা উপহার..
শুভ রাখী পূর্ণিমা

Happy Raksha Bandhan Wishes in Bengali

আজ শ্রাবণ মাসের পূর্ণিমা তিথী,পৃথিবী জুড়ে বাজে মধুর গীতি,ভ্রাতার হাতে পরাবে সুতা ভগিনী,উৎসবে মুখরিত আজ বিশ্ব ধরণী। শুভ রাখী পূর্ণিমা
Happy Raksha Bandhan Wishes in Bengali

১৯০৫ সালে বঙ্গভঙ্গের বিরোধিতা করতে রাখিকে গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ব্যবহার করেছিলেন রবীন্দ্রনাথ। এই বছরের ২০ জুলাই ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গের কথা ঘোষণা করে। জানানো হয়, এই আইন কার্যকরীর হবে ১৯০৫-এরই ১৬ অক্টোবর, বাংলায় ৩০ আশ্বিন। সেই সময়ে ধর্ম বর্ণ নির্বিশেষে বঙ্গভঙ্গের বিরোধিতায় মানুষ সামিল হয়।

ঠিক হয়, ওই দিন বাংলার মানুষ পরস্পরের হাতে বেঁধে দেবেন হলুদ সূতো বাঁধবেন। এই দিনকে মিলন দিবস হিসেবে পালন করা হয়। কবিগুরু এই দিনটিকে রাখি বন্ধন উৎসব পালন করার ডাক দেন। বাংলায় হিন্দু ও মুসলিমদের মধ্যে সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বকে ফুটিয়ে তুলতেই এই উদ্যোগ নেন রবীন্দ্রনাথ।

শুভ রাখি বন্ধন ছবি, পিকচার ও ফটো ডাউনলোড ২০২৩ : আমাদের শেয়ার করা ছবি গুলো আপনাদের কেমন লাগলো মন্তব্য করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। নমস্কার আমাদের ওয়েবসাইট টি সাবস্ক্রাইব করুন তাহলে পরে নতুন নতুন পোস্ট পেতে আপনার কোনো সমস্যা হবে না।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment