৫০ টি সেরা শুভ রাখি পূর্ণিমার শুভেচ্ছা বার্তা, স্ট্যাটাস ও ছবি ২০২৩

WhatsApp Channel Follow Now
Telegram Group Follow Now

Last updated on August 25th, 2023 at 12:00 am

Happy Raksha Bandhan 2023 Wishes in Bengali : সকলকে জানাই শুভ রাখি পূর্ণিমার শুভেচ্ছা বার্তারাখি বন্ধন উৎসব এর এই বিশেষ দিনটিতে প্রতিটি বোন তাদের প্রিয় দাদা ও ভাইয়ের হাতের কবজিতে ‘রাখী” নামক পবিত্র সুতোর বাঁধন বেঁধে দিয়ে থাকে আর যার পরিবর্তে ভাই বোনকে বিশেষ উপহার দেয় এবং সারাজীবন তাকে রক্ষা করতে অঙ্গীকারবদ্ধ হয়ে থাকে।

মহাভারতে কথিত আছে একটি যুদ্ধের সময় ভগবান কৃষ্ণের কবজিতে আঘাত লেগে রক্তপাত শুরু হলে দ্রৌপদী তাঁর শাড়ির আঁচল খানিকটা ছিঁড়ে কৃষ্ণের হাতে বেঁধে দেন। এতে কৃষ্ণ অভিভূত হয়ে যান। দ্রৌপদী তাঁর অনাত্মীয়া হলেও, তিনি দ্রৌপদীকে নিজের বোন বলে ঘোষণা করেন এবং দ্রৌপদীকে এর প্রতিদান দেবেন বলে প্রতিশ্রুতি প্রদান করেন। এর বহু বছর পরে, পাণ্ডবরা পাশাখেলায় কৌরবদের কাছে হেরে গেলে। কৌরবরা দ্রৌপদীকে অপমান করে তাঁর বস্ত্রহরণ করতে যান তখন ভগবান শ্রী কৃষ্ণ দ্রৌপদীর সম্মান রক্ষা করে সেই প্রতিদান দেন। এইভাবেই রাখীবন্ধনের প্রচলন হয়।

আজকের এই বিশেষ দিনে সকলেই শুভ রাখি পূর্ণিমার শুভেচ্ছা বার্তা, উক্তি, স্ট্যাটাস ও ছবি খুজে থাকে ইন্টারনেটে। তাই এই পোস্টে আমি আপনাদের সঙ্গে রাখি বন্ধনের শুভেচ্ছা বার্তা, স্ট্যাটাস ও ছবি শেয়ার করছি আশাকরি আপনাদের ভালো লাগবে।

শুভ রাখি পূর্ণিমার শুভেচ্ছা বার্তা

শুভ রাখি পূর্ণিমার শুভেচ্ছা বার্তা ২০২৩

করি প্রাণ খুলে দীর্ঘায়ুকামনা আজকের দিনে,বোন তুই চির সুখী থাকিস এই বিশ্বভুবনে।
শুভ রাখী বন্ধন
এলো ফিরে ভাই বোনের মহান উৎসবের তিথি তোর হাতে পরাবো চির বন্ধনের রাখী।”
শুভ রাখী বন্ধন
তুই আমার বোন, সেরা বন্ধু আর আমার শ্রেষ্ঠ উপহার। আমি জানি তুই থাকবি আমার জন্য চিরকাল! 
শুভ রাখিবন্ধন !
আজ শ্রাবণ মাসের পূর্ণিমা তিথী,
পৃথিবী জুড়ে বাজে মধুর গীতি,
ভ্রাতার হাতে পরাবে সুতা ভগিনী,
উৎসবে মুখরিত আজ বিশ্ব ধরণী।
শুভ রাখী পূর্ণিমার শুভেচ্ছা 
এলো উৎসব রাখীর, কত খুশীর বাহার, বোনেরা বাঁধলো ভাইয়ের কব্জিতে ভালোবাসায় ভরা উপহার..
শুভ রাখী পূর্ণিমার শুভেচ্ছা 
আমার মিষ্টি বোনকে জানাই রাখিবন্ধনের শুভেচ্ছা ও ভালোবাসা…
শুভ রাখি পূর্ণিমার শুভেচ্ছা 
ভাই বোনের এই সম্পর্ক কখনো টক কখনো মিষ্টি..এটিই ভবিষ্যতে করে অনেক হাসির সৃষ্টি..
শুভ রাখি পূর্ণিমার শুভেচ্ছা 
রাখীর এই পবিত্র দিনে সুখে থাকুক সবাই, এসো সবাই মনের দরজা খুলে,আনন্দে, ভালোবাসায় আজকের দিনটি কাটাই…
শুভ রাখি পূর্ণিমার শুভেচ্ছা 
বছর ঘুরে আবার এলো সুখের দিন,তোর বাঁধা এই ছোট্ট সুতো করলো আমার জীবন রঙিন।
রাখীবন্ধন উৎসবের শুভেচ্ছা ও ভালোবাসা।
এলো ফিরে ভাই বোনের মহান উৎসবের তিথি তোর হাতে পরাবো চির বন্ধনের রাখী।”
শুভ রাখী বন্ধন
Happy Raksha Bandhan Wishes in Bengali

শুভ রাখি বন্ধনের শুভেচ্ছা বার্তা ২০২৩

রাখীর বন্ধন হলো , মিলনের অকৃত্রিম সেতু, রাখীর বন্ধন হলো,ভাই বোনের সবসময় পাশে থাকবে ,কোনো কারন হেতু।”  শুভ রাখী বন্ধন
রাখী বন্ধন মানে রঙ বেরঙের সুতোর সমাহার, রাখী বন্ধন মানে ভাই বোনের ভালোবাসার অঙ্গীকার।” 
 রাখি পূর্ণিমার শুভেচ্ছা

একটা সরু সূতো হয়তো সব সুখ, সব ঐশ্বর্য দিতে পারে না ৷ তবে যেটা দিতে পারে তা হল, একটা বিশ্বাস, একটা ভরসা, সারা জীবন পাশে থাকার ভরসা, সারা জীবন খেয়াল রাখার বিশ্বাস ৷ এই বিশ্বাস, এই ভরসাটা যে সারা জীবন সাথে থাকে ৷ বেঁচে থাক ভাই বোনের এই ভালোবাসা
তোকে দেখে নিলে ভরে যায় আমার এই মন,হৃদয় বলে তুই আমার সব চেয়ে প্রিয় আপন,বেঁধে রাখে যেনো এই দুটি ঘন রাখার শুভ বন্ধনে কখনোও যেনো ভরেনা তোর চোখ ব্যথার ক্ৰন্দনে
ভাইবোনের সম্পর্ক পৃথিবীর সেরা পবিত্র সম্পর্ক। ঈশ্বর সবাইকে এই সম্পর্ক হয়তো দেন না তবে যাদের দেন তারা ভাগ্যবান। ভাইবোন মানে শ্রদ্ধা, ভাইবোন মানে একটু খুনসুটি, ভাইবোন মানে হাজার অভিযোগ সত্ত্বে একে অপরের পাশে ভালোবেসে বেঁধে থাকা। তাই পৃথিবীর এই মিষ্টি মধুর সম্পর্কে জানাই
রাখীর এই সুতো আরও মজবুত করে তুলবে ভাই-বোনের ভালবাসার বন্ধন।”
রাখি পূর্ণিমার শুভেচ্ছা
আজ এমন শুভ দিনে কি দেবো তোকে উপহার, সবই তুই নিয়ে নে যা ছিলো জীবনে আমার, তোর এই খুশিতে মন কাড়া হাসিতে ভরে যায় জীবন আমার।”
শুভ রাখী বন্ধন
তোমাকে রাখির একটি সুতো পাঠালাম যা আমাদের হৃদয় ও জীবনকে আবদ্ধ করবে এবং আমাদের আত্মার বন্ধনকে আরও দৃঢ় করে। তোমাকে মিষ্টি রাখী বন্ধনের শুভেচ্ছা!
তোমাকে ও তোমার পরিবারের সকলকে জানাই রাখী বন্ধনের অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা…
ভাই বোনের সম্পর্ক চাঁদের আলোর মতো মধুর, যতই হোক ঝগড়া লড়াই সম্পর্ক থাকে অটুট।”
শুভ রাখী বন্ধন
Happy Raksha Bandhan Wishes in Bengali

রাখি বন্ধন ছবি ডাউনলোড

আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে পরস্পরের প্রতি আমাদের ভালবাসা বছরের পর বছর বাড়তে থাকে।” শুভ রাখী বন্ধন
তুমি আমার সেরা বন্ধু যে সবসময় আমার পক্ষে ছিল। আমি জানি যে যখনই আমার তোমার প্রয়োজন হবে, তুমি সর্বদা আমার জন্য থাকবে। সমস্ত ভালবাসা, যত্ন এবং সমর্থন জন্য তোমাকে ধন্যবাদ !”
শুভ রাখী বন্ধন
সময়ের সাথে সাথে আনাদের স্মৃতিগুলো স্লান হয়ে যেতে পারে তবে আমাদের ভালোবাসার বন্ধন আরও দৃঢ় হবে।”
শুভ রাখী বন্ধন
সেই ভাইয়ের হাতে বাঁধা সেই সুতার গিঁটটি প্রেম, যত্ন, সমর্থন, শ্রদ্ধা এবং সুরক্ষার একটি গিঁট।  
শুভ রাখি!
এই এক রাখির আপনার প্রতি আমার ভালবাসা প্রমাণ করার শক্তিশালী শক্তি আছে।  এবং এই এক রাখি আমার প্রতি আপনার সুরক্ষা বোধকে প্রমাণ করে। 
শুভ রাখি!
Happy Raksha Bandhan Wishes in Bengali

প্রিয় বোন, আপনি আমার সেরা বন্ধু এবং আমি কখনই আপনার কাছ থেকে আলাদা হতে চাই না।  শুভ রাখি!
যত বেশি আমরা ঝগড়া করি,তার থেকেও অনেক বেশিআমরা একে অপরকে ভালোবাসি…এই পবিত্র বন্ধন যেনসারাজীবন অটুট থাকে…আমরা যেন সেরাভাই-বোন থাকি সব সময়।
শুভ রাখি পূর্ণিমা
প্রিয় বোন, আমি আশা করি আপনার সুখ এবং ভালবাসায় পূর্ণ হোক।  
শুভ রাখি!
তোমার মতো বোন পেয়ে আমি গর্ববোধ করি।সর্বদা একই শক্তিশালী মনের মেয়ে হোন !! 
শুভ রাখি পূর্ণিমা 
আপনার বয়স কতই বাড়ুক না কেন,আমার জন্য আপনি সর্বদা আমার আরাধ্য ছোট বোন হিসাবে থাকবেন। 
শুভ রাখি পূর্ণিমার শুভেচ্ছা 
Happy Raksha Bandhan Wishes in Bengali

শুভ রাখি পূর্ণিমার স্ট্যাটাস ২০২৩

আমার প্রিয়তম ভাই, আমি জানি আমি আপনার সাথে অনেক লড়াই করেছি, তবে আজ রক্ষা বাঁধনের একটি শুভ উপলক্ষে আমি কেবল আপনাকে বলতে চাই যে আপনি আমার বিশ্ব এবং আপনার বোন হওয়া আমার কাছে সম্মানের।
আনন্দ আর ভালোবাসায় ভরাএই সুতোর বন্ধন থাকুকচিরতরে অটুট,তোর জীবনের সবসুখে দুঃখে পাশে দাঁড়ানোরনিলাম অঙ্গিকার ৷
শুভ রাখি পূর্ণিমা
প্রিয় ভাইয়া আপনি আমার শক্তি আপনি আমার অভিভাবক আপনি আমার সেরা বন্ধু আপনি আমার সবকিছু আপনার সাহায্য,ভালবাসা এবং যত্ন ব্যতীত … আমি কিছুই নই সবকিছুর জন্য ভাইয়া আপনাকে ধন্যবাদ।
প্রিয় ভাই, এই রাখি বেঁধে আমি তোমার শান্তির জন্য ঈশ্বরের প্রার্থনা করি, সুখ এবং আপনার সমৃদ্ধির জন্য প্রার্থনা করছি … আপনার মত একজন উষ্ণ এবং প্রেমময় ব্যক্তি জীবনের সেরা উপযুক্ত। !! !! 
শুভ রাখি পূর্ণিমার শুভেচ্ছা 
আজ তুই দিলি বেঁধেহাতে ভালোবাসার বন্ধন,এই বন্ধন হয়ে থাকেযেনো সদা চিরন্তন।
শুভ রাখী পূর্ণিমা
আমার প্রিয় ভাই, আপনি আমার হাসির কারণ। আমাকে আপনার বোনকে বেছে নেওয়ার জন্য আমি মহাবিশ্বকে ধন্যবাদ জানাই।
ও … আমার ভাই- আপনি যতক্ষণ আমার জীবনে থাকেন, আমার কোনও বন্ধুর দরকার নেই।
তুমি আমার ভাগ্যবান ছেলে কারণ তোমার মতো আমার বোন আছে।
শুভ রাখি পূর্ণিমার শুভেচ্ছা 
আপনি আমার বাবা-মার কাছ থেকে পাওয়া সেরা উপহার। তোমাকে অনেক ভালোবাসি ভাই! 
শুভ রাখি পূর্ণিমার শুভেচ্ছা 
মা এবং বাবা আমাকে যে সেরা উপহার দিয়েছেন তা আপনার মতো দুর্দান্ত এক বোন। 
শুভ রাখি পূর্ণিমার শুভেচ্ছা 
Happy Raksha Bandhan Wishes in Bengali

Happy Raksha Bandhan Wishes in Bengali 2023

করি প্রাণ খুলে দীর্ঘায়ু কামনা আজকের দিনে,ভাই তুই চির সুখী থাকিসএই বিশ্বভুবনে। শুভ রাখী বন্ধন
আমার সেরা বন্ধুকে রাখির শুভেচ্ছা।  দিনটি উপভোগ করুন প্রিয় বোন। 
আজ শ্রাবণ মাসের পূর্ণিমা তিথী,পৃথিবী জুড়ে বাজে মধুর গীতি,ভ্রাতার হাতে পরাবে সুতা ভগিনী,উৎসবে মুখরিত আজ বিশ্ব ধরণী।
শুভ রাখী পূর্ণিমা
একটা সরু সূতো হয়তো সব সুখ, সব ঐশ্বর্য দিতে পারে না ৷ তবে যেটা দিতে পারে তা হল, একটা বিশ্বাস, একটা ভরসা, সারা জীবন পাশে থাকার ভরসা, সারা জীবন খেয়াল রাখার বিশ্বাস ৷ এই বিশ্বাস, এই ভরসাটা যে সারা জীবন সাথে থাকে ৷ বেঁচে থাক ভাই বোনের এই ভালোবাসা
রাখীবন্ধনের এই পবিত্র দিনে ;করি ঈশ্বরের কাছে এ প্রার্থনাআমাদের বন্ধন হোক আরও দৃৃঢ়যেন কখনোই তা ভাঙে না !
রাখিবন্ধনের শুভেচ্ছা !! 
রাখীর বন্ধন হলো , মিলনের অকৃত্রিম সেতু, রাখীর বন্ধন হলো,ভাই বোনের সবসময় পাশে থাকবে ,কোনো কারন হেতু।” 
শুভ রাখী বন্ধন
রাখী পরাবার এই শুভক্ষণেপ্রার্থনা করি সদা,সুখ, সমৃদ্ধি ও শান্তিতেভরে উঠুক জীবন তোমারপূর্ণ হোক সকল বাসনাকেটে যাক সব বাঁধা ! 
রাখিবন্ধনের ভালোবাসা বোনটি আমার !! 
রাখী বন্ধন মানে রঙ বেরঙের সুতোর সমাহার, রাখী বন্ধন মানে ভাই বোনের ভালোবাসার অঙ্গীকার।” 
শুভ রাখী বন্ধন
রাখী পরিয়ে বাঁধলি যে তুই ভালোবাসার ডোরেভালো রাখার প্রতিশ্রুতি দিলাম চিরজীবন তোরে !রাখীর বাঁধনে আছে লেখাএক অলিখিত প্রতিশ্রুতি ;থাকবো আমি চিরকাল তোর পাশেযতই আসুক বাধা বিপত্তি !
তুই আমার বড় আদরের অতি প্রিয় ছোট বোন আজ রাখী পরিয়ে দিলি আমায় অমূল্য এক ধন !

শুভ রাখি পূর্ণিমার শুভেচ্ছা বার্তা, স্ট্যাটাস ও ছবি ২০২৩ : গুলো পড়ে আপনাদের কেমন লাগলো মন্তব্য করে জানাবেন যদি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না।

FAQs For Raksha Bandhan Wishes in Bengali

রাখি বন্ধন উৎসব কে প্রচলন করেন?

১৯০৫ সালের ১৬ই অক্টোবর, বঙ্গভঙ্গের বিরোধিতায় মানুষ সামিল হয়। ঠিক হয়, ওই দিন বাংলার মানুষ একে অপরের হাতে বেঁধে দেবেন হলুদ সূতোর বাঁধন। কবিগুরু এই দিনটিকে রাখি বন্ধন উৎসব পালন করার দিন হিসেবে বিবেচিত করেন।

রাখি বন্ধন কবে ২০২৩?

শ্রাবণ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে যা ৩০ আগস্ট সকাল ১০টা ৫৮ মিনিট থেকে শুরু হবে, যা চলবে পরের দিন ৩১ আগস্ট সকাল ৭টা ৫ মিনিট পর্যন্ত।

রাখি বন্ধন উৎসব কে প্রতিষ্ঠা করেন?

ইতিহাস ঘাঁটলে দেখা যায়, কলকাতার রাস্তায় রাস্তায় ৩০ আশ্বিন রবীন্দ্রনাথের নেতৃত্বে রাখি বন্ধন উৎসব পালিত হয়। তবে এই রাখির সঙ্গে শ্রাবণ মাসের পূর্ণিমার রাখির কোনও সম্পর্ক নেই। এই রাখির মূল উদ্দেশ্যই ছিল মানবিকতা, সম্প্রীতি ও একতা।

রাখি বন্ধন উৎসব কবে চালু হয়?

১৯০৫ সালে বঙ্গভঙ্গের বিরোধিতা করতে রাখিকে গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ব্যবহার করেছিলেন রবীন্দ্রনাথ।

Leave a Comment

WhatsApp Group Join Now
Telegram Group Join Now